![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম।আমি খুব সাধারন একজন মানুষ।আমি কে?আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে?আমি কি করছি?আমার মূলত কি করা উচিত?আমি আবার কোথায় ফিরে যাবো?এই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে ব্যস্ত আছি ।
নদীর গভীরতা যত কম হয়,স্রোত তত তীব্র গতীতে যায় । আর যখন নদী গভীর হয়, তখন স্রোতের তীব্রতা ও কমে যায় ।
#কোন সম্পর্কের যখন শুরু হয় তখন তার সময়টা হয় কম , কিন্তু তাদের আবেগ,উচ্ছাস হয় অগভীর নদীর তীব্র গতির মত । এ সম্পর্ক গভীর না হলেও ,এর প্রবাহটা খুব ই মধুর হয় । সব কিছুই যেন বেশি বেশি না হলে হয়না । কিন্তু সময় যখন বেড়ে চলে , সম্পর্কটা গভীর হয় । কিন্তু আগের সেই তীব্রতা আর থাকেনা । সম্পর্কটা গভীর হলেও তাদের মধ্যের আগের সেই আবেগ , উচ্ছাস টা আর থাকেনা । সম্পর্কটা হয়ে যায় , কেমন যেন একটু দায় সারা ঘোচের । আর যে গভীরতা, তা হয়ে যায় সম্পর্কের দায়িত্ব আর শেকলে বাঁধা । যা চাইলে ও ছিন্ন করা অনেক সময় কঠিন হয়ে যায় । আর তাই, এ থেকে মুক্তি পাওয়া যায়না । আঁকড়ে ধরে সারাটা জীবন বেঁচে থাকতে হয় ।
#হয়তো এটাই জীবন । এটাই জীবনের সম্পর্ক গুলোর ধারাবাহিকতা ।
©somewhere in net ltd.