নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চল
ফিরে যাই ওই “জিরো পয়েন্ট”-
“স্বৈরাচার নিপাত যাক,গণতন্ত্র মুক্তি পাক” ।
প্রতিবাদ হোক-
একটি বজ্রমুষ্টিতে।
প্রতিবাদ হোক-
দশ নভেম্বরে।
হয়তো
তোমরা আমাদের রক্ত ঝরাবে রাজপথে
তবু হৃৎস্পন্দনের শেষ স্পন্দন বন্ধ হওয়ার আগে
একবার না হয় গর্জে উঠুক- “জয় বাংলা”বলে।
এরপর জয় বাংলা শব্দটি স্পন্দিত হবে
বাংলার সোঁদা মাটিতে-
মেঠো পথে-
শীতের ভেজা বাতাসে-
নদীর শান্ত জলে
আর রাজপথে।
এরপর জয় বাংলা শব্দটি আগ্নেয়গিরির অগ্নৎপাত হয়ে
গ্রাস করবে ছাত্র-জনতা নামক ছদ্মবেশীদের।
এরপর জয় বাংলা শব্দটি সুনামী হয়ে গ্রাস করে নেবে
মানুষের মুখোশ পড়া জানোয়ারদের।
চল
ফিরে যাই ওই “জিরো পয়েন্ট”-
“স্বৈরাচার নিপাত যাক,গণতন্ত্র মুক্তি পাক” ।
০৯/১১/২০২৪
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮
কামাল১৮ বলেছেন: গনতন্ত্রের যায়গায় আসছে ইসলামতন্ত্র।