নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
গত পোস্টটি ছিল একটা কবিতা স্রেফ কবিতা। যার উদ্দেশ্য ছিল প্রেমের বর্তমান হালচাল নিয়ে এবং এর সাথে প্রেমের আরও কিছু নতুন অধ্যায় প্রকাশ করা ব্যস এই !
এই কবিতার মাঝে নারীর শরীরের কিছু অংগ প্রতংগ আর বোকাচোদা শব্দটির উল্লেখ আছে।
এখন কি জন্য কি উদ্দেশ্যে তা ব্যবহার হয়েছে তাই খোলাসা করতে এই পোস্ট! জানি এসব সময় এর অপচয় হচ্ছে বিরক্তিকর তবুও লিখছি। প্রথম লাইন ছিল এমন
" প্রেম মানে ৩৬ ডি ব্রা নয়রে বোকাচোদা ! "
এখন এই প্রথম লাইন খানি পড়িয়া কাহারও দন্ড দাঁড়াইয়া গেলে সে ক্ষেত্রে আমার করণীয় কিচ্ছু নাই!
আবার যদি এ ভাবিয়া বইসা থাকেন ইহা এক প্রকার খিস্তিখেউড় করা লাইন! তাহলে আপনারে কয়টা প্রশ্ন করি।
ধরেন আপনার বউ বা গার্লফ্রেন্ড এর ব্রার মাপ ৩৬ ডি নয় সেক্ষেত্রে কি করবেন? তাকে ছেড়ে চলে যাবেন? নাকি ঠিকই সম্পর্ক রাখবেন ওদিকে অন্যকারো যার ব্রার মাপ ৩৬ ডি তার সাথে তলে তলে টেম্পু চালাইবেন?
আর ভাব লইবেন আপনি সাধু বাবা! শুধু এই তুচ্ছ কারণে ইহা করিবেন? সমাজে অহরহ এসব হচ্ছে। স্ত্রীর শরীর স্বাস্থ্য ভাল না তাই অন্য স্বাস্থ্যবতি নারীতে আসক্ত!
এখন হয়তো কিছুটা মেঘ সরছে তবু আঁধার আছে যা সরে যাবে ধীরে ধীরে। এখন বোকাচোদা শব্দটা নিয়ে আপত্তি উঠতে পারে আবার নাও পারে যদি ভাবেন বোকাচোদা মানে নির্বোধ মুর্খ!
আমি নির্বোধ মুর্খই বলিয়াছি। কারণ আপনি ৩৬ ডি ব্রার মাপ হয় না বলে ব্রেক আপ বা পরকীয়াতে আসক্ত হচ্ছেন।
দ্বিতীয় লাইনে আছে
" প্রেম মানে দেহ নয় শুধু
অথবা নরম স্তনে মধু "
ইহা দ্বারা আমি বুঝাতে চেয়েছি নরম স্তনের নীচে গভীরে একটা হৃদয় আছে যাকে ভালোবাসা সবচেয়ে জরুরী। সেইটা না করে আপনি স্তন নিয়া কচলাকচলিতে ব্যস্ত আছেন। তাই আপনি বোকাচোদা !
আরও কিছু লাইন আছে সেগুলি বলছি যেমন
"
প্রেম মানে
নয়রে পাগল বন্ধুর খালি ফ্লাট!
প্রেম মানে
বহু কথা
বহু গান
বুড়ো ওডেসি
হাতে ফের ধনুক তীর
নোনা জলে বোনা পুথি
আদি যার মলাট। "
উপরোক্ত প্রথম লাইনে যা ব্যক্ত করেছি তা কি অশ্লীল?একটা গল্পের কথা মনে পড়ে গেল। সেই ২০০৯/১০ এর দিকে আমার এক পরিচিত বান্ধবী যে কিনা কয়দিন পর পর ফেসবুকে খালি কান্নাকাটি মার্কা স্ট্যাটাস দেয়া শুরু করল বিরক্ত হয়ে একদিন বইলা বসলাম " এগুলা কি শুরু করছ? কান্নাকাটি থামাও আর শোন প্রেম কর " উত্তরে সে বলল, তিন টা এই পর্যন্ত ব্রেক আপ হইছে। মাস না যাইতেই কয় রুম ডেটিং করবে। যাইতে রাজি হই নাই তাই ব্রেক আপ! এখন বুঝেন এখন তো ২০২১ !
তারপর ওডেসির কথা আছে। ওডেসি যুদ্ধ জয় করে ফেরার পথে এক দেবীর অভিশাপে কুড়ি বছর সমুদ্রের এদিক সেদিক এদ্বীপ ওদ্বীপ ঘুরে শেষমেশ দেশে ফিরে। ততদিনে তার ছেলে টেলেমেকাস যুবক। ওডেসি বুড়ো।
তার স্ত্রীকে বারবার চাপ দেয়া হচ্ছিল বিয়ের জন্য সে শর্ত দিল সে একটা সুতা দিয়ে জাহাজ আঁকবে সেইটা সসম্পূর্ণ হলে সে তার অপছন্দনীয় লোকটিকে বিয়ে করবে এবং রাজ্য পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দিবেন।
প্রতি রাতে সুতা দিয়ে জাহাজ আঁকে আর সকালে সুতা খুলে রাখে। একসময় টেলেমেকাস ও তার বাবা ওডেসি র সাথে দেখা হয়ে যায়। তারা ফিরে আসে। এদিকে সেই লোকটি ধৈর্য্যহারা হয়ে পড়েন। জোর করে বিয়ে করার আয়োজন করেন আর সেদিন বুড়ো ওডেসি ফেরত আসেন সংগে টেলেমেকাস।
টেলেমেকাস বলতে থাকে এই তার বাবা ওডেসি। রাজ সভার সবাই হাসে। তা একজন চ্যালেঞ্জ দেয় কত গুলি লোহার দন্ড পোঁতা আছে যার উপর দিকে সুই এর গোড়ার মতন গর্ত বা ছেঁদা।
যদি সে ওডেসি হন তবে যেন তীর নিক্ষেপ করে সেই গর্তের ভিতর দিয়ে তীরটি নিয়ে যায়। তাহলে তারা মানবে এ সত্যিকারের ওডেসি।
ওডেসি একটা তীর নিলেন এবং তা ছুঁড়ে দিলেন। তীর টি ঠিকই সেই গর্তের ভেতর দিয়ে অন্যপাড়ে চলে যায়। সবাই বিস্মিত হয়ে পড়ে।
পরে যুদ্ধ হয় ওডেসি জয়লাভ করে। পুণরায় রাজ্য উদ্ধার করেন রাজা হোন এবং দেবির আশীর্বাদে আবার যুবক হয়ে উঠেন।
এই যে এগুলা বললাম, এখন কয়জন নারী আছেন যারা কুড়ি বছর অপেক্ষা করবে নিরুদ্দেশ স্বামীর জন্য? বর্তমানে থাকলেও হাতে গোনা আবার কয়জন পুরুষ পারবে? বউ না মরতেই কুর কুরানি শুরু হয়ে যায়। তাই বলছি
"প্রেম মানে
হাতের উপর হাত রেখে
সারাজীবন এক সাথে থাকা
প্রেম মানে
এক বাসনে দুজন "
এখন যাদের মনে হয়েছে এখানে নারীর অংগ প্রতংগ এর কথা বলে অশ্লীলতা আনা হয়েছে বা ইহা পতিতা পাড়ার কাব্য ! তাকে বলছি যে অংগকে শরীরের অন্যান্য অংগ যেমন হাত, পা, চোখ, গলার মতন মনে হচ্ছে না। অশ্লীল মনে হচ্ছে।
তিনি যেন তার ঘরে এমন কেউ থাকলে তার এসব অশ্লীল অংগ গুলি ডাক্তার এর কাছে নিয়ে গিয়ে ফেলে দেয়।
যে অংগ অশ্লীলতার প্রতিক! অশ্লীল! উহা রেখে লাভ কি? আরও কথা ছিল বিরক্ত লাগছে টাইপিং করতে তাই শেষ করছি। জ্বী আপনাকে বলছি
" I love you but i hate you ! "
মনে কইরেন না সাফাই গাইতে আইছি বোকাচোদা !
২| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:০৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: কৌতুক বলার পর যদি শ্রোতাকে সেটা ব্যাখ্যা করতে হয় তাহলে বুঝতে হবে কৌতুকে কোন সমস্যা আছে অথবা কৌতুক যে বলেছে তার সমস্যা আছে, আবার শ্রোতারও সমস্যা থাকতে পারে। কিন্তু কারণ যেটাই হোক কৌতুক বলাটাই মাটি হয়ে গেলো।
একটা কবিতা লেখার পর যদি কবিকে বলে দিতে হয় যে আমি এই এই জিনিস বুঝাতে চেয়েছি তাহলে তো একই সমস্যা। এখন থেকে কবিতার নীচেই ফুটনোটে আপনার ব্যাখ্যা দিয়ে দিয়েন। পাঠক তখন বুঝতে পারবে কবিতা পড়ে হাসতে হবে না কাঁদতে হবে
২৭ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩২
স্প্যানকড বলেছেন: আইচ্ছা এহন থাইকা ইহা পালন করব ইন শা আল্লাহ । এই জন্য তাকে ক্লিয়ার করতে বলছিলাম। তিনি করেন নি। সে যাই হোক ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন। ধন্যবাদ।
৩| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:২২
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: উপ্রে দেহি এক ভদ্রলোক খুব কনফিডেন্টলি অপ্রান্সগিক কমেন্ট কইরা গেল.
মনে হচ্ছে পতিতাপল্লী নিয়ে উনার অনেক ব্যক্তিগত অভিগ্গতা আর জ্ঞান , তাই সবখানেই এর ডেফিনেশন দিয়ে বেড়াচ্ছেন/
আপনি কবিতা চালিয়ে জান.
২৭ শে আগস্ট, ২০২১ রাত ১২:৩৩
স্প্যানকড বলেছেন: উনার অভিজ্ঞতা মেলা তাই এমন করেন হয়তো ! ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৪| ২৮ শে আগস্ট, ২০২১ রাত ১১:০০
মাস্টারদা বলেছেন: কবিতা তো ততটা বাজে লাগেনি। বরং শেষ অবধি পড়ায় রেখেছে। আখাস্তা মার্কাগুলো থেকে তো ভালো।
দ্বিতীয়ত, ব্যাখ্যার কেন প্রয়োজন হল? আমার বলার ভঙ্গি কারো অপছন্দ হতেই পারে। নেগেটিভ মন্তব্য করতেই পারে..(একটা কবিতায় কতখানি যায় জানি) কিন্তু তাই বলে ব্যাখ্যা? কেন?__
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৫
স্প্যানকড বলেছেন: ব্যাখ্যা দিয়া নিজেরে ফিল্টার করলাম এই জানাইয়া যে আমি মুখোশধারী নই। কারো কথায় না। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৫| ২৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:১৫
হাসান রাজু বলেছেন: উনি আপনারে চটাইয়া মজা লইতাছে। আপনি চইটা গিয়া পুরা পোস্ট বর্ষণ করলেন।
উনার মন্তব্যের প্রতিউত্তর আচ্ছা, না, বাহ, হুম, উহহহু, আআ-হা, ঠিক, ভাল, বেশ, কিন্তু, তাইতো এর মাঝে রাখবেন তাতেই কাজ হবে।
*** উনি মানুষ খারাপ না। " খুব হয়েছে, সুন্দর, ভালো লাগলো, লাইক, চা খাওয়ান " এই টাইপের খামাখা নামকা ওয়াস্তে মন্তব্যের চেয়ে উনার তির্যক মন্তব্য অনেক ভালো।
৩০ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৮
স্প্যানকড বলেছেন: সে জানি। তাইতো কইছি আই লাভ ইউ বাট আই হ্যাট ইউ ! হ্যাট কারণ তিনি মাঝেমধ্যে এক তরফা বলেন যা আমার পছন্দ নয়। আমি আমারে নিয়া ভাবি না আমি নিজেকে চিনি। ব্লগ করি এ জায়গা ভালো লাগে লিখতে ভালো লাগে তাই। ধন্যবাদ, ভালো থাকবেন।
৬| ৩১ শে আগস্ট, ২০২১ রাত ২:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বোকাচোদারা সিরিয়ালে কত নম্বর ???
৩১ শে আগস্ট, ২০২১ বিকাল ৩:১৮
স্প্যানকড বলেছেন: নাম্বার দিয়া দেন যা মন চায় । ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫১
স্প্যানকড বলেছেন: আপনার সন্দেহ কি নিয়ে যদি ক্লিয়ার করতেন মুরুব্বি? আই লাভ ইউ বাট আই হেট ইউ ! আসলে আমির খানের এই গানটা মাথায় হাইন্দা রইছে। ভালো থাকুন ব্লগিং করুন।