![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি শুক্লা।এটা আমার আসল নাম না।তবে এখানে আমি এ নামেই পরিচিত হতে চাই।আমি একটি সরকারি ভারসিটিতে পড়ি।আমি গান শুনতে ভালবাসি।
ছোট বেলা থেকেই বাবার বদলির চাকরির সুবাদে আমার অভিজ্ঞতা হয়েছে হয়েছে বহু জায়গা ঘুরে দেখার। এখানে ওখানে ঘুরাঘুরির মাঝে কেটে গেছে আমার শৈশব কৈশোর। তার মাঝেও আমার নিজের গ্রামটি আমার মন জুড়ে থাকে সব সময়। আমি অনুভব করি অদ্ভুত টান যেন তার সৃষ্টি এই চেনা জানা পৃথিবীর কোথাও না। আমার গ্রামে আমি খুব কম গিয়েছি।তারপরো সে আমার হৃদয়ে আসন করে নিয়েছে চিরস্থায়ী হয়ে।
বাংলার অন্যান্য গ্রামের মতই তার বাস কোন এক ছোট্ট ইছামতী নদীর তীরে।অদ্ভুত ছোট অদ্ভুত শান্ত সেই জনপদ। শহরের কোলাহল এখানে নেই নেই নাগরিক জীবনের ব্যস্ততা। মনে হয় যেন শুধুই অখন্ড অবসর। অখন্ড অবসর প্রকৃতিকে দেখার প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার। আসলেই অদ্ভুত লাগে আমার গ্রামটিকে। আমার গমন সেখানে যতবারই হয়েছে ততবারই বর্ষাকাল ছিলো। এমনিতেই বর্ষা আমাকে ছুয়ে যায় তার উপর এই বর্ষার মোহনীয় রূপটি ধরা পড়ে গ্রামে এসে। গ্রামের নিচু "চক" তলিয়ে যায় পানির নিচে। যার ফলে প্রতিটি পাড়া যেন একেকটি দ্বীপ। যাতায়তের বাহন শুধু নৌকা। আমার বইয়ে পড়া ভেনিস নগরীর কথা মনে পড়ে সেটা কী এত সুন্দর? বোধ করি না। গ্রামের মেয়েগুলোর সাথে মিশে যেতে আমার মোটেই সময় লাগলো না।ওদের মাঝে আমি খুজে পেলাম অদ্ভুত সরল গ্রাম্যবালিকাদের রূপ।অদ্ভুত সরল ওদের জীবন। ওদের সাথে আমি ঘুরে বেড়ালাম গ্রাম। সেই সরল বালিকাগুলোর দুরন্তপনার পরিচয়ও পেয়ে গেলাম সেথা। আমার কাছে সবই অদ্ভুত লাগত।গ্রামের মেঠো পথ -বর্ষায় পিচ্ছিল হয়ে যাওয়া বড়ই বন্ধুর। আমার গ্রামে খোজ পেলাম সেই বিভূতিভূষণের বাশের সাকো। এবং টের পেয়েছিলাম শুনতে যতই রোমান্টিক মনে হোক বাশের সাকো পার হওয়াটা রীতিমতো সংগ্রামের মনে হলো আমার। আরো ভালো লাগলো গ্রামের সন্ধ্যা।এক খোলা মাঠের মধ্যে জোনাকি দেখার স্মৃতি আজো আমার মনে অম্লান। উফফ।কী অসাধারণ দৃশ্য। একটি খোলা মাঠ জুড়ে রাতের নিঃসীম অন্ধকার ভেদ করে সদর্পে নিজেদের অস্তিত্ব ঘোষনা করছে তারার মতো কোটি কোটি জোনাকি।সেই খোলা মাঠটিকে মনে হচ্ছিল যেন লাল তারা ধরে থাকা অসীম আকাশ।সেই গ্রাম যেখানে ঘুরে দেখলাম অনেক কিছুই জানলাম ও অনেক। প্রকৃতির অকৃপণ হাতে ঢেলে দেয়া বাংলাপল্লীর অবারিত সৌন্দর্যের পরিচয়ও পেয়ে গেলাম এর হাত ধরে। গ্রামের আকাশটার কথা মনে পরে তা যেন নিবিড় পবিত্র সকল ধোয়া ধুলা মুক্ত।আর সেই আকাশে ফুটে থাকা পূর্নিমার চাদ বর্ষার মেঘের সাথে লুকোচুরি খেলে নিজেকে প্রকাশ করছিল যখন আমি কিছুই প্রকাশ করতে পারছিলাম না- শুধু ভাবছিলাম এত সুন্দর এত বর্ন ময় কেন আমাদের এই ছোট শান্ত ছায়া সুনিবিড় বঙ্গপল্লী গুলো?
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৩
শুকলা দাস বলেছেন: আসলে সব বঙ্গপল্লীই একই রকম ......কী বলেন?
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৭
লীনা ফেরদৌস বলেছেন: আসলেও খুব মায়াম আমাদের গ্রাম গুলি- আমাকে খুব টানে। ভাল লাগল বড় আপু ।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩২
শুকলা দাস বলেছেন: অনেক ধন্যবাদ।
আমি তো ভাবছিলাম তুমি ছড়া দিয়া রিপ্লাই দিবা।
তারপরও মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থেকো।
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:২৮
লীনা ফেরদৌস বলেছেন: মায়াময় ( sorry for typo)
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩
শুকলা দাস বলেছেন: ঠিক আছে।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০০
কালপুরুষ বলেছেন: সুন্দর সাবলীল বর্ণনা। তোমার লেখার মাধ্যমে বাংলার শাশ্বত রূপ তার সেই গ্রামগুলোকে ঠিক চোখ দিয়ে দেখা নয় মনে মনে অনুভব করা গেল। খুব ভাল লাগলো।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৪
শুকলা দাস বলেছেন: অনেক ধন্যবাদ কালপুরুষ দা।আপনার মন্তব্য সবসময় ই প্রেরণার উৎস।
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫২
উধাও ভাবুক বলেছেন:
বর্ণনা ভাল লাগলো।
বাবার চাকরীর সুবাদে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর সৌভাগ্য আমার ও হয়েছে। আপনার গ্রামটা যে নদীর পাড়ে সেটা বলেছেন, কিন্তু গ্রামটার নামতো লিখলেন না।
ভাল থাকুন সবসময়...
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৫
শুকলা দাস বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।আপনিও ভালো থাকবেন।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৩০
কিংশুক০০৭ বলেছেন:
৫টা মন্তব্য কেউ প্লাস দেয় নাই । আমিই প্রথম প্লাস দিলাম । আসলে কাউকে যদি প্রশ্ন করা হয় আর প্রিয় স্থান কোনটি তাহলে হয়তো সবাই না হলেও ৯৫% মানুষ উত্তর দিবে নিজের গ্রাম । তারপরেও মানুষ ফাইনালি শহরে সেটেল্ড হতে চায় কেন?
ধন্যবাদ ম্সৃতিচারণ করার জন্য ।
কিন্তু আপনার গ্রামের নামটা দেননি কেন?
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৪১
শুকলা দাস বলেছেন: এমনি।গ্রামের নামে কিবা আসে যায়?
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫৯
কিংশুক০০৭ বলেছেন:
গ্রামের নামে কিছু আসে যায় না ।
আপনি অনেক সুন্দর লিখেন, তারপরও পাঠক আপনার আসল নামটা জানতে পারল না । এতে আপনার নামের প্রতি অবিচার করা হলো ।
এটা আপনি করতে পারেন । আপনার নামের প্রতি অবিচার করার অধিকার আপনার আছে । কিন্তু আপনার গ্রাম কি দোষ করল । তার প্রতি অবিচার করলেন কেন? বলেন না আপনার গ্রামের নামটা, এত সুন্দর গ্রামের নামটা জানলাম না হয় ।
হুমমমম। মানে কি? হুমকি নাকি?
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৮
শুকলা দাস বলেছেন:
আচ্ছা ঠিক আছে বললাম গ্রামের নাম।গ্রামের নাম পাচপাড়া।
ঠিক আছে?
আর হুম মানে হ্যা।হুমকি না।
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:১২
কিংশুক০০৭ বলেছেন: হুমমমম।
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:২২
শুকলা দাস বলেছেন: হুমমমমমমমমম।
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:১২
কিংশুক০০৭ বলেছেন:
পাচপাড়া । কোন থানা, কোন জেলা?
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩৫
শুকলা দাস বলেছেন: থানা জেলা তো বলবো না ।এরেই কয় বাঙালি বইতে দিলে শুইতে চায়।
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১২
ফারহান দাউদ বলেছেন: বর্ণনা ভাল লাগলো।
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩৬
শুকলা দাস বলেছেন: অনেক ভালো লগলো আপনার মন্তব্য পেয়ে।
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:১৬
দিশাহারা ওমর সোলাইমান বলেছেন:
কালুদা দিকি জায়গামত হাজির!!!
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩৭
শুকলা দাস বলেছেন: মানে কী?
১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৩৬
অ্যামাটার বলেছেন: বর্ণনাটা সুন্দর...মনেহয় শহুরে প্রত্যেকটা মানুষকে-ই গাঁ খুব টানে...রিলেটেড আরেকটি লেখা:
Click This Link
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৩৮
শুকলা দাস বলেছেন: রিলেটেড লেখাটা পড়লাম।লিংক দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৪
চন্দন বলেছেন: গ্রামছাড়া ঐ রাঙ্গামাটির পথ............................
আমার.................
০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪৮
শুকলা দাস বলেছেন: বুঝলাম।
১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২২
কিংশুক০০৭ বলেছেন: আপনার ঐ গ্রামটা কি থানা জেলার বাইরে?
ওখানে শুকলা দাস নামে কেউ নেই ।
আর আমি বাঙ্গালী পরিচয়ে গর্ববোধ করি । কেন গর্ববোধ করি সেটা নিশ্চয় আপনাকে ব্যাখ্যা করতে হবে না? আর ব্যাখ্যা চাইলে বলবেন তাও দেব ।
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২০
শুকলা দাস বলেছেন: দেখেন ভাই এতে রেগে যাওয়ার কিছু নেই। আপনি বুঝতে পারছেন ব্যক্তিগত কারণে আমি আমার পরিচয় প্রকাশ করতে চাচ্ছি না। আমার থানা জেলার নাম প্রকাশ হলে অনেকেই বুঝে ফেলবে আমি কে যা আমি চাই না।
আর গ্রামের কথায় বলি,তার সবচেয়ে বড় পরিচয় সেটা বাংলাদেশের একটি গ্রাম।আমি ব্যক্তিগত ভাবে আঙঞচলিক সাম্প্রদায়িকতায় বিশ্বাসী নই তাই আমার থানা জেলা বলতে আমার এত আপত্তি।আশা করি আমার সমস্যাটা বুঝতে পারবেন।
ধন্যবাদ।
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৯
চাঙ্কু বলেছেন: গ্রামসহ পুরা দেশকে মিস করি । আফসুস , দেশে কবে যামু
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৪১
শুকলা দাস বলেছেন: ধন্যবাদ।শুভকামনা রইল।
১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৮
সমকালের গান বলেছেন: গ্রাম নিয়ে আমারও ভাল কিছু অভিগ্গতা আছে।
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৬
শুকলা দাস বলেছেন: লিখে ফেলুন না প্লিজ।
১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৭
চিটি (হামিদা রহমান) বলেছেন: ভালো লাগলো।
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৪
শুকলা দাস বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৫
কিংশুক০০৭ বলেছেন:
হুমমমমমমমম ।
"এরেই কয় বাঙালি বইতে দিলে শুইতে চায়।"
এই কথাটায় দুস্ক পাইলাম ।
১০ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৮
শুকলা দাস বলেছেন: আমি দুঃখিত আপনি কষ্ট পেলে।
ভালো থাকবেন।
১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫১
কিংশুক০০৭ বলেছেন:
আমি কষ্ট পেলে আপনার দুঃখিত হওয়ার কিছু নেই । স্বপ্নবিলাসী মানুষেরা একটু কষ্ট পেয়ে থাকে ।
আপনি ভাল থাকবেন ।
২০| ১০ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ২:০৩
শুকলা দাস বলেছেন: হুমম।
২১| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৬
শিট সুজি বলেছেন: ভাল লেগেছে । +
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪২
শুকলা দাস বলেছেন: ধন্যবাদ।
২২| ১৩ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৭
সুরভিছায়া বলেছেন: ভাল লাগল /
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৪
শুকলা দাস বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১১:১৬
মুহিব বলেছেন: আমার গ্রামের কথা বললেন নাকি? চকে যখন পানি উঠে তখন দ্বীপের মতই লাগে।
Click This Link