![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে যেন আমার সৃজনশীলতাকে শূন্য দ্বারা গুণ করে দিছে । এখন মাথায় বাড়ি দিলেও সৃজনশীলতার 'স' ও খুজে পাওয়া যায় না । তবুও আমি believe করি
২০১১ ব্যাচের আনন্দময় পদচারিত প্রথম ক্লাস অর্থাৎ "এন্ট্রান্স ডে" উপলক্ষে রাত ১২ টায় ব্যাচ মিটিং
আয়োজন করা হয় । ঐ মিটিং এই, অকারণেই ২০০৯ এর সিভিল বিভাগের ছাত্র আজিম এবং বেশ কয়েকজন প্রবেশ করে , ২০১১ ব্যাচের ছাত্রদের অপমান করতে থাকে এবং হুমকি দিয়ে চলে যায়।
এরপর ২০১১ ব্যাচের ছাত্ররা তাদের সিনিয়র বড় ভাই ২০০৯ ব্যাচের আজিমের কাছে যায় এবং তারা নম্রতার সহিত জানতে চায় , তাদেরকে অকারনে বকাঝকা দেয়ার কারন কি? আপনি এর উত্তর দিলেই আমরা চলে যাব, আমরা আমাদের ভুলটা জানতে চাই। তখন আজিম বলেন তোদের উত্তর দরকার , তাই না? ১০ মিনিটে দাড়া উত্তর পাবি।
তার ঠিক ২০ মিনিটে পর আচমকা চাপাতি, রামদা, হকিস্টিক এবং অন্যান্য ধারালো অস্র নিয়ে ২০০৯ ব্যাচ এর আজিমের নেতৃতে অনিক মুহুরি, সাধন , শাফায়েত, অন্তর, মেহেদি, শাওন পালিক, রাইয়ান, শিহাব,সহ তাদের আরো কিছু অজ্ঞাত নামা ছাত্র নামধারী সন্ত্রাসী ঐখানে উপস্থিত একশ থেকে দেড়শ নিরীহ ছাত্রের উপর হামলা চালায়। তারা রামদা দিয়ে যাকে পেয়েছে তাকেই কুপিয়েছে। এর সাথে অন্যান্যদের হকিস্টিক দিয়ে পেটানো হয় । তারপর হলে গিয়ে প্রত্যেক রুমে রুমে ২০১১ সালের ছাত্র খোঁজা শুরু করে এবং তাদেরকে রুম থেকে বের করে পেটানো হয়। এতে গুরতর আহত হয় ২০ জন, এবং ২০১১ সালের প্রায় সব ছাত্রই মোটামুটি আহত হয়।
২০১১ ব্যাচের ছাত্রদের দাবি শাহবাগ থানার পুলিশের টহল বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি । পুলিশ চাইলেই নিরীহ ছাত্রদের বাঁচাতে পারত। ২০১১ ব্যাচের গুরুতর আহত ছাত্র অনির্বাণ বলেন , পুলিশ বসে বসে আমাদের মার খেতে দেখল। সামান্য সাহায্য ও যদি করত তবে আমাদের হয়তো এত ছাত্র আহত হতেন না ।আমার হয়ত হাত ভাঙত না।
এই প্রতিবেদক শাহবাগ থানার সাব ইন্সপেক্টর খায়রুল বাশারের কাছে প্রশ্ন করলে তিনি বলেন - আমাদের সামনে ২০ থেকে ৩০ সেকেন্ড ছাত্ররা মারামারি করে তারপর আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।
এখন পর্যন্ত ২০১১ ব্যাচের ছাত্ররা থানায় মামলা করেন। এবং এক দফা এক দাবি নিয়ে ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেয়। তাদের দাবি আজিম , অনিক মুহুরি , সামিন, শাফায়েত , অন্তর , মেহেদি , শাওন পালিক এদের আজীবন বহিষ্কার না হওয়া পর্যন্ত তারা ক্লাসে অংশগ্রহনে করবে না এবং তাদের অহিংস প্রতিবাদ কর্মসূচী চালিয়ে যাবে।
প্রতিবেদক : সোবহান শুভ
( ০১৬১৬৫৬০৬১৮ )
**********************************************************
হামলার কিছু ছবিঃ
২| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:৪৭
মশিকুর বলেছেন:
আমাদের গর্ব করার বিষয় গুলো কেমন যেন নোনতা হয়ে যাচ্ছে। হামলাকারী জানে যে তার কিছুই হবেনা, তানাহলে এভাবে আক্রমন করতনা কখনই।
৩| ০২ রা মে, ২০১৩ দুপুর ২:৫৩
আিম এক যাযাবর বলেছেন: ২০১৩ সালের মে মাসে- ২০১১ ব্যাচের আনন্দময় পদচারিত প্রথম ক্লাস অর্থাৎ "এন্ট্রান্স ডে", ঠিক বিশ্বাস করতে পারলামনা, কেউ কি একটু বুঝিয়ে বলবেন, নাকি বহুত পুরান খবর।
©somewhere in net ltd.
১|
০২ রা মে, ২০১৩ দুপুর ১:১২
কাজী দিদার বলেছেন: নিন্দা যানানোর ভাষা নাই