নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট আর্টিস্ট বেইবি ভাকুইতা ।
আমরা অনেক তিতা সত্য বলতে ভয় পাই অথচ সেই আমরা অন্যকে জ্ঞ্যান দান করি সৎ থাকবে হ্যান ত্যান নীতির কথা বলি। মানে দুই তিন রকম মুখোশ বা আরও বেশী মুখে লাগাইয়া রীতিমতো ঘুরি। সাবাস!
এই যে ব্লগ গরম করে রেখেছে তালেবান আর পরীমনি অথচ দেশে প্রায় ৬ কোটি ৩৫ লাখ বেকার আছে। তাদের নিয়ে কেউ কি ভাবছে ? মনে হয় না।
তারপর আমরা নিজেদের কে পোষা প্রাণী বানিয়ে ফেলেছি।এই যে এত চুলবাল ছিঁড়ে হিসেব করছি তালেবান এলে এ অঞ্চলের রাজনীতিতে কি প্রভাব ফেলবে অথচ এদিকে গ্যাসের দাম বেড়ে গেছে ২৫ টাকা! কই থেকে আসবে এই বাড়তি টাকা?বেতন তো সেই আগেরটা ! চাল, ডাল, নুন, তেল, সাবান, চিনির কথা বাদই দিলাম এমন কি বালিশ !
আসেন একটু চোখ ভুলিয়ে যাই আর যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাই! এসব মনে রেখে কি লাভ বা কার লাভ বলতে পারেন?
এরচেয়ে তালেবান, পরীমনি হিট টপিকস হট মাল! যা দিলেই পাবলিক লুফে নেয় খেতে শুরু করে। মাঝেমধ্যে হাসি নিজের খাইয়া বনের মোষ তাড়ানোর মতন কি হচ্ছে না?
চলেন কামের প্যাঁচাল পারি। এই যে করোনা যখন প্রথম দেশে আসল। আমাদের নেতাগন যেসব বড় বড় বুলি আর কর্মকাণ্ড করছে তা একটু দেখি।
হাত ধোঁয়া শেখাবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর খরচ ৪০ কোটি টাকা! সময় টিভির রিপোর্ট।
খাইছে মোরে! বিয়ে বাড়িতে দেখতাম বরের হাত ধোঁয়াইয়া টাকা নেয়। আর এরা জনতা কেমনে হাত ধুইবে তার জন্য নিচ্ছেন ৪০ কোটি! সাবাস! কে বলে আমরা ফয়িন্নি !
আরও আছে কাহানী! ৩০ কর্মকর্তা কে পরামর্শ দিবেন ৯৭৩ পরামর্শক যার খরচ ব্যয় ১৯ কোটি ৮২ লাখ ৬৫ হাজার টাকা! সময় টিভির রিপোর্ট।
এরপর বিল্ডিং দেখতে বিলেত যাবেন ৩০ কর্মকর্তা যার শুধু পরামর্শ খরচ ২০ কোটি !
কি বুঝলেন?দেশে টাকার গাছ আছে!কোটি ছাড়া কোন কাম নাই ! খালি আপনে আমি সাধারণ জনতা পাই না ।
এগুলা লিখতে যেয়ে বংগবন্ধুর কথা মনে হচ্ছে। তিনি বলেছিলেন
" আমি পাইছি চোরের খনি ! "
অপেক্ষায় আছি সেই একই কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কবে ঘোষণা দিবেন।
যাক বরাবর এর মতন একখান জোকস দিয়া শেষ করি কারণ হাসির দরকার আছে নইলে যে কাহানী পড়ছেন এতে ঘুম চলে যেতে পারে। তাই ঘুমানোর আগে একটু হাসুন।
বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চ্যাটিং চলছে।
গার্লফ্রেন্ড উত্তর দিছে - ummm, hmmm, yeah, haaa, aaa...
বয়ফ্রেন্ড লিখল - রিপ্লাই দিতে হলে ঠিক মতন দাও। ummm, hmmm, yeah, haaa, aaa..? এসব কি? সেক্স করছ নাকি! হা হা হা....
২| ২১ শে আগস্ট, ২০২১ দুপুর ১:০৪
স্প্যানকড বলেছেন: লুটেপুটে খাচ্ছে ওরা আমরা তালেবান, পরীমনি নিয়া থাকি ! কিচ্ছু আর বলার নাই যেখানে শিক্ষিত শ্রেণীর বেশিরভাগ চোর, ডাকাত হয় সেখানে সব কিছু সম্ভব !
৩| ২১ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৪৯
অক্পটে বলেছেন: লেখা পড়ে ভাল লাগল, সত্য বচনই বটে!
আরো সত্য হল আমাদের বাংলাদেশে চোর আছে এটা যারপরনাই ইউনিভার্সাল সত্য। তবে চোর কোন গ্রুপে বেশি?
অশিক্ষিত জনসংখ্যার মধ্যে বেশি নাকি
শিক্ষিত জনসংখার মধ্যে বেশি।
২১ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:৫৮
স্প্যানকড বলেছেন: সব শ্রেণীতে বিদ্যমান ! ভয়ের বিষয় হলো শিক্ষিত শ্রেণীর সংখ্যা বেড়ে গেছে। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন। ধন্যবাদ।
৪| ২২ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:০৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: সিরিয়াস লেখায় কৌতুক করলে মানুষ সিরিয়াস কথাকেও কৌতুক মনে করে।
২২ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:১৫
স্প্যানকড বলেছেন: ভালো লাগেনা কিচ্ছু এসব ভেবে তাই জোরপূর্বক হাসার চেষ্টা করি। এটা ভাবা ঠিক নয় এত বেকার সমস্যা আর অনিয়ন্ত্রিত দ্রব্যমূল্য ঠিক করার জন্য জলদি উপর মহলকে অনুরোধ করছি। ধন্যবাদ মন্তব্যের জন্য। বিষয়টা মাথায় রইল। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ জীবন যাপন করুন এই দোয়া করছি।
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০২১ সকাল ৯:০৩
হাবিব বলেছেন: লুটেপুটে খাচ্ছে ওরা।