নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ব্লগে অন্যান্য অনেকের মত সুন্দর কিছু বা ভালো কিছু হয়তো লিখতে পারবোনা । কারন, আমি লেখালেখি করিনা । বা কোন সময় ই এটা আমার অভ্যাসে ছিলোনা । তবে মাঝে মাঝে আমার কিছু কথা বা মতামত,কোন কিছু নিয়ে লেখা,বা কাল্পনিক কিছু লেখা লিখবো।ইচ্ছে হলে পড়ে দেখবেন।

সুমি৭১৫৭

আমার ব্লগে আপনাকে স্বাগতম।আমি খুব সাধারন একজন মানুষ।আমি কে?আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে?আমি কি করছি?আমার মূলত কি করা উচিত?আমি আবার কোথায় ফিরে যাবো?এই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে ব্যস্ত আছি ।

সুমি৭১৫৭ › বিস্তারিত পোস্টঃ

তোমাকে চাই মনের মত

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৩১

আমি তোমাকে বৃষ্টির মত চাইনা, যে তুমি ভালবাসার
স্পর্শে খানিকক্ষণ ভিজিয়ে চলে যাবে,
চাই তোমাকে বাতাসের মত, যে তুমি সারাটিখন আমার
চারপাশ জুড়ে থাকবে।

আমি তোমাকে জোছনার মত চাইনা, যে তুমি হঠাৎ করে
আসবে আবার হারিয়ে যাবে,
চাই তোমাকে তাঁরার মত, যে তুমি সারাটিরাত আমার
বুকে ভালবাসার জ্বলন্ত ফুল হয়ে চুপটি করে ঘুমিয়ে
থাকবে।

আমি তোমাকে চাঁদের মত চাইনা যে তুমি সবসময় চুপটি
করে থাকবে,
চাই তোমাকে সূর্যের মত, যে তুমি প্রভাত হলে মিষ্টি
হেসে ভালবাসার উষ্ণ পরশে আমার ঘুম ভাঙাবে, আবার
কখনো দুপুরের রাগি সূর্যের মত কারণে অকারণে রাগ
করে লাল হয়ে যাবে, আবার কখনো বা বিকেলের
ক্লান্ত সূর্যের মত আমার ভালবাসার আকাশকে রাঙিয়ে
অস্ত যাবে।

আমি তোমাকে রংধনুর মত চাইনা, যে তুমি কিছুক্ষণ
আনন্দ দিয়ে মুছে যাবে।
চাই তোমাকে নীল আকাশের মত, যে তুমি আমার হাসি-
কান্নায়, রাগে-অভিমানে, সর্বত্র বিরাজমান থাকবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৫ রাত ৯:৫৫

স ম আল মাহমুদ বলেছেন: ভাল লাগলো

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ১০:২৪

সুমি৭১৫৭ বলেছেন: ধন্যবাদ মন্তব্য প্রকাশের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.