নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি গোধূলি বেলার মেয়ে

শাহানাজ সুলতানা অধরা

গোধূলি বেলার মেয়ে

শাহানাজ সুলতানা অধরা › বিস্তারিত পোস্টঃ

যুগের কৃষ্ণ

১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:২৩



মেয়েটিকে দেখিনাই আমি
ওর গল্প শুনেছি অনেক, গল্প শুনতে শুনতে
মনে হলো সে আমার অতি চেনা প্রাণের স্বজন।
টানা টানা মায়া হরিণ চোখ, দীঘল কালো চুল,
উজ্জ্বল শ্যামলা গায়ের বরণ,
কপালের কালো টিপ করেছে আরো অপরুপা রুপসী,
ওকে আমি ঈর্শা করবো নাকি ভালোবাসবো
ঠিক বুঝে উঠতে পারছিনা।

আমার বাংলাদেশের মেয়েরা এতো মনোহরিণী,
এতো রুপের এতো ল্যাবণ্যের ঢেউ সারা অঙ্গে
বিশ্ব-ধরণী উন্মাতাল হয় সরলার প্রেমে
হৃদয়ের অতল গহ্বর থেকে প্রেমনির্জাস নিংড়িয়ে দেয়
বুক ফেটে যায়, মনোহরিণী বলতে পারেনা মনের কথা
গার্জিয়ান নামের মানুষগুলো তাদের সিদ্ধান্তের বোঝা
নির্বিকার চাপিয়ে দেয় কাঁধে।
একবুক হাহাকার নিয়ে পা পাড়ায় অজানা গন্তব্যে
কেউ বুঝে না কেউ শুনেনা, কেউ দেখেনা নীরব কান্না।

দেবতার পায়ে পূজা দেয় পূজারী,
যাকে একদিন বসিয়েছিলো মনোমন্দীরে মনিকোঠায়,
চাইলে সেই দিন হৃক্ত দেতার বুকে মাথা রেখে
খুঁজতে পারতো পৃথিবীর অমঘ সুখ,
কিন্তু সেদিন মেয়েটি ছিলো বাকহীন ভূমিকায়
সব ছেড়েছুড়ে ফের ফিরে আসেছে
প্রাণের দেবতার পায় দিতে অর্ঘ, কৃষ্ণ কি নেবে রাধার সে অর্ঘ!
যতই ফিরে আসুখ যুগের রাই, তবু এখন সে অন্যের
তার বিরহে নিদারুণ ভার বয়ে
পথ ভোলা পথিক একে একে কাটিয়ে দিয়েছে ঊনিশ বছর,
কৃষ্ণ আজ বুঝেও বুঝেনা রাইয়ের মনের ব্যকুল ব্যথা
আজ সব আছে তবু কেউ নেই কিছু নেই
কৃষ্ণের মনরঞ্জণে সে কখনও সাজে সাদা শাড়িতে অপসরী
কখনও লাল পরী হয়,
যুগের কৃষ্ণ বিষ দহনে জ্বলে পুড়ে ছাই হবে
তবু পণ যুগের রাইকে ............ করবে না গ্রহন।

.১২ ডিসেম্বর ২০১৭
সময় সকাল ৯.৫৫মি

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৫

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর!!!

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫০

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অশেষ ধন্যবাদ

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে+


শুভ ব্লগিং .....


লিখতে থাকুন...
শুভ কামনা রইল।

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:১৩

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অশেষ ধন্যবাদ সাথে থাকুন পাশে থাকুন বন্ধু হয়ে। নতুন তাই যদি না জেনে না বুঝে কোন ভুল করে ফেলি শুধরে দিবেন আশা করি বন্ধু।

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪১

তারেক_মাহমুদ বলেছেন: ভাল লেগেছে

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৫২

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: : অশেষ ধন্যবাদ সাথে থাকুন পাশে থাকুন বন্ধু হয়ে। নতুন তাই যদি না জেনে না বুঝে কোন ভুল করে ফেলি শুধরে দিবেন আশা কর বন্ধু।

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪০

লক্ষণ ভান্ডারী বলেছেন: প্রতিবাদ মুখর কবিতা।
কবির লেখনীতে প্রতিবাদের ভাষা।
সুন্দর উপস্থাপনা।
কবিতা পাঠে মুগ্ধ হলাম প্রিয়কবি।
আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভকামনা রইল সতত ও নিরন্তর।
জয়গুরু! জয়গুরু! জয়গুরু!

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৪

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: শুভ সন্ধ্যা, অনেক অনেক অনেক ধন্যবাদ । সাথে থাকুন পাশে থাকুন বন্ধু হয়ে। ভুল হলে কিজ গুনে ক্ষমা করবেন। এবং ভুলটি ধরিয়ে দিবেন শুধরে নিব।

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:৩০

বিদ্যুৎ বলেছেন: খুব চমৎকার কবিতা। শুভ কামনা রইল।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: শুভ সন্ধ্যা, অনেক অনেক অনেক ধন্যবাদ । সাথে থাকুন পাশে থাকুন বন্ধু হয়ে। ভুল হলে কিজ গুনে ক্ষমা করবেন। এবং ভুলটি ধরিয়ে দিবেন শুধরে নিব।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

ওমেরা বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা । শুভ ব্লগিং আপু।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৬

তারেক_মাহমুদ বলেছেন: মন্তব্যের ঠিক উপরে ডান সাইডে তিনটা বাটন আছে, প্রথম বাটনে ক্লিক করে মন্তব্য করুণ তাহলে মন্তব্যকারি নোটিফিকেশন পাবে, এভাবে উওর লিখলে মন্তব্য কারীর কাছে নোটিফিকেশন পৌছাবে না। আশাকরি বুঝতে পেরেছন।আমিও নতুন। শুভ ব্লগিং।

১৪ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: শুভ সন্ধ্যা, অনেক অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু। হ্যাঁ বুঝতে পেরেছি। সুন্দর পরামর্শের জন্য আবারলো ধন্যবাদ ।

১১| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৪

নূর-ই-হাফসা বলেছেন: আপু সুন্দর কবিতা । ভালো লাগা রইলো ।

১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৭

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ প্রিয় ,, সত্যি আজ বড় ভালো লাগছে সবাইকে নতুন করে পেয়।

১২| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫০

নূর-ই-হাফসা বলেছেন: ইনশাআল্লাহ সামনে আরো ভালো লাগবে আপনার । সত্যি কথা বলতে ব্লগিং করলে মন ভালো হয়ে যায় ।
সব ব্লগার এ আমার প্রিয় ।

১৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৫২

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: জানেন সেদিন বড় অসহায় ছিলাম । এখানে কেউ আমার বন্ধু ছিলো না। আর তাই নীরবে মাথা নত করে সকল অপবাদ মাথায় নিয়েছিলাম।

১৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৫

নূর-ই-হাফসা বলেছেন: আপনার আগে তাহলে আইডি ছিল । আপু কিসের অপবাদ । আমি আসলে কিছু কিছু জানি না ।

১৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৪৬

নূর-ই-হাফসা বলেছেন: সরি কিছুই হবে ।

১৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৮

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: ফেসবুক আইডিটা দিয়েন ওখানে বলবো।

১৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪১

নূর-ই-হাফসা বলেছেন: সিরিয়াস কিছু হয়েছিল ? আমার প্রোফাইল এ আমার সম্পূর্ণ নাম দেয়া আছে । ফেবুতে সার্চ দিলেই পাবেন ।

১৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৪

শাহানাজ সুলতানা অধরা বলেছেন: এটাই দেওয়া কি ? আর বাংলা না ইংরেজিতে নাম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.