নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখতে ভালো লাগে তাই লিখি।

সুদীপ কুমার

মন যা চায়।

সুদীপ কুমার › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিক যেভাবে কলম বিক্রি করে

০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১২:৫৭


একজন চন্দন নন্দী
একজন ভারতীয় সাংবাদিক
তিনি যেন বাবা ভাংগা
বাংলাদেশকে নিয়ে তিনি খুবই ব্যস্ত,
যেন তার কলম আর মুখে ভর করেছে
পশ্চিমা ভূত।

ওই যে মার্কিন সাম্রাজ্যবাদ বিলিয়ন বিলিয়ন ডলার
ব্যায় করছে সংবাদ মাধ্যমে
চীনের বিরুদ্ধে অপপ্রচারে,তার একটি অংশ
প্রবেশ করে চন্দন নন্দীর পকেটে।

নাটোর
০৫/১১/২০২৩

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১:৩৯

আমি সাজিদ বলেছেন: চীনের বিরুদ্ধে অপপ্রচার নিয়ে আপনি কিছু লিখুন। সাম্রাজ্যবাদীদের মেরুদণ্ড ভেঙ্গে দিন। সেটা তো করবেন না, বরং পশ্চিমারা কেন ইলেকশনের কথা বলে এজন্য আপনার পিত্তি জ্বলে যায়। কেন? কি অপরাধ করেছেন? নিজের স্বার্থে নিজের দেশের মানুষের অধিকার নিয়ে কেন খেলছেন? পুকুর চুরি করেন নি তো? আপনার বিরুদ্ধে তদন্ত হলে আঁধার কার্ড নিয়ে ভারতে পালাতে হবে?


০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২০

সুদীপ কুমার বলেছেন: ও নো!!

২| ০৫ ই নভেম্বর, ২০২৩ রাত ১:৪০

আমি সাজিদ বলেছেন: নিজের বিবেক বিক্রি করে দিতে লজ্জা করে না?

০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২১

সুদীপ কুমার বলেছেন: পাকিস্থানী মনভাব আমার নেই।

৩| ০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:০১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনার বক্তব্য বুঝতে পারলাম না।

০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২২

সুদীপ কুমার বলেছেন: ভাবুন।

৪| ০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:০১

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: ইজরায়েলের পক্ষে সাফাই গেয়ে যারা বলছে তাদের পকেটে কী আম্রিকার টাকা প্রবেশ করে না ? সাম্রাজ্যবাদীর পক্ষে তো ভারতের বহু সাংবাদিক সাংঘাতিকভাবে কাজ করে যাচ্ছে । তো মিস্টার নন্দী সেই পথে গিয়েছে এতে দোষের কী আছে ??

০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:২২

সুদীপ কুমার বলেছেন: হক কথা।

৫| ০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৩১

আমি সাজিদ বলেছেন: বগুড়া নাটোর রাজশাহীর ক্ষমতাসীন দলের রাজনীতিতে কোথায় কি হয়, একসময় আমার প্রায় খবর নেওয়া হতো। যাদের সাথে অনেকের দেখা করা সহজ ব্যাপার নয়, তাদের ডায়নিং রুমে মাঝে মাঝে যাওয়া হয়েছে। রাজনীতির নোংরামি আমি নিজের চোখে দেখেছি। তাই আপনি যে দলকানা হয়ে ফ্যান্টাসির রাজ্যে বাস করছেন তা আমি নিশ্চিত হয়ে বলতে পারি।

ভুলেও আমাকে পাকিস্তানপন্থী বলবেন না ব্রো। আপনাদের অনিয়ম আর মিথ্যাচার ধরিয়ে দিলে যে সবাই পাকিস্তানি সাপোর্টার হবে তা কিন্তু নয়।

আঁধার কার্ড আর আইডি রেডি রাখুন। কখন যে ধুতি তুলে পালাতে হয় তা তো আর বলা যায় না!

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

সুদীপ কুমার বলেছেন: আমাকে পরোক্ষভাবে ভারতে পালাতে বলছেন আর আপনাকে পাকিস্থানী বললেে লাগা উচিত নয়।

৬| ০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৪৫

নূর আলম হিরণ বলেছেন: জাহিদুর রহমান একজন জ্ঞানপাপী!

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১০

সুদীপ কুমার বলেছেন: সহমত।

৭| ০৫ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৩৮

বাকপ্রবাস বলেছেন: সাথে ডাক্তার সাহেবের ছবি দেখলাম, ওনার যুক্তিগুলো যুক্তিযুক্ত ওনার আইডির উপর বারবার হামলা হয়

৮| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:০৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কি হলো আগা-পাছা তো কিছুই বুঝলামনা?

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

সুদীপ কুমার বলেছেন: আমিও বুঝলামনা।

৯| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৯

রাজীব নুর বলেছেন: কি বলতে চেয়েছিলেন?

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

সুদীপ কুমার বলেছেন: লেখার পর বুঝাতে গেলে বিপদ।

১০| ০৫ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:০৪

আহলান বলেছেন: সময় এখন নির্বসনে গেছেন !

০৫ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

সুদীপ কুমার বলেছেন: সময়!!!

১১| ১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১০

ছআড়জ বলেছেন: https://incrediboxsprunki.org/ gameplay is simple to understand. Drag and drop the icons to create beats, but mastering the combinations takes time. As you explore more, you’ll discover how to create complex musical layers and rhythms that sound just like professional tracks.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.