নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চন্দ্ররথা রাজশ্রী

চন্দ্ররথা রাজশ্রী › বিস্তারিত পোস্টঃ

শুন্য পাঁজর

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩৪



আমার কান্না দেখেও যদি
চোখ লেগে আসে ঘুমে,
তবে দিব্যি তোমার পুতুল খেলার,
অপ্রসংগে তুমি আর এসো না।


আমাকে নিয়ে ভেবো না একদম,
শুকনো পাতাও তো ঝরে যেতে জানে,
ডান হাতের জন্য বাম হাতটা থাকে,
তুমি কিন্তু খুব করে ঘুমোবে দুপুর নাগাদ।


কি লাভটাই না হল আমার, দেখো !
ধু্ক্ধুকানি যন্ত্রটা তোমার থাকার শর্তে
শিখিয়ে দিলে, কি করে মানুষ বাঁচে
এক একটা শুন্য পাঁজর নিয়ে।



মন্তব্য ৬০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫

নুরএমডিচৌধূরী বলেছেন: আমার কান্না দেখেও যদি
চোখ লেগে আসে ঘুমে,
তবে কসম তোমার পুতুল খেলার,
অপ্রসংগে তুমি আর এসো না।

দারুন আবেগ
+++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

আবেগ পাঠকের কাছে পৌছতে পেরে ভাল লাগছে।

অনেক ভাল থাকা হোক।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৪

বিজন রয় বলেছেন: ভাল লিখেছেন।
+++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

সাথে থাকবেন আশা করি।
অসামান্য ভাল থাকা হোক।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

মৃদুল শ্রাবন বলেছেন: দারুণ লিখেছেন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব ভাল লাগলো আপনার মন্তব্য পেয়ে।

আশা করি সাথে থাকবেন।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কসম শব্দটার ব্যবহার ভালো লাগে নি।

সুন্দর। ছিমছাম।
+

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: লেখার সময় কনফিউজড ছিলাম না, আপনার মন্তব্য পড়ার পর একটু কনফিউজড বোধ করছি।

আপনিই কিছু সাজেশন করুন না,,,,,,, শিখতে বরাবরই ভাল লাগে।

কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, রাজপুত্র।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: খুব করে ঘুমবে দুপুর নাগাদ - ঘুমুবে বা ঘুমাবে।

ভালো হয়েছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "ঘুমবে" উচ্চারণটাই রাখতে চেয়েছিলাম। এতে কি ভাষাগত কোন ভুল হবে?

আমার ব্লগে আপনার উপস্থিতি অনুপ্রেরণা জোগালো।

সাথে থাকবেন আশা করি।

অনেক ধন্যবাদ।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: অবশ্যই। আমার জানামতে 'ঘুমোবে' হিসেবে লেখা হয় সম্ভবতঃ, তবে কবিতায় যেহেতু কবির মুক্ত রাজ্য, সেক্ষেত্রে পাল্টানো না পাল্টানো কবির খায়েস :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার উপর আস্থা আছে,,,,,,,
সময় থাকলে আগের পোষ্টটা পড়তে পারেন,,,,,,,,নিজের ভুলগুলো উপভোগ করছি।

অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

রিপি বলেছেন: "কি লাভটাই না হল আমার, দেখো !
ধু্ক্ধুকানি যন্ত্রটা তোমার থাকার শর্তে
শিখিয়ে দিলে, কি করে মানুষ বাঁচে
এক একটা শুন্য পাঁজর নিয়ে।"
:(

অনেক ভাল লেখেন আপনি। নতুন করে বলার আর কিছু নাই। অনেক অনেক শুভেচ্ছা রেখে গেলাম। :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনাকেও অনেক শুভেচ্ছা।

অসামান্য ভাল থাকবেন।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

সুমন কর বলেছেন: শিখিয়ে দিলে, কি করে মানুষ বাঁচে
এক একটা শুন্য পাঁজর নিয়ে।
-- চমৎকার হয়েছে।

২য় লাইক।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: মাঝে মাঝে খুব দুশ্চিন্তায় পরে যাই যা লিখলাম সেটা আসলে কি হল ভেবে।
কিছু কি আসলেই হল? নাকি শুধু কাগজ, কলম আর সময়ের অপচয় হল!

আয়োজন করে লিখতে বসলে কিছুই আসে না, অথচ খেয়াল করে দেখেছি যখন হাতের কাছে এক টুকরা ছেঁড়া কাগজও থাকে না, ২,৪,৮ লাইনও মাথায় ঘুরপাক খেতে থাকে।
একটা কিছু দাঁড় করে ফেললেও আরেক যন্ত্রণা, নামকরণ।
তাই কবিদের খুব হিংসা হয়।

নাহ! আবার লিখবো।
আপনার উপস্থিতিতে খুব অনুপ্রাণিত হচ্ছি।
কৃতজ্ঞতা জানবেন।

ভাল থাকায় কার্পণ্য করবেন না।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৩৫

আবু শাকিল বলেছেন: কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।
কবিতা লেখার স্টাইল খুব পরিচিত লাগছে ।
চিনি চিনি চিনি না !!!
আমাকে নিয়ে ভেবো না একদম,
শুকনো পাতাও তো ঝরে যেতে জানে,
ডান হাতের জন্য বাম হাতটা থাকে,
তুমি কিন্তু খুব করে ঘুমোবে দুপুর নাগাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:০৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনাকে মুগ্ধ করতে পেরে খুব ভাল লাগলো।

মনে করে দেখুন, আমার লেখার স্টাইল কার সাথে মেলে আমিও জানার অপেক্ষায় থাকবো।
ঐ যে ছিল.......ঐ যে.......(এভাবে বললে নাকি মনে পড়ে)।

এর আগের পোষ্ট করা কবিতাটা পড়ে দেখার আমন্ত্রণ রইল, কিছু কিছু মনে পরেও যেতে পারে।

সাথে থাকবেন আশা করি।
কৃতজ্ঞতা জানবেন

অসামান্য ভাল থাকা হোক

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭

উল্টা দূরবীন বলেছেন: আমার কান্না দেখেও যদি
চোখ লেগে আসে ঘুমে,
তবে কসম তোমার পুতুল খেলার,
অপ্রসংগে তুমি আর এসো না

অনেক সুন্দর। দারুণ আবেগময়। খুব ভালো লাগলো পড়ে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুব ভাল লাগলো।

অনেক ভাল থাকবেন।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আসলে সত্যি বলতে কি, আপনার লেখার স্টাইল আমার কাছেও বেশ পরিচিত লাগছে। মনে হচ্ছে কোথায় যেন আগেও এই ধাচের লেখা পড়েছি।
যাইহোক, কবিতায় মুগ্ধতা।শুভকামনা নিরন্তর।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হয়ত প্রকৃতপক্ষেই কারও সাথে ধাঁচে মিল আছে, থাকতে পারে।
লেখায় মিল না হলেই হল।

অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০

কল্লোল পথিক বলেছেন: আমার কান্না দেখেও যদি
চোখ লেগে আসে ঘুমে,
তবে কসম তোমার পুতুল খেলার,
অপ্রসংগে তুমি আর এসো না।


এক কথায় অসাধারন কবিতা।
শুভ কামনা জানবেন কবি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব খুশি হলাম আপনার মন্তব্য পেয়ে।
আপনার ভাল লেগেছে জেনে অনেক বেশি আপ্লুত।
ভক্ত বনে গেছি আপনার কবিতার।

আমার ব্লগ বাড়িতে সবসময় আমন্ত্রিত আপনি।

শুভেচ্ছা.........

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬

রুদ্র জাহেদ বলেছেন: শেষ অংশটা বেশি ভালো লাগছে
৩য় লাইক

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ।

অনেক কৃতজ্ঞতা।

অনেক ভাল থাকা হোক।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:


তবে কসম তোমার পুতুল খেলার,
অপ্রসংগে তুমি আর এসো না।

দিব্যি

পুরোটাই আপনার স্বাধীনতা।

কবিতা লিখে জোরে জোরে পড়া উচিত। এতে শুনতে অদ্ভুতুড়ে শব্দ বেড়িয়ে আসে।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বদলে নিলাম।
বাহ! আরেকটা নতুন কিছু শিখলাম।

ধন্যবাদ।

আপনি ভাল আছেন?

১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৫

গেম চেঞ্জার বলেছেন: ভাল লাগছে, আপনার কবিতা। চালিয়ে যান। (৪+)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ, গেম চেঞ্জার।
আপনাদের অনুপ্রেরণায় আপাতত চলবে.......

সাথে থাকবেন আশা করি।

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
ভাল থাকবেন।

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার কবিতা।

ছিমছাম।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
ভাল থাকবেন।

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালোলাগলো অনেক।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা রইল।

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৪

রাইসুল ইসলাম রাণা বলেছেন: কবিতায় মুগ্ধতা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

ভাল থাকবেন।

২০| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

আরাফআহনাফ বলেছেন: "ধু্ক্ধুকানি যন্ত্রটা" বলছে কবিতা ভালো হয়েছে।

ভালো থাকবেন।
শুভ রাত্রি।

০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:২৮

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হা হা হা,,,,,,, ভাল বলেছেন।
যন্ত্রটায় মরচে পরতে দেবেন না।

অসামান্য ভাল থাকবেন।


শুভরাত্রি......

২১| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৪:১২

শায়মা বলেছেন: কি লাভটাই না হল আমার, দেখো !
ধু্ক্ধুকানি যন্ত্রটা তোমার থাকার শর্তে
শিখিয়ে দিলে, কি করে মানুষ বাঁচে
এক একটা শুন্য পাঁজর নিয়ে।


শুন্য পাঁজর নিয়ে অনেকেই বাঁচে তো!!!!!!!!!!!:(

০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: স্বাগতম স্বাগতম।

বাঁচে, তবে বাঁচে না।
আপনি এরকম কাউকে চেনেন?


অনেক ধন্যবাদ, ভাল থাকবেন।

২২| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

শায়মা বলেছেন: কত্ত!!!!!!!!


অনেককেই চিনি।:)

০৩ রা মার্চ, ২০১৬ রাত ৮:০৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: হায় হায়!
কি দিন আসলো!

সাবধানে থাকবেন, খুব সাবধানে।

২৩| ০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৫

কুয়াশা অথবা আমি বলেছেন: ব্লগে বলিষ্ঠ ধরণের কবিতা এবং অন্যান্য লেখা পড়তে চাই। হৃদয়ের আবেগ সবসময় হৃদয়কে স্পর্শ করেনা বলেই আমার বিশ্বাস যদি সঠিক শব্দ বেছে নেয়া না হয়।
কবি আপনার নামটি ভীষণ সুন্দর।

০৫ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম।

আমার বিশ্বাস আপনি কঠিন শব্দ ব্যবহারের ইংগিত দেননি।
আর সেটা অবশ্য আমার আসেও না, কারণ যাদের কবিতা পড়তে পড়তে কবিতার প্রতি অনুরাগ জন্মেছে তারা সবাই সাবলীল ভাষায় অসাধারণ আবেগকে ফুটিয়ে তুলতেন।

যদি আমার কবিতা পাঠক হৃদয়ে আলোড়ন তুলতে না পারে, তবে তা কেবলমাত্র আমারই ব্যর্থতা।

ভাল থাকবেন সবসময়।

২৪| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৪

অন্তঃপুরবাসিনী বলেছেন: ফান পোষ্টে আমি ত আপনাকে সাথে সাথে কবিতা লিখতে বলিনি। অতিসত্বর লিখতে বলেছি।:)
আপনার 'নাম নেই' শিরোনামের কবিতা কই গেল?
এ কবিতাটা সুন্দর।
আমার মনে হয় যারা কবিতা লিখতে পারে তারা সাধারণ নন।
আপনিও সেই অসাধারণের একজন।

১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: এখন বললে হবে? মন্তব্যে একটা ছড়াও লিখে ফেললাম তো।

ওটার নাম পেয়েছিলাম, "প্রমত্ততা", ভাল লাগছিল না তাই খেয়ে ফেলেছি।

ধন্যবাদ ধন্যবাদ। ঠিক বলেছেন,কবিরা অসাধারন হয়, আমি কবি না।

খুব ভাল থাকবেন।

২৫| ১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৪

খায়রুল আহসান বলেছেন: কবিতার শিরোনামটা সুন্দর!
শুকনো পাতাও তো ঝরে যেতে জানে -- ঠিক!

১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২০

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুস্বাগত

অনেক ধন্যবাদ কবিতাটা পড়ার জন্য।

অসামান্য ভাল থাকবেন।

২৬| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৯

মনিরা সুলতানা বলেছেন: আপনার শুরু থেকে শুর করলাম ..
চমৎকার লেখার হাত আপনার , ভালোলাগা :)

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনাকে সুস্বাগতম জানাচ্ছি আমার ব্লগবাড়িতে।

আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনার মত পাঠক পেয়ে যেকোন ব্লগার আনন্দিত হবে নিঃসন্দেহে।
অন্যান্য কবিতাগুলো পড়ার আমন্ত্রণ রইল।

অসামান্য ভাল থাকবেন।

২৭| ১৪ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

রিপি বলেছেন:
প্রিয় কবিতা আরেকবার পড়ে নিলাম। নববর্ষের শুভেচ্ছা আপু। :)

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: দেরিতে জবাব দেয়ার জন্য দুঃখিত আপু।
তোমাকেও নববর্ষের অনেক শুভেচ্ছা।

আমার কোন কবিতা তোমার প্রিয় হতে পারে জেনে খুব আনন্দিত আমি।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

২৮| ২৯ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২১

ডঃ এম এ আলী বলেছেন: এ ব্লগের কবিতা পাঠের আসরে এসে
পেলাম গুরুর দেখা যে........।
'শিখিয়ে দিলে, কি করে মানুষ বাঁচে
এক একটা শুন্য পাঁজর নিয়ে'।

কত নিগুঢ় তত্ব কথা শুনিয়ে দিলেন ছন্দময় কথার চালে ।
অসাধারণ লিখা , সিদ্ধহস্ত যাকে বলে ।
অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা থাকল।

২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৩

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: আপনার ভালবাসায় আমি সিক্ত।

এতটা প্রশংসার যোগ্য আমি না। যে সম্মান দিলেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।
অসামান্য ভাল থাকা হোক।

২৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: কবিতার গবেষণায়
অজান্তেই প্রসংসাটুকু আসে চলে
কবিকে তা জনানো একটি রীতি
যোগ্যাযোগ্য বিচার সে কবির নহি
সে যে পাঠকের নিজস্ব প্রিতি ।

অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্য

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ।

পাঠকের আনন্দেই লেখকের স্বার্থসাধন হয়।
আপনার নিরন্তর শুভকামনা আমার পথ চলার সাহস যোগাচ্ছে।

৩০| ১৬ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

২৫ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৪৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সহজ সরল সুন্দর হোক আপনার প্রতিটা দিন।
শুভকামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.