|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
দানিয়ুবের কাছে চেয়েছিলাম নীল
আর দানিয়ুব দেখিয়েছিল তোমাকে
আকাশের মাঝে খুঁজেছিলাম তোমাকে
তোমার নয়ন-সে তো আকাশের নীল।
তোমার নয়ন-ভালবাসায় উজ্জল
যে উজ্জলতা ছড়িয়েছিল সবখানে
ভালবাসা;সবখানে-আমার হৃদয়ে
আমার পৃথিবী,তোমার প্রেমে উজ্জল।
ওই নয়নের মাঝে-আমি প্রেম খুঁজি
আর অন্যকোন ভুবনে হারিয়ে যাই।
নয়ন মাঝে- না বলা কথা-খুঁজে পাই
নয়নে নয়ন-আর বলি-ভালবাসি।
ওগো নীল নয়না-আমার ভালবাসা
তোমার নয়নে- পৃথিবীর ভালবাসা।
 ৪ টি
    	৪ টি    	 +০/-০
    	+০/-০  ৩১ শে আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৭
৩১ শে আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৭
সুদীপ কুমার বলেছেন: সতত ভালবাসা।
২|  ৩১ শে আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৬
৩১ শে আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৬
শায়মা বলেছেন: ১. ৩১ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩ ০
 এহসান সাবির বলেছেন: বেশ!!
  ৩১ শে আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৭
৩১ শে আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৭
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ শায়মা ।
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৩
৩১ শে আগস্ট, ২০১৫  সন্ধ্যা  ৭:৪৩
এহসান সাবির বলেছেন: বেশ!!