নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট।
আমরা কি? অবশ্যই মানুষ! আদম সন্তান! তাহলে আমাদের চিন্তা চেতনা কেন এত নীচে। মানে বুঝেন নাই?এইযে এক ব্লগার এর নিক নিয়া এত রাজ কাহানী শুরু হইছে তাই কইছিলাম। অথচ এ ছাড়া বহু বিষয় ছিল যা নিয়ে তর্ক করা যেতো আলাপ চারিতা করা যেতো।ধরেন তেমন কিছু খাওন বলেন আর খবর আপনাদের দিচ্ছি। পড়তে থাকুন সাথে অবশ্যই ভাবতে থাকুন। চলেন বুকে থুতু দিয়া কামে লাইগা যাই....
১) স্ত্রী কে জোরপুর্বক পর্নোগ্রাফি ছবি করাতে স্বামীর নির্যাতন !
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, পর্ণোগ্রাফি ভিডিও তৈরি করতে রাজী না হওয়ায় স্ত্রীকে নির্যাতনের অভিযোগে স্বামী মোরসালিনকে এক বছরের সাজা দেওয়া হয়েছে। স্বামী-স্ত্রীকে মুখোমুখি করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
( বাংলা ভিশন সংবাদ )
২)বাবা কর্তৃক মেয়ে ধর্ষিত!
সোমবার (২ আগস্ট) সকালে তাকে জেলে পাঠানো হয়। এর আগে রবিবার (১ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় তার বিরুদ্ধে ধর্ষণের শিকার মেয়ে বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।( বাংলা ভিশন সংবাদ )
এই যে উপর এর খবর গুলি পড়লেন নিশ্চয়ই ইহা নিক এর চেয়ে ভয়াবহ মারাত্মক রকম এর কিছু। আমরা এ নিয়া কি কোন আলাপ করতে পারি? না, মুখে মাস্ক দিয়ে বলব ছিঃ! কি দুর্গন্ধ!
এর পর আরও আছে ধরেন হেলেনা থেকে পিয়াসা মৌ ঘুরে ইশিতা, দর্জি মনির!
এই যে হেলেনা খেলনা হয়ে গেল কেন? এই তো কয়দিন আগে ৭১ টিভিতে কফি ফু দিয়ে খেতে দেখলাম। কত আলাপ চারিতা করল। আজ সে হেলেনা থেকে খেলনা। কেন?
আগে এই হেলেনা যখন বড় বড় নেতার খুব কাছের ছিলেন তখন সবাই হেলেনা কে পীর দরবেশ ভাবছে। এই টক শো সেই টক শো দাপিয়ে বেড়িয়েছেন।যেই নেতাদের হাত মাথা থেকে সরে গেল অমনি হেলেনা আর খেলে না! দুদক, এত এত টিভি মিডিয়া এত দিন কাহার কেশগুচ্ছ নিয়ে নাড়াচাড়া করছিল? জানার ইচ্ছে খুব।
আমাদের দেশে একটা প্রাচীন প্রথা বিদ্যমান সেটা হলো দলের নেতারা জানে ব্যক্তিটি দুই নম্বর চরিত্রহীন। সব জেনে-বুঝেই দলে ঠাঁই দেয়া হয়। এর কারণ নেতারা খুব ভালো করে জানে এরে দিয়া যত দুই নম্বরি কাম কাইজ করাইয়া মাল কামানো সহজ। যেই দেখে টার্গেট পুরা হইছে অথবা লাইন থাইকা বেলাইনে যাচ্ছে কথা শুনছে না অমনি প্রথমে দল থেকে বহিষ্কার তারপর জেল হাজত!ইহা একটি অলিখিত সিস্টেম যা সব সময় কার্যকর।
আসলে দেশের অবস্থা এমন যে, এত ইস্যুর ঠেলায় হিসু কইরা টিস্যু নেয়ার টাইম পাওয়া যায় না।
পিয়াসা মৌ এদের কি এমন উল্লেখযোগ্য কাম কাইজ আছে?এই রুপ যৌবন বিলানো ছাড়া! তবে এদের মার্কেটে ভিডিও নাই প্রভার মতন এই যা মানে সতি খানকি !
তারপর ইশিতা! নাম শুইনা প্রথমে টাসকি খাইছিলাম পরে ঠিক হইছি । উনি বিশাল কিছু।সেনাবাহিনীর ডাক্তার ইত্যাদি।বাস্তবে বাল!
একটা জিনিস মাথায় আসে না একমাত্র বাংলাদেশে সব পেশার ভুয়া বা কপি মাল বাজারে বিদ্যমান! যা অষ্টম আশ্চর্য! কেমনে হয় এসব এ শতকে! কেমনে?
তেমনি আরেক জন ফটোশপে শেখ হাসিনা থেকে শুরু করে সবার কাছের মানুষ হয়ে গেলেন। হয়ে গেলেন বিরাট নেতা! এ শুধু বাংলাদেশে সম্ভব ! আসলে এ জাতি অসাধারণ কাম কাইজে পারদর্শী। এদের থামাবার কেউ নাই!
এসব নিয়া আমরা একদম কথা বলতে নারাজ। সমাজ গোল্লায় যাক শরীরে যেন না লাগে নাপাক! এই নিয়ে বসে আছি অথচ কখনো ভাবছি না এ নাপাক না দমালে নিজের ঘরে এমন কি বিছানায় চলে আসতে পারে। তখন খেইলেন খেলা!
আসলে কি করলে এসব কমবে? ওয়াজ নসিয়ত তো কম হয় না। ওয়াজের ঠ্যালায় ঘুমানো যায় না। এরপর ও এসব। তবে কি সবার ভিতর লোভ বেড়ে গেছে? বিবেক বুদ্ধি হারিয়ে গেছে? আসলে মনে হয় সবার প্রতিদিন একবার নিজের বিবেক কে প্রশ্ন করা উচিত আমি কি সৃষ্টির সেরা হতে পারছি?
আর হ্যাঁ নতুন একটা নিক নিয়া ভাবছি " আমারে বড় স্যার ডাকবা! "
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১০:৫২
স্প্যানকড বলেছেন: একদম ! কিচ্ছু বলার নাই।
২| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১০:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: সমাজে এখন শুধু গ্যাংরিন হওয়া বাকি। যতই লেখেন। কোন লাভ নাই। আমরা হিরক রাজার দেশের খনির মজুর। তারপরও কষ্ট করে লিখেছেন তাই সাধুবাদ জানাই।
০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১০:৫৪
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, গ্যাংরিন কতদিন চলবে আর তো ভালো লাগে না। খিস্তি আইছিল বহু কষ্টে আটকাইলাম । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৩| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ১১:১০
খোলা জানালা। বলেছেন: একদম
০৪ ঠা আগস্ট, ২০২১ রাত ২:০৯
স্প্যানকড বলেছেন: হুম, ধন্যবাদ । ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন ।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০২১ সকাল ৯:১৯
হাবিব বলেছেন:
এক ইস্যু কে ঢাকার জন্য আরেক ইস্যু হাজির।
দেশকে আমরা ডায়াবেটিকসের রোগী বানিয়েছি
বহুমূত্র রোগীর বার বার হিসু হয়
ডায়াবেটিক আক্রান্ত দেশে বেশি বেশি ইস্যু হয়।