নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

প্রেম এসেই আটকে যায় !

২৪ শে আগস্ট, ২০২১ ভোর ৫:১৬

ছবি নেট ।

কাউকে পাত্তা দেইনা আজকাল
কি লাভ?
কে কার?
এসব ভাবতে ভাবতে মগজ যতই ক্লান্ত হোক
যতই নরম অথবা শক্ত হোক
দিন ফুরালে হিসেব ঠিকই কষে।

বাসটা এখন পুরা যাত্রীতে গাদাগাদি
কোনদিকে নড়াচড়া করার মতন জায়গা খালি নাই
অবশ্য আজকাল কিছুই খালি নাই
কানায় কানায় পূর্ন
শুধু একটু তাপ পাইলেই চলে
সব উপচে পড়ে ভাতের মাড়ের মতন
ইদানীং,
নানান দেয়াল
মিডিয়া সে আলাপ পারে।

রডে লটকে থাকা হাত ঘামতে শুরু করেছে
বিন্দু বিন্দু নোনা জল ক্রমশ নীচে ছুটছে
শার্ট, প্যান্ট, আন্ডারওয়ার ভিজে যাচ্ছে
খুব টের পাচ্ছি
অন্যরা পাচ্ছে কি?
এখনই ভিজবে পা,
শতভাগ সুতি মোজা!
জানালা খোলা
শরীরে শরীরে আটকে যাচ্ছে বাতাস
দম বন্ধ হা হুতাশ!

আমার দৃষ্টিতে বন্দী
একটা নির্দিষ্ট আসন
অর্ধেক হাত সামনে
কিন্তু
প্রার্থীর সংখ্যা পাঁচ!
আসনটিতে একজন
মধ্য বয়সী নারী বসে আছে
দোহারা গড়ন
আমি তার পিছন দেখছি
উঁচুতে খোপা
হৃষ্টপুষ্ট গর্দান
এতেই কত কথা জমছে
কত কি হচ্ছে
যেন দিয়াশলাই কাঠি
খুব কাছাকাছি
একটা ঘষা ব্যস!

এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ার একটা অদ্ভুত গুপ্ত বিদ্যা আয়ত্ত্ব করার চেষ্টা চলে
বাসটা চলছে থামছে
আমি ঘামছি
ঝিমুচ্ছি, দুলছি,
ভাবছি,
সামনের আসনটার পাশের টা আমার চাই
যেখানে বসলে ঘুম এসে যাবে
স্বপ্ন এসে পড়বে
ঝুম বৃষ্টি নেমে পড়বে
বিদ্যুৎ চমকাতে চমকাতে
পথের দেখা মিলবে
ফাটিয়ে চুমুর পর চুমু
গান বাজবে
এ পথ যদি শেষ না হয়
তবে কেমন হতো
তুমি বলতো !

২৪ আগস্ট ২১। ( মংগলবার )


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.