নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের খোঁজে দেখি তোমায় /বাঁধি সীমাহীন ভালোবাসায়/দাও কিছু সুখের বৃষ্টি / ভিজি আমি /উড়াই দিগন্তের নীলিমায় তোমার নামে / স্বপ্নের এক বিশাল ঘুড়ি।

স্প্যানকড

আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।

স্প্যানকড › বিস্তারিত পোস্টঃ

ঝিমান ক্যারে ?

৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩৬

ছবি নেট।


প্রায় প্রায়ই শুনি ব্লগ ঝিমিয়ে গেছে। পিছিয়ে গেছে। আগের মতন কিস্যু নেই।আগে কি সুন্দর দিন কাটাইতাম! ইত্যাদি হ্যানত্যান আগডুম বাগডুম। আসলে ব্লগ ঠিকই আছে আমরা সব যন্ত্র হয়ে গেছি। ব্লগ মানেই কি সারাক্ষণ ইসরায়েল হামাস যুদ্ধ? আওয়ামী বি এন পি? ধর্ম এবং কঠিন কথার ফুলঝুরি? তবে কি ব্লগ মানেই রসকষহীন একটা জীবন?

না, না, এ কি করে সম্ভব! অসম্ভবকে সম্ভব করে যদিও অনন্ত জলিল! আমরা কি ফুরিয়ে গেছি?
এখনো কব্জিতে জোর আছে দুই চাইরটা কাইত করে দিতে পারি। এই যা সিরিয়াস হয়ে যাচ্ছি।

এই লন আর বেশীক্ষণ ধরে রাখা সম্ভব নয় । যদিও রিউমার আছে বাঙালি কিছুই বেশীক্ষণ ধরে রাখতে পারে না। সে হোক দেশের গণতন্ত্র আর স্বাধীনতা ! আবারও সিরিয়াস হয়ে যাচ্ছি। এর জন্য কে দায়ী ?

চলেন জীবনের গল্প বোঝার চেষ্টা করি।

আক্কাস বিকেল বেলায় বউরে ইচ্ছেমতো উত্তম মাধ্যম দিয়ে বাজারে চলে গেল। রাতে ঘরে ফিরে দেখে বউ পিছন দিক দিয়ে শুয়ে আছে। আক্কাস জামা কাপড় চেঞ্জ করে লুংগী, গেঞ্জি পড়ে খাটে গিয়ে বউ এর কাছে শুতে গেল।

কি ভাবছেন? হুম, উলটা সিধা ভাবা একদম চলবে না। দাঁড়ান আপনার পিতামাতাকে ডাকছি। ওসব চিন্তা ছাড়েন বলছি।
আক্কাস বউ এর শরীরে হাত দিতেই বউ কেঁদে কেঁদে বলছে, বিকালে না মাইরছুন। এহন শইলে হাত দ্যান ক্যারে? হা হা হা :)

আক্কাসের রাতে আর ঘুম হলো না ভালো। সকালে মুখ ধুইয়ে বাজারে চলে গেল। ভাবছে বউরে খুশি করতে কিছু বড় মাছ,মাংস কিনে নিবে। সব কিছুর দাম দেখে আগুন। তেমন কিছুই কিনতে না পেরে মন খারাপ করে ঘরে ফিরছে।পথিমধ্যে বাল্যবন্ধু আকরামের সাথে দেখা। আকরাম বন্ধুর শুকনো মুখ দেখে জিগাইলো, কিরে চেহারা এমন শুকনো ক্যা?

আক্কাসের উত্তর, আর কইছ না বাজারে গেছিলাম দেখি সব্জি থেকে মাছ, মাংস সব আগুন । আকরাম বলল, হুম বুঝছি। তা দুধ লইয়া যাতি একটু দই পায়েস খেতে পারতি । আক্কাস কয়, দুধে তো হাতই দেয়া যায় না ! হা হা হা :)

এরপরেও যদি কেউ বলেন ব্লগ ঘুমায় কিংবা ঝিমায় বা ফুরিয়ে গেছে। তাহলে অতি দ্রুত চিকিৎসা করান কারণ আপনি যন্ত্র হয়ে গেছেন।

ও একটা বাংলা ছবির গান মনে পড়ছে,

ভেংগেছে পিঞ্জর
মেলেছে ডানা
উড়েছে পাখি
পথ অচেনা
নিড়েরই ঠিকানা পাবে কি না
পাখি তা নিজেই জানে না.....

লা লা লা লা....  :)

হ্যাপি ব্লগিং ....  :)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩৮

ইফতেখার ভূইয়া বলেছেন: ব্লগে গান গাইতে পারেন এমন সাহাবী আছেন, সেটা জানা ছিলো না। যাইহোক, একজন তো খুঁজে পাওয়া গেল B-)

৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০২

স্প্যানকড বলেছেন: গান গাওয়া ভালো এতে ভেতরের কষ্ট লাঘব হয়। আরও পাবেন চোখ কান খোলা রাইখেন :)

২| ৩০ শে নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৯

বাকপ্রবাস বলেছেন: ইফতেখার ভূইয়া বলেছেন: ব্লগে গান গাইতে পারেন এমন সাহাবী আছেন, সেটা জানা ছিলো না। যাইহোক, একজন তো খুঁজে পাওয়া গেল B-)

৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৩

স্প্যানকড বলেছেন: তাই নাকি !

৩| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:২২

দি এমপেরর বলেছেন: সাহাবী খুব সেনসেটিভ শব্দ। বিশেষ এক ধরনের সম্মানীত মানুষদেরকে বোঝায়। তাই এ শব্দটি যেখানে-সেখানে ব্যবহার করা ঠিক নয়।

৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৬

স্প্যানকড বলেছেন: আমি বন্ধু সহচর সাথী সে অর্থে বলেছি। আচ্ছা, যেহেতু আপনি প্রশ্ন তুলেছেন তাই শব্দটি মুছে দিচ্ছি। খুশী :)

৪| ৩০ শে নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৯

কামাল১৮ বলেছেন: ব্লগ ব্লগের মতোই চলছে।গদ্যের থেকে পদ্যেই সাবলিল।

৩০ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

স্প্যানকড বলেছেন: হুম, সে জানি ওটাই আসে। বাকী গুলি খিচুড়ি ! হা হা হা :) ভালো থাকবেন সব সময় :)

৫| ০১ লা ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একটা-দুইটা ক্যাচাল লাগলে ব্লগ সচল হয়ে যায়।

০১ লা ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৫

স্প্যানকড বলেছেন: ক্যাঁচাল ঠিক আছে যদি ভালো কিছুর জন্য হয়। যেসব নিয়ে বেশির ভাগ ক্যাঁচাল হয় উহাকে বলে নিম্নমানের ছোটলোকি ! আবার এরাই গলা উঁচু করে বলে ব্লগ শিক্ষিত মানুষের ! এ কারণে আমি সহজে কারো ওখানে মন্তব্য খুব কম করি। তারপর ও ভেজাল ক্যাঁচালে জড়িয়ে পড়ি অবশ্য আমাকে জড়ানো হয়। যাক ওসব পুরনো কথা। ধন্যবাদ। ভালো থাকবেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.