![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
দোষ চিরকাল ছিল একটাই
তোমাকে ভালোবাসা
আর তোমাকে কাছে চাওয়া।
শিশুকে শূন্যে ছুঁড়ে দিলে
ও কিন্তু হাসে
ভয়ডর কিচ্ছু নেই
শিশুর ভরসা আছে
পড়ে গেলেও কেউ একজন আছে
টেনে তুলবে
ঠিক তুমি ছিলে অমন।
আছ তুমি
ধুলো কাঁদা রোদ জল ছায়া মায়া হয়ে
একদম মিশে
চব্বিশ ঘন্টা পাশে
ব্যাক্টেরিয়া ভাইরাসের মতন।
এখনো চোখ বুজলে টের পাই
ঐ তো তুমি স্নানঘরে
নল থেকে টপটপ ঝরছে জল
ঠোঁটে লোপা মুদ্রা
" তোমায় বক্ষ মাঝে রাখিব
ছেড়ে যাবো না "
তোমার আংগুল দুটি খুলে চলেছে
ব্লাউজের বোতাম
জ্বল জ্বল করছে বরফ সাদা হিমালয়
বাজারের সেরা সুগন্ধি সাবান মেখে চলেছ
যদিও
তোমার জাফরান শরীরে
এ বড্ড বেমানান!
শুনতে পাচ্ছি তোমার নুপুর এর ধ্বনি
বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছ খুব
কি যেন এক চিন্তায় ডুব।
তুমি সেদিন সন্ধ্যায় বললে,
স্টার কাবাবে যাবে
আমাকে খাওয়াবে
কি যে হলো এক পর্যায়ে
বললে,
মাথাটা খুব ধরেছে
একটু একটু জ্বর গায়ে।
যদিও
আমি হেসে বলেছিলাম
কাম জ্বর সখি
চুমু খেলে ওসব মিছে।
পরেরদিন আরও জ্বর
তারপরের দিন ও
কমার নেই লক্ষণ
সন্ধ্যায় ডাক্তার এর চেম্বার
মুখভারী ডাক্তার টেস্ট দিল কত!
শেষমেশ জানা গেল
তোমার ক্যান্সার!
তিন মাসের আয়ু
স্রষ্টার বুঝি আমাদের সুখ সহ্য হয়নি
তাই ডেকে নিলেন দ্রুত !
আচ্ছা,
এখন তো স্রষ্টা তোমার কাছে
তাকে প্রশ্ন করতে পারো
কেন এমন হলো?
আর নরক এবং স্বর্গের প্রহরী দের আমার কবিতা শুনিয়ে দিও
ওরা যেন প্রেমে পড়ে
প্রেম কি বুঝে
যদিও
এদের কবিতা বুঝবার মতন নাই মগজ!
ভালো থেকো নন্দিনী
ভালো থেকো ফুল আমার
হাজারটা রইল চুমু।
আর শোন,
হাশর মিজান পুলসিরাত
স্বর্গ নরক যাই মিলুক
চুড়ান্ত হিসেব যাই হোক
আমি তোমারই
তুমিই শেষ গন্তব্য !
১ নভেম্বর ২১ ।
০২ রা নভেম্বর, ২০২১ ভোর ৫:০৩
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ তপন ভাই। ভালো থাকবেন।
২| ০১ লা নভেম্বর, ২০২১ রাত ১১:১৮
উদারত১২৪ বলেছেন: ভালো লাগলো
যে তাফসীরে কিতাব লেখার জন্য সাইয়্যিদ কুতুব (রহ কে ফাঁসি দেয়া হয়েছিল
০২ রা নভেম্বর, ২০২১ ভোর ৫:০৪
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন। সময় পেলে পড়ে নিব।
৩| ০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:১৪
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: বাহ, ভালো লাগলো।
০২ রা নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন সব সময়।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০২১ রাত ১১:১৩
শেরজা তপন বলেছেন: ছবিটা চমৎকার
তবে কবিতাও ভাল হয়েছে