নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

প্রেম হালার *তমারানি !

২৯ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

ছবি নেট ।

আমি তাকিয়ে আছি
যার সাথে দৃষ্টি বিনিময় চলছে
সে কি কুমারী?
বিবাহিতা?
তার স্বামী
অথবা বয়ফ্রেন্ড নিশ্চিত
আমার মতন গরীব
নইলে বাসে চড়ে !

চলছি বাড্ডা টু শাহবাগ
শেষ স্টপেজ গুলিস্তান
জার্নি টা আরেকটু বাড়ায় দিলে
ভালা লাগত
আবারও তাকাল সে
ইস!
যেন আগুন
ছ্যাত করে উঠে বুক
আয়তলোচন
যেন শান্ত কোন ঝিল!

নসিব আজ ভালো
খুশিতে ভিতর তাই গদগদ
পাঁচ স্টপেজ আসার পর
সে আবার তাকাল
পাইলাম বিজলীর চেয়ে বড় শক!
নাইমা পড়ল সে 
শেষ দৃষ্টি বিনিময়
ঘামে ভেজা বগল ত্বক।

সে হারিয়ে গেল ভীড়ে
হাওয়া রোদ ধুলোর সনে
তার আসনে এখন বৃদ্ধা
আসলে আসন খালি থাকে না কখনো
কেউ না কেউ বসে থাকে
ধুলো জমলেও কেউ না কেউ থাকে
যথারীতি দৃষ্টি আসমানে
প্রেম হালার চুতমারানি!
এই ডুবে
এই ভাসে
এই দূরে
এই কাছে।

২৯ জুন ২১।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.