![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ১৫ডিসেম্বর ২০১৭ ধ্রুপদী সাহিত্য–সাংস্কৃতিক একাডেমি’র ৩৮মত (বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান “ কবি ও কবিতা”)সাহিত্য আসর সংগঠনের সভাপতি শাহানাজ সুলতানা’র সভাপতিত্বে সন্ধ্যা ৫টায় অনুষ্ঠিত হয়| প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশননের প্রতিষ্ঠাতা মহাসচিব ‘ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ’। বিশেষ অতিথি ছিলেন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ‘দুলাল দেবনাথ’। আসরে আমন্ত্রিত অতিথি ছিলেন কবি কবি হালিম নজরুল ও শিল্পী মোঃ মফিজুল ইসলাম। আসর সঞ্চালনায় ছিলেন সু-সংগঠক কবি মোঃ জুবায়েদ হোসেন। আসরে কবিতা পাঠ করেন কবি ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ, কবি মনিরুজ্জামান লাভলু, কবি শিরিন আফরোজ রানী, কবি ইকবাল হোসেন কবি মোঃ মফিজুল ইসলাম, কবি হালিম নজরুল, কবি জুবায়েদ হোসেন, ও কবি শাহানাজ সুলতানা। আসরে আবৃত্তি পরিবেশ করে শিশু শিল্পী আরিফ হাসনাত ইমন ,মারিয়া আফরিন, শেখ অনিরুদ্ধ জামান ও নিশু। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী এস আর পলাশ, অর্নি জামান ও শিল্পী মোঃ মফিজুল ইসলাম।
©somewhere in net ltd.