নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা জেনে রেখো আমি জন্মেছিলাম -
মুজিবের দেশে-
সবুজ-শ্যামল-স্বাধীন বাংলায়।
তোমরা জেনে রেখো আমি বড় হয়েছি
পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা শুনে শুনে- সাতই মার্চের ভাষণ।
তোমরা জেনে রেখো আমার মতবাদ-
মুজিববাদ।
তোমরা জেনে রেখো আমি জয় বাংলার লোক
তোমরা জেনে রেখো আমি জয় বাংলার লোক।
১১/১১/২০২৪
২| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫
রিফাত হোসেন বলেছেন: ভাসানীকে চিনেন? তাজউদ্দিনকে চিনেন? ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সেনাপতিকে চিনেন? বাকিদের নাই বললাম।
শেখ মুজিবের ডাক দেওয়া এমন নেতা প্রত্যেক বিপ্লব, আন্দোলনেই থাকে। তার মানে এই নয় যে, আপনি একটি লেনিনবাদের মত করে একটিকেই প্রাধান্য দিয়ে একনায়কতন্ত্র এর তোষামুদি করবেন। ১৯৭১ নেতৃত্বকে অস্বীকার করার সুযোগ নাই কিন্ত এর পরবর্তী বির্তকিত অবস্থানকেও অস্বীকার করা, কাপুরুষতার সমান। ভালকে ভাল বলুন, খারাপকে খারাপ বলুন। বাংলাদেশ শেখ হাসিনার বাবার দেশ না...
আপনার জন্য ...
ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা
কিছু বল্লেই ধরছো চেপে জনগণের গলা
ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা
কিছু বল্লেই ধরছো চেপে জনগণের গলা
মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি
দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি
মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি
দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি
ভয় দেখিয়ে হবে না রে কাম
ও বাচারাম ভয় দেখিয়ে হবে নারে কাম
ও বাচারাম ভয় দেখিয়ে হবে নারে কাম..
ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা
কিছু বল্লেই ধরছো চেপে জনগণের গলা
ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলাকলা
কিছু বল্লেই ধরছো চেপে সব জনগণের গলা
মনেরেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি
দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি
মনেরেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি
দেশ দেশ দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি
ভয় দেখিয়ে হবে না রে কাম
ও বাচারাম ভয় দেখিয়ে হবে নারে কাম
ও বাচারাম ভয় দেখিয়ে হবে নারে কাম..
৩| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: @রিফাত হোসেন, সব দায় একাই ওদের? মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের কেমন মূল্যায়ন করছে অন্য সব রাজনৈতিক দল? নাকি মুজিবের নাম শুনলেই ওয়াজ করতে ইচ্ছে করে?
৪| ১১ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:৪৪
সাইফুলসাইফসাই বলেছেন: এই মুজিব একসময় পাকিস্তানি ছিল
এই দেশও একসময় পাকিস্তান ছিল।
ক্ষমতা পেয়ে তারা জালিম হয়
ক্ষমতা পেয়ে ওরা দেখায় ভয়।
ক্ষমতা পেয়ে ভুলে যায় পরিচয়
ক্ষমতা পেয়ে নেতার হয় অবক্ষয়।
ক্ষমতা পেয়ে ধবংস লিলা চালায়
ক্ষমতা হারালে দেশ ছেড়ে পালায়।
কত পরিবর্তন হয়েছে এদেশের নাম
অধিক প্রধানের রয়েছে শুধু বদনাম।
গরিবের কষ্ট বিদ্যমান সারা দেশে
লুটপাট করে পালিয়েছে নগ্ন বেশে।
সবাই দেখেছে ওরা হত্যাকারী প্রকাশ্যে
মারা যাওয়ার দৃশ্যগুলো চোখে ভাসে।
ছাড় পাবি না গর্জে ওঠার
লজ্জা হয় না, ছাফাই গাওয়ার।
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৮
সৈয়দ কুতুব বলেছেন: আওয়ামী লীগ বারবার উনাকে অপমান করেছে। নিজেও অনেল কাজ ভুল করেছিলেন।