নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

তোমাকে দেখার পর.... পর্ব ২

০৫ ই নভেম্বর, ২০২১ ভোর ৫:৪৭

অভিনেত্রী পিয়া বাজপাই ছবি গুগল।


তোমাকে দেখার পর
স্বর্গ হাতছাড়া হলে দুঃখ নেই
আসলে কোন রাজাকে দেখে
সমবেত প্রজারা যেমন দু ভাগ হয়ে যায়
আমিও তেমনি তোমাকে দেখলে দু ভাগ হয়ে যাই
তারপর একটি নদী হয়ে কোথা থেকে যে কোথায় চলে যাই
যার বুকে দিশেহারা ঢেউ
ছলাৎ ছলাৎ ভাংগনের শব্দ
সে খেয়াল কেউ করবে না কোনদিন
যদিও
লোকচক্ষুর থোরাই পরোয়া !

আমি যে তোমার সাধনায় রাত দিন ছুটে মরছি
তোমার ভাবনাতে যে কত সুখ!
জগতের আর কোথাও তো তা নেই
তাই তো শব্দ খুঁড়ে খুঁড়ে বর্ননা করছি।

আফসোস!
আমার উপোষী ঠোঁট
বাকল উঠা একদম ন্যাংটো বৃক্ষের মতন
ঝড় বাদল সয়ে টিকে আছে
আর জোড়া আঁখি
চিৎকার করে নিয়মিত
হায়! খোদা
হায়! খোদা
এ আমার কি হতে চলেছে।

এসো, হে দেবী
এসো,
তুমি ছুঁলেই গজাবে পল্লব
সমস্ত পাখিদের কলরব
নতুন বাকলে নানান খোদাইকর্ম ।

ইশ!
ভাবতেই শরীরে থরথর কাঁপন
দাঁড়িয়ে যায় লোম
ভেতর বাহির
ভীষণ ভীষণ গরম !

এসো ; হে দেবী
এসো আমার অস্ত্র বর্ম
আমার একমাত্র আদিম পানীয়
তোমাকে পান করে হয়ে উঠি হৃষ্টপুষ্ট
ভুলে যাই মৃত্যু বার্ধক্য !

৪ নভেম্বর ২১।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:২৩

ডঃ রুহুল আমিন চৌধুরী। বলেছেন: কবিরা দেবতার আর্শির্বাদপুষ্ট - অসাধারণ লেখা -

০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৪০

স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন সব সময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.