নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ফলমূল, মূল ফল !

২৩ শে জুন, ২০২১ রাত ১১:৪৯

ছবি নেট ।

সন্ধ্যার কিছু আগে
হেঁটে আসছিলাম বাড়ি
চারপাশে আলো আঁধার
সে এক জবরদস্ত খেলা
যেন মায়ের পেটে আমি
খুউব উপভোগ করছি।

মালিবাগ রেলক্রসিং পাড় হতে
এক নাগারে কিচ্ছুক্ষণ ডাকে
নেকাব পড়া এক খানকি
এই! এই!
এই যে ভদ্রলোক !
খদ্দের হবি
আমার তিন বছর ছেলের আজ জন্মদিন!

আমি না শুনার ভান করি
জগতে কম শুনতে পারা
এক মহৎ গুন
নেতারা এ গুনের অধিকারী হয়
আমি দেখেও
এড়িয়ে চলি
নেতারা এগুলা আমগো শিখায় দিছে।

ফলের দোকানের সামনে এসে থামি
রাজশাহীর বড় বড় লিচু
গোলাপি রঙ
আমাকে রুনার কথা মনে করায়
রুনা,
একসময়কার আমার ক্রাশ।

পাশে ফজলি আম
পড়শী ভাবীরে মনে করায়
জাম্বুরা, বেল
তোমার কথা মনে করায়। 

একশ লিচুর দাম
দোকানী যা হাঁকল
তাতে হিসেব মেলালাম দ্রুত
সাহস করে কিনে ফেলি গুনে গুনে পঞ্চাশ
সাদা পলিথিন ভেতরে গোলাপি লিচু।

মগজে মায়ের দাওয়াই,
বাড়ি ভাড়া, বাস ভাড়া
খুক খুক কাশি
এলিট সম্প্রদায়ের চিতকার,
ব্লু মুন!  ব্লু মুন! 
আমার নোনা চোখ
মস্তক
যথারীতি নীচু ।

২৩ জুন ২১।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২১ রাত ১:৩৪

কামাল১৮ বলেছেন: কিছু শব্দ আছে যা আপত্তিকর ও নারী বিদ্বেষী।

২৪ শে জুন, ২০২১ রাত ৩:৫৪

স্প্যানকড বলেছেন: তাই নাকি ! কোন শব্দ গুলি?দয়া করে যদি বলতেন উপকৃত হতাম। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

২| ২৪ শে জুন, ২০২১ ভোর ৬:৩২

হাবিব বলেছেন: খানকি......? বড় বড় গোলাপী লিচু দেখে নারীর কথা মনে পড়ার কারণ কি? ফজলি আম দেখে পাশের বাড়ির ভাবির কথা মনে পড়ে কেন?

২৪ শে জুন, ২০২১ সকাল ৯:৫৮

স্প্যানকড বলেছেন: রেল লাইনের পাশে দাঁড়ায় থাকে দেখেন নাই এদের ! গোলাপি রঙ দেখে তাহার গালের কথা মনে পড়ছে যে এখন অন্যের। পাশের বাড়ির ভাবির স্বামী বিদেশ ! হা হা হা.... আর কিছু? নেতাদের কথাও কিন্তু ছিল উহা বেমালুম ভুলে গেলেন ! ধন্যবাদ। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৩| ২৪ শে জুন, ২০২১ সকাল ১০:২২

কামাল১৮ বলেছেন: খানকি শব্দটি আপত্তিকর।এই শব্দটি দ্বারা নারীদেরকে অপমান করা হয়।

২৪ শে জুন, ২০২১ সকাল ১১:০৫

স্প্যানকড বলেছেন: এ শব্দটি ডিকশনারী তে আছে ! যেই সিস্টেম এর কারণে নারীগন এমন জঘন্য পেশা বেছে নেন তাহা কি সুখকর ? আমি কাউরে অপমান করি নাই করার ইচ্ছে ও নাই। সিস্টেম খারাপ এর কথা কইয়া ফেলি এই যা! ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

৪| ২৪ শে জুন, ২০২১ রাত ৯:৪৯

কামাল১৮ বলেছেন: ডিকশনারীতে অনেক শব্দই আছে।সারা বিশ্বে স্বীকৃত একটি পেশা।

২৫ শে জুন, ২০২১ বিকাল ৪:৩০

স্প্যানকড বলেছেন: এই পেশা কেন স্বীকৃত ? কেন? মিথ্যে সভ্যতার বাহাদুরি, লাত্থি মারি! দুঃখিত! মেলা কিছু বলে ফেললাম। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.