নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

গন্তব্য !

২৫ শে জুন, ২০২১ রাত ১২:৫৫

ছবি নেট ।

এ টি এম বুথ থেকে
টাকা বের হওয়ার শব্দ
ভীষণ উত্তেজিত করে আমাকে
তখন দেখিনা
কে শুয়ে ফুটপাতে
কে পাশে খাড়াইয়া মুতে।

আমি,
আমার পরচিত রেঁস্তোরায়
কাবাব রুটির অর্ডার দিয়ে মোবাইল টিপি
তখন ও উত্তেজিত থাকি
পেটের জন্য এত কিছু করা
এত চুরি
এত দোষ কান্দে নিয়া
গোরস্থানে গলে নাড়িভুঁড়ি
ওসব বেমালুম ভুলে
কাবাব রুটি ভেতরে চালান করি।

বের হই
বাংলা ফাইভ ঠোঁটে
ঐ টা পোড়ে
ধোঁয়ার সাথে বেরিয়ে পড়ে
শহরে চাঁদনি রাত
ধুসর স্মৃতি
যেখানে তুমি আছ
খুব পুরনো কিন্তু ঝকঝকে
আমাদের চুমুগুলি ভীষণ
ভীষণরকম একলা
বিষাদ সুর তোলা ভায়োলিন।

শেষ বাসটার জন্য অপেক্ষায় থাকি
আসি আসি করে দেয় রোজ ফাঁকি
একদিন আসবে
সওয়ারী শুধুই কি
একলা আমি?
ভাবনার মাঝে আবার ফূটে ফুল
মধু খেতে আসা ভ্রমর বিন্দায় হুল !

২৪ জুন ২১।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২১ ভোর ৫:৩৬

ইসিয়াক বলেছেন: আমরা জানি বুঝি সব, আবার বুঝতেও চাই না।
জেনে শুনে করি বিষ পান।

কবিতা ও ছবি দুটোই সুন্দর।

শুভ কামনা রইলো।

২৫ শে জুন, ২০২১ বিকাল ৪:১৪

স্প্যানকড বলেছেন: হুম, একদম কথা খাঁটি । ধন্যবাদ ইসিয়াক ভাই। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.