![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীত আমজে এলো পৌষ
পিঠা খাওয়া ধুম
রাত দুপুরেও দুটি চোখে
নাই যে কোন ঘুম।
খেজুর রসের পায়েস হবে
খাবো আয়েশ করে,
চিড়ে মুড়ি নেবো আমি
কোরচ ভরে ভরে।
১৭/১২/২০১৭
স্থান জেলা পরিষদ কার্যালয় খুলনা
সময় বেলা ৩.২৩
১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৩
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: যে রাঁধে সে চুল ও বাঁধে বন্ধু। পায়েস খাওয়ার আমন্ত্রন রইলো।
২| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪২
অলিউর রহমান খান বলেছেন: কবিতাটি সুন্দর হয়েছে এবং আপনার পায়েস দেখে জিবে জল চলে এল।
শুভেচ্ছা নিবেন।
ধন্যবাদ।
১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:২৮
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা চলে আসেন পায়েস খেতে ।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪০
লক্ষণ ভান্ডারী বলেছেন: নলেন গুড়ের সন্দেশ আর খেজুর গুড়ের পায়েস।
শীতের সকালের একমাত্র সুখাদ্য উপাদেয়।
ছন্দময় কবিতা পাঠে বিমুগ্ধ ও বিমোহিত।
শুভকামনা রইল নিরন্তর ও প্রতিনিয়ত।
জয়গুরু!জয়গুরু!জয়গুরু!
২৭ শে ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪২
শাহানাজ সুলতানা অধরা বলেছেন: অশেষ ধন্যবাদ দাদা আজ মনে হচ্ছে আমি আর একা নই।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: পায়েসটা তো সুস্বাদু মনে হচ্ছে!