নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিখ্যাত কেউ নই আমি, অতি ভদ্র কিংবা নষ্টাও নই। মানুষ মাত্র, যা দেখি যা শুনি, তা গিলিয়ে খাই।

স্রাঞ্জি সে

না বলা শব্দ গুলো ফানুশ হয়ে উড়ে বেড়াক নীলাকাশে

স্রাঞ্জি সে › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ভাঙাচোরা স্বপ্ন

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৭



নির্ঘুম রাত প্রহরী আমি এক ব্যর্থ কিশোর
ঘোমট তিমির অন্দরে ডুবে থাকা সব স্বপ্ন,
সবি আশার দেনাপাওনা নীলাভ গভীরে প্রোথিত হয়ে
একচ্ছত্র হারিয়ে যাওয়ার শূন্যতার অনুভবে মগ্ন।

নাহি প্রেম নাহি আলোকছটা সতেজ হৃদয়ের খোরাকে
কিংবা উন্মাদনা স্বপ্নে বিভোর হয়ে উঠা সদ্য কিশোর,
আকাশ সম অধিকারের দেদারসে আকুলতার আর্জি
সকলের তরে, কিন্তু সবি বাঁধা-বিপত্তির রাজ্য অলসপুর।



ছবিকৃতজ্ঞতাঃ অন্তর্জাল

মন্তব্য ৬০ টি রেটিং +২০/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১০

ডার্ক ম্যান বলেছেন: আপনার মেইল চেক করুন

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৯

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ডার্ক ম্যান ভাইয়া.....

ইমেইল এর রিপ্লাই দিছি।

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: ব্যর্থ কিশোর নয় ; বরং স্বপ্নে বিভোর কিশোরের সম-অধিকারের আর্জি !!

বেশ ভালো লাগলো।

হৃ প্রী শু রইল ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় পদাতিক'দা....

এমন প্রানবন্ত মন্তব্যে সত্যিই মুগ্ধতা ছড়িয়ে গেল হৃদয়ে।

কিশোরদের জেগে উঠার এইতো সময়। কিন্তু অলসপুরের কারবারে কিশোররা আজ স্বপ্ন দেখার আর তা বাস্তবায়ন করার ব্যর্থ।

প্লাসে মন্তব্যে অনেক ধন্যবাদ নিবেন।

অনিঃশেষ শুভকামনা। ভাল থাকবেন সততা।


অ প্রী শু পদাতিক দা...... এটা ভুলেই গেছিলাম।

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১১

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই.....


সুন্দর মন্তব্য আর প্লাসে অনুপ্রাণিত হই।

অনেক ধন্যবাদ নিবেন।৷৷৷৷৷৷৷৷৷৷৷ অনিঃশেষ শুভকামনা।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো লিখেছেন+++

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৩

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় কবি শাহরিয়ার কবীর ভাই.....


প্লাসে মন্তব্যে অনুপ্রাণিত হলাম।

অনেক ধন্যবাদ নিবেন। অনিঃশেষ শুভকামনা।

৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর প্রানবন্ত কবিতা।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৬

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় রাজীব নুর ভাই....


সহজ সরল সুন্দর প্রানবন্ত একটি মন্তব্যে আপ্লুত হলাম।.....

ঘটা ঘট একটা লাইক দিয়ে দিন। এযাবৎ আপনি কারো পোস্টে লাইক দিয়েছেন কিনা জানিনা।


অনেক ধন্যবাদ নিবেন। অনিঃশেষ শুভকামনা।

৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মোটামুটি।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় মোঃ মাইদুল সরকার ভাইয়া.....

আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম।....
আপনি কেমন আছেন.....?


অনেক ধন্যবাদ নিবেন। অনিঃশেষ শুভকামনা।

৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৪

রাকু হাসান বলেছেন:

অনেক দিন পর পোস্ট । স্বাগতম । অলসপুর থেকে ফিরে আসুন ;) । কবিতা ভালো লাগছে তবে সাদু ,চলিত ভাষার মিশ্রন । শুভকামনা রইলো । আছেন কেমন ?

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় রাকু হাসান ভাই....

আপনি দেখি কবিতার কলকবজা ধরে পেলেছেন। অলসটা কিশোর মনকে সামনে অগ্রসর হতে দেইনা।

তবে সাদু ,চলিত ভাষার মিশ্রন । ভাই কনফিউশনে আছি একটু। কোথায় কি ভুলটা ধরিয়ে দিবেন কি। খুব খুশি হব। আশা করি না দিয়ে থাকবেন না।.....

উপরওয়ালার কৃপায় ভাল আছি। আপনি?????


অনেল ধন্যবাদ নিবেন । অনিঃশেষ শুভকামনা।

৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২২

নজসু বলেছেন:




মাইনাসের সিস্টেম নাই? X((

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

স্রাঞ্জি সে বলেছেন: আমার প্রিয় দোস্তকে পেয়ে খুশি হলাম।

মাইনাস টা আনার জন্য মডুদের নজরে আনতে হবে দেখতেছি। ভাগ্যভাল এখন নাই। প্লাসের চাইতে হয়ত মাইনাসও বন্যা হত।


কেমন আছ...????

৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

নজসু বলেছেন:



কবিতা পড়লাম।
মন্তব্য করে কি লাভ?

যে আমাকে শিখালো, আজকে তাকেই শিখাতে হচ্ছে।
আফসোস।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৩

স্রাঞ্জি সে বলেছেন:
আফসোস......... :(

মাথামুন্ডু কিছু আসেনা। আজকাল।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

নজসু বলেছেন:



একটা কথা বলাই ভালো কিশোর বয়সে এতো আবেগ থাকতে নাই। :P

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

স্রাঞ্জি সে বলেছেন:

হা হা হা...... আবেগ কে তাড়িয়ে বেড়াই। তবুও মাথায় ভর করে বসে থাকে।


ট্রিটমেন্ট চাই একটা....

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩০

নজসু বলেছেন:
আসছি.......................।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

স্রাঞ্জি সে বলেছেন:

খাটে তলে দেখি লুকাতে হবে তাড়াতাড়ি। ভাই কেউ আমারে বাঁচান........

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩১

নজসু বলেছেন:



উপরের কঙ্কালটার মতো কোন রকমে বেঁচে আছি দোস্ত।
হাড্ডি আছে গোস্ত নাই। :-B


আশা করি তুমি ভালো আছো ।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৭

স্রাঞ্জি সে বলেছেন:
না, এই হতে পারেনা দোস্ত আমার.... =p~


হু ভালো। দিনকাল কেমন কাটতেছে।।।।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন কবিতা

শুভেচ্ছা রইলো

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় কাজী ফাতেমা ছবি আপু.....


প্লাসে এবং মন্তব্যে অনুপ্রাণিত হলাম।


অনেক ধন্যবাদ নিবেন। অনিঃশেষ শুভকামনা।

১৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

অচেনা সালু বলেছেন: অনেক ভালো হয়েছে....

১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় অচেনা সালু......


কবিতার প্রশংসায় আপ্লুত হলাম। প্লাসে ধন্য করে গেলেন।

অনেক ধন্যবাদ নিবেন।৷ অনিঃশেষ শুভকামনা।

১৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫

রাকু হাসান বলেছেন:

ব্যাপার না ,যদি ভুল না করি ‘নাহি’ শব্দটি সাধু ভাষার । ভালো আছি ।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৫

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় রাকু ভাই.....

আবার এসেছেন ফিরে। ভাল লাগল.....

কবিতা টা লিখার সময় গভীর এক হতাশার মাঝে ছিলাম। তাই ব্যাকরণ মানেনি..... আপনাদের পরামর্শ অবশ্যই মাথা রাখব। এবং কবিতা টা আবার পরিমার্জিত করব।


দেরি করে মন্তব্য হয়ে যাওয়ায় দুঃখিত।


অনেক ভালবাসা নিবেন। আপনাদের এমন ভাবেই সবসময় কাছে পেতে চাই।।।।

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

কথার ফুলঝুরি! বলেছেন: প্রিয় স্রাঞ্জি সে আপু ও সরি ভাইয়া :P অনেকদিন পর আপনার নতুন লেখা পেয়ে খুব ভালো লাগলো সাথে ভালো লাগলো আপনার কবিতা ।

স্বপ্নগুলো বেশীর ভাগ ভাঙ্গা চোরাই কেন হয় :|

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় কথার ফুলঝুরি আপু.....

ইস! আপনি পারেনও বটে..... সেই কবে ছিলাম, আজও..... ;)


ইদানীং ব্যস্ত ছিলাম। পরীক্ষা আর পরিবারের কিছু সমস্যা। সব মিলে ব্লগে খুব কম সময় দিতে পেরেছি। আর লিখা তিখা হইনা। এই যে কবিতাটা লিখলাম। তাও এক গভীর হতাশার মাঝেই।.....


কারো কারো স্বপ্ন সত্যি হই। আর কারো কারো ভাঙাচোরা থেকেই যাই। ঐযে অলসপুরে বসে থেকে স্বপ্ন দেখে। তাদের স্বপ্ন মানে আমাদেরও স্বপ্ন ভাঙাচোরা হই.....


অনেক ধন্যবাদ নিবেন। আর অনিঃশেষ শুভকামনা। ভাল থাকবেন আপু।।।।।

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

মুক্তা নীল বলেছেন: জগৎ সংসার বড় কঠিন জায়গা। আজ ভাংবে, কাল গড়বে,,,,, সপ্ন সফল হবেই

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৩

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ব্লগার মুক্তা নীল.....


জগৎ সংসার সত্যিই কঠিন। যেন পদ্মা নদীর ভাঙা আর গড়া। এরই মাঝে সফল বয়ে আনবে। কারো কারো কপালে.....


অনেক ধন্যবাদ নিবেন....... অনিঃশেষ শুভকামনা।

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১২

আরোগ্য বলেছেন: কি গো স্রাঞ্জি সে ভাই। কি খবর। এতদিন পর আপনার কবিতা পেয়ে ভালো লাগছে। তা এতো হতাশা কেন।
নির্ঘুম রাত প্রহরী আমি এক ব্যর্থ কিশোর
ব্যর্থ না উদিয়মান কিশোর।
ভালো থাকুন আর আলো ছড়ান।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় আরোগ্য ভাই...


আপনার মন্তব্য পেয়ে খুশি হলাম।.....

তা এত হতাশা কেন হবেনা ভাই। বাড়ির কর্তাদের প্রচুর চাপ। আমি যা হতে চাই তা তাদের বিপরীতে হয়ে যায়।

হয়ত হতাশা কেটে আপনাদের অনুপ্রেরণায় একদিন উদিয়মান হব। হব শীঘ্রই।


অনেম ধন্যবাদ নিবেন। অজস্র ভালবাসা গ্রহণ করবেন।

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২০

সুমন কর বলেছেন: আশা করি, সব সমস্যার দূর হয়ে যাবে.......

ভালো হয়েছে। +।

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৫

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় সুমন কর ভাই.....

আপনাদের অনুপ্রেরণায় সকল অশুভ শক্তির দূর হবে।....

প্লাসে ধন্য।

অনেক ধন্যবাদ নিবেন..... আর অজস্র ভালবাসা রইল।

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

বলেছেন: পড়লাম কিন্ত মন্তব্য করলাম না।


দীর্ঘ দিন কবিতা লেখার চেষ্টা না করলে কিছুটা এলোমেলো হয়ে যায় ---

নাহি প্রেম সকলের তরে,!!!!

১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৯

স্রাঞ্জি সে বলেছেন: প্রিয় ল ভাই.....


সত্যিই আপনি আমার অবস্থান ধরতে পেরেছেন। প্রায় এক মাস হয়ে যাবে। কবিতা নিয়ে ভাবেনি। এক হতাশার আচ্ছন্নতায় কবিতার লাইনগুলো হাতের ডগায় চলে এসে।....

আপনাদের এমন মন্তব্যেই সামনে আরও ভাল করার ইচভহা জাগে। অনুপ্রাণিত হই আর ভাল করার।.....


অনেক ধন্যবাদ নিবেন। আর অনিঃশেষ শুভকামনা।

২১| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬

ব্লগার_প্রান্ত বলেছেন: কিশোরেরা ব্যর্থ হতে পারে না,
তাদের সামনে থাকে সম্ভাবনা, সময়, সুযোগ-
সে যদি সেটাকে কাজে না লাগায়, যদি নিজের খামখেয়ালির জন্য জীবনে ট্রাজেডি ডেকে আনে,
তাহলে সে ব্যর্থ হয়, ভবিষ্যতে!!

ভালো লাগলো, ব্লগ বন্ধু স্রান্জির আঢুনিক কোবতে,
মুগ্ধতাগুলো শিশির হয়ে বেঁচে থাক তোমার স্মৃতিতে!

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৬

স্রাঞ্জি সে বলেছেন: প্রান্ত, তুমি কেমন আছ???? পারলে ফিরে এসো।

২২| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৪

নীল আকাশ বলেছেন: ভাই, কি খবর? উল্কার মতন হঠাৎ উদয়, তাও আবার কবিতা নিয়ে.....
কিছু না মনে করলে কবিতাটার কয়েকটা জিনিস নিয়ে কিছু কথা বলি....
নাহি শব্দ বড্ড সেকেলে হয়ে গেছে এটা সাধু চলিত গুরুচণ্ডালী দোষে অভিযুক্ত!
তার চেয়ে বরং লিখুন-
নয় প্রেম নয় আলোকচ্ছটা সতেজ হৃদয়ে খোরাকে
প্রথম লাইনটাও যদি এমন হতো...
নির্ঘুম রাতে প্রহরী আজ আমি এক স্বপ্নিল কিশোর
সবি আশার জায়গায় বরং হতে পারত...(সাধু চলিত গুরুচণ্ডালী)
সব আশার দেনাপাওনা আজ নীলাভ....
কবিতার থীমটা খুব ভালো লেগেছে।
আরও লিখুন, সব ঠিক হয়ে যাবে...
শুভ রাত্রী আর শুভ কামনা রইল!

২৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

আর্কিওপটেরিক্স বলেছেন: স্বপ্ন কখনো রঙিন কখনোবা সাদাকালো.....
আসলে জীবনটাই স্বপ্ন....
সে স্বপ্ন বেঁচে থাকার...

ভালোলাগার ছোঁয়া রেখে গেলাম....

২৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪

পুলক ঢালী বলেছেন: হুম! অলসতাই ব্যর্থতার নিয়ামক। সব ঝেড়ে ফেলে কিশোর নূতন আশার স্বপ্ন দেখুক। কবিতা ভাল লেগেছে। ভাল থাকুন।

২৫| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১

সনেট কবি বলেছেন: এক কথায় চমৎকার।

২৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪১

সাদা মনের মানুষ বলেছেন: কবিতা বরাবরই আমি কম বুঝি.........শুভেচ্ছা

২৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫

সামিয়া বলেছেন: কিছু শব্দ ভিন্নধর্মী ভাব এনেছে কবিতায়, অনবদ্য।।

২৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০০

আহমেদ জী এস বলেছেন: স্রাঞ্জি সে,



মোটামুটি হয়েছে কবিতা।
কিশোররা যদি তেমন স্বপ্ন দেখে তবে বিফল হওয়ার কথা নয় কখনও!

আর ২য় লাইনের শুরুতে "ঘোমট" শব্দটা সম্ভবত "গুমোট" হবে।

২৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

হাবিব বলেছেন: আমার কাছে ভালোই লেগেছে......

৩০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৪৫

শিখা রহমান বলেছেন: কবিতাটা খুব বিষণ্ণ, কেমন আলো আঁধারি ঘোরলাগা।

ভালো লেগেছে স্রাঞ্জি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।

শুভকামনা কবি।

৩১| ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো

৩২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

হাবিব বলেছেন: আপনি কি খুব ব্যস্ত?

৩৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

জুন বলেছেন: কবিতার নামের সাথে ছবিটি দারুন মানানসই স্রান্জি স্রে ।
বিষন্ন কবিতায় একরাশ ভালোলাগা ।
+

৩৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫১

কালীদাস বলেছেন: শেষের দুই লাইন ভাল লেগেছে। বাকিটাতে বেশি হতাশার ছাপ। কাম অন ম্যান, চিয়ার আপ :)

৩৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

তারেক ফাহিম বলেছেন: শেষাংশে অনেক ভালোলাগা।

আপনার প্রতি কৃতজ্ঞ প্রিয় কবি, মনে করিয়ে দেয়ার জন্য আমার বর্ষফুর্তি ;)

৩৬| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০০

খায়রুল আহসান বলেছেন: Wake up, boy! এমন কবিতা আপনার বয়সের কারো কাছ থেকে পড়তে চাই না। তার চেয়ে বরং ব্লগার_প্রান্ত এর মন্তব্যটার প্রথমাংশ একবার পড়ুন, বারবার পড়ুন! সেও তো আপনারই সমবয়সী, কিন্তু কী সুন্দর বুঝে! এবং বুঝায়ও! :)
শিরোনামের ছবিটার বদলে নীচের দুটোর মধ্যে একটা দিয়ে নতুন একটা আশার কবিতা লিখুন তো দেখি, কেমন পারেন!



৩৭| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১২

মেহেদী হাসান হাসিব বলেছেন: তৃপ্ত হলাম আপনার কবিতা পড়ে। +++++
অনেকদিন পর ঝোলা ভরা ভালবাসা নিয়ে ফিরে এলুম :#)

৩৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৫

মনিরা সুলতানা বলেছেন: ঘোমট

এই শব্দ টা বুঝতে পারি নাই!

লেখায় ভালোলাগা।

৩৯| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬

অপু দ্যা গ্রেট বলেছেন:



আমি এক ব্যর্থ মানব

এক দিন সফল হবো

++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.