নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ব্লগে অন্যান্য অনেকের মত সুন্দর কিছু বা ভালো কিছু হয়তো লিখতে পারবোনা । কারন, আমি লেখালেখি করিনা । বা কোন সময় ই এটা আমার অভ্যাসে ছিলোনা । তবে মাঝে মাঝে আমার কিছু কথা বা মতামত,কোন কিছু নিয়ে লেখা,বা কাল্পনিক কিছু লেখা লিখবো।ইচ্ছে হলে পড়ে দেখবেন।

সুমি৭১৫৭

আমার ব্লগে আপনাকে স্বাগতম।আমি খুব সাধারন একজন মানুষ।আমি কে?আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে?আমি কি করছি?আমার মূলত কি করা উচিত?আমি আবার কোথায় ফিরে যাবো?এই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে ব্যস্ত আছি ।

সুমি৭১৫৭ › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে মেয়েদের ছবি

২৬ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৬

ফেসবুকে অনেক কেই দেখি ,ছোট/বড় বোন,আন্টি,মেয়ে কাজিন , গার্ল ফ্রেন্ড এর ছবি পোস্ট করে । আবার অনেক ক্যাপশনে লিখে দেয় এটা আমার অমুক । বা অনেকে দেয়না । অনেকে আবার নিজে সহ সেলফি তুলে বা নিজে সহ একসাথে ছবি তুলে পোস্ট করে । আবার অনেকে মেয়ে ক্লাস মেটদের সাথে ছবি তুলেও দেয়।
আবার কিছু অতি আগ্রহীএমন ই কারো ছবি পোস্ট করে এবং আগ্রহ ভরা আশা নিয়ে ক্যাপশন ও দিয়ে দেয় কেমন লাগছে আমাদের । বা এটা আমার অমুক । কেমন লাগছে ?
‪#‎এই‬ ছবি গুলো দেখে আবার কিছু কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ আজে বাজে কমেন্ট করছে । এই কমেন্ট গুলোই আবার অনেক পোস্ট দাতা পড়ছে । কিন্তু কি বলবে , কিছু যে বলার নেই তার ।
‪#‎বেশীদিন‬ আগের কথা নয় , ক্রিকেটার নাসির ,তার ফেসবুক পেজে নিজে সহ বোনের ছবি পোস্ট করেছিল । সেখানে কি ধরনের কমেন্ট করা হয়েছিলো বা নাসির কি ধরনের কমেন্ট ফেস করতে হয়েছে । তা জানার বাকী হয়তো কারো নেই । সবাই ই কম বেশী জানে । যার কারনে নাসির তার ফেসবুক পেজ হাইড করে রেখেছিলো । সাথে এর প্রতিবাদ জানাতে মাশরাফি ও হাইড করে দিয়েছিলো ।
‪#‎তাই‬ যে ভাইয়া/আপুরা এরকম ছবি পোস্ট করেন । তারা একটু সাবধান হোন । একটু সতর্ক থাকুন এই ব্যাপার গুলোতে । আর যেসব বিকৃত মস্তিষ্কের মানুষ গুলো আজে বাজে কমেন্ট করেন । তারা ও একটু ভালো হোন । নিজের মন টাকে পরিষ্কার করুন । আপনার ও মা-বোন আছে । আপনি কারো সাথে খারাপ ব্যবহার করেন তো , হয়তো অন্য পাশে আপনার মা-বোনের সাথেও অন্য কেউ খারাপ ব্যবহার করছে ।
‪#‎আমি‬ নির্দিষ্ট কাউকে উল্লেখ করে লিখিনি । যারা এমন করে শুধু তাদের জন্যই লিখেছি । অন্য কেউ রাগ করবেন না ।আমি শুধু সবাইকে সচেতন করার উদ্দেশ্যে লিখেছি । কাউকে কষ্ট দেওয়ার জন্য নয় ।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.