![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশের স্বপ্ন আমি দেখতেই পারি
আমাকে তো কেউ বলে দেয়নি, স্বপ্ন দেখা নিষেধ
তবে জীবনের বন্ধুর পথ চলতে চলতে জেনেছি-
জেগে জেগে স্বপ্ন দেখা শুধু নিষেধই নয়,- পাপ।
যে রাস্তায় আমি চলেছি,সেই পথ কি আমায় নেবে গন্তব্যে?
পথের কি দোষ বলো,সব পথই মিশে গিয়েছে
কোন না কোন গন্তব্যে।
তবে কেন করি আক্ষেপ?- আজ পথের শেষে।
আমি হয়তো ঘুমিয়ে চলে যেতে পারি কল্পনার রাজ্যে
আর চোখ মেললেই বাস্তবতার প্রখর তাপ
পুড়িয়ে ছারখার করে আমার মস্তিষ্ককে।
আমার তোমার, সবার স্বপ্ন দেখা উচিত
তবে জেগে স্বপ্ন দেখা,- পাপ।
০৭/০৫/২০১৭
০৯ ই মে, ২০১৭ রাত ১২:১১
সুদীপ কুমার বলেছেন: আমি অবশ্য জানিনা স্বপ্ন আর কল্পনা এক কিনা?
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৭ সকাল ৯:৪৯
একটি বালুকণা বলেছেন: //
জেগে একটু কল্পনা করতে পারব না বুঝি?