![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জ্বলাটাই স্বাভাবিক,কি বলেন আপনারা?
এই যেমন ধরুণ আপনি খুব করে ঝাল খেয়েছেন
পরদিন বুঝতে পারবেন শৌচ কর্মের সময়েই।
হাসি পেলো খুব?
খুব স্বাভাবিক।ভাবছেন এ তো সবারই হয়।
নতুনত্ব নেই কোন।
তবে কি জানেন ওই যে আকাশে উড়াল দেয় বঙ্গবন্ধু-১
আর জ্বলে যায় আপনার আমার পশ্চাৎ ভাগ
কেন?
কারণ জানতে চান?
আমি বলতে পারিনি
আপনে পারবেন নিশ্চয়
কেন ঝাল না খেয়েও
জ্বলে আপনার দেহের পশ্চাৎ ভাগ।।
১৩/০৫/২০১৮
১৫ ই মে, ২০১৮ রাত ১২:৩১
সুদীপ কুমার বলেছেন: ভালোলাগা জানালাম।
২| ১৪ ই মে, ২০১৮ রাত ১২:২৮
শহীদ আম্মার বলেছেন: জালা নিবারণের উপায়টা বললেন নাতো!
১৫ ই মে, ২০১৮ রাত ১২:৩২
সুদীপ কুমার বলেছেন: চিন্তার বিষয়।
৩| ১৪ ই মে, ২০১৮ রাত ১২:৩২
মোঃ কামরুজ্জামান কনক বলেছেন: আপনার কথার উত্তর আমি দিই... তার আগে বলে নিই... আমার কিন্তু স্যাটেলাইট নিয়ে একটুও জ্বলেনি, কারণ এই সব জিনিসের উর্ধে আমি, আমি সব কিছু পজিটিভ দেখতেই পছন্দ করি তবে উত্তরটা শুনুন...
কয়েক দিন পরে বাজেট পাশ হবে, ৩০০০ কোটি টাকার প্রাইমারি কস্টিং + মেইটেন্যান্স এর খরচ সরকার তো আর নিজের পকেট থেকে দেবে না, জনগনের টাকা থেকেই তো দেবে, এখন বুঝবেন না, বাজেট আগে পাশ হোক... ভ্যাট আর ট্যাক্স এর মার প্যাঁচে জিনিসপত্রের দামও যখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মতো উচ্চতাতে পৌছাবে তখন বুঝবেন আসলে কিভাবে কোন দিক দিয়ে জনগণের জ্বলে। এই তো আর কয়েকদিন, অপেক্ষা করুন আপনারও জ্বলবে।
আশাকরি মন্তব্যটিও পজিটিভ ভাবে নেবেন, মন্তব্য পড়ে পেছনে জ্বলা শুরু করলে আমি দায়ি নই।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু -১ স্যাটেলাইট ।।।
১৫ ই মে, ২০১৮ রাত ১২:৩৬
সুদীপ কুমার বলেছেন: জ্বলে?
৪| ১৪ ই মে, ২০১৮ রাত ২:০০
অর্থনীতিবিদ বলেছেন: স্যাটেলাইট তো আকাশে উঠেই গেছে। এখন এটা নিয়ে জ্বলা জ্বলি না করে বরং দেখি সামনে আরো কি জ্বলার জন্য অপেক্ষা করে আছে।
১৫ ই মে, ২০১৮ রাত ১২:৩৭
সুদীপ কুমার বলেছেন: জ্ঞানী কথা।
৫| ১৪ ই মে, ২০১৮ ভোর ৪:০৩
কলাবাগান১ বলেছেন: ১০১ টা কারন আছে স্যাটেলাইটের পক্ষে তবে প্রধান 'কারন' হল আগে দেখতাম রাজাকারের গাড়ীতে বাংলাদেশের পতাকা..এখন দেখি স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের পতাকা
ও হ্যা দাদা বাবুরা কখন ফারাক্কার বাধ খুলে আর বন্ধ করে তার প্রমান ও পাওয়া যাবে ছবি সহ..... আর বর্ষার মিথ্যা কথা দিয়ে পার পাওয়া যাবে না
১৫ ই মে, ২০১৮ রাত ১২:৩৮
সুদীপ কুমার বলেছেন: আমি গাই কি? আর সারেন্দা বাজায় কি?
৬| ১৪ ই মে, ২০১৮ সকাল ১০:০৯
রাজীব নুর বলেছেন: বেশ কবিতা।
'তেজ' আছে 'ধার' আছে।
১৫ ই মে, ২০১৮ রাত ১২:২৭
সুদীপ কুমার বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৮ রাত ১২:১৩
সাইন বোর্ড বলেছেন: ব্যবসায়িক হিসাব-নিকাস কি শেষ ? কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয়ে যাবে নিশ্চয় । কবিতা ভাল লাগল ।