![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম।আমি খুব সাধারন একজন মানুষ।আমি কে?আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে?আমি কি করছি?আমার মূলত কি করা উচিত?আমি আবার কোথায় ফিরে যাবো?এই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে ব্যস্ত আছি ।
মাথাপিছু ঋণ ১৩ হাজার ১৬০ টাকা : সংসদে অর্থমন্ত্রী
আমরা এমন দেশের নাগরিক , যেই দেশে আজ এই মুহূর্তে ও যেই নবাগত সন্তান টি জন্মগ্রহন করলো তার কাঁধে ও ঋন রয়েছে ১৩ হাজার টাকার ও বেশী ।
আমরা কত ভাগ্যবান , দেশ এগিয়ে যাচ্ছে । আমাদের দেশ নাকি মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে । আমাদের দেশ নাকি ডিজিটাল বাংলাদেশ । যেই দেশে সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তা পানিতে তলিয়ে যায় । দেশের রাজধানী ঢাকা এবং প্রধান বানিজ্যিক শহর চট্টগ্রামেই যদি এই অবস্থা হয় । তাহলে সারা দেশে কি অবস্থা হবে আমার জানা নেই ।
খুব জানতে ইচ্ছে করছে , এখন কোথায় সেই নগর পিতারা । যারা নির্বাচনের আগে বড় বড় বুলি ছেড়েছেন । মেয়র হলে শহরের চেহারা পালটে দিবেন । শহর সম্পূর্ণ ডিজিটাল করে দিবেন । কোন যানযট থাকবেনা ইত্যাদি ইত্যাদি ।
হ্যাঁ , চেহারা পাল্টেছেন । একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু থেকে মাঝা পর্যন্ত পানি দিয়েছেন ।
শহর ডিজিটাল করেছেন । একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটা বন্ধ করে গাড়ীতে বা কোন কোন যায়গায় নৌকায় ও বের হতে হয়েছে বাসা থেকে।
যানযট নেই । রাস্তায় তো হাঁটা ই যায়না । আর গাড়ী/ যানযট আসবে কোথায় থেকে ।
অনাগত শিশুটি/নবাগত শিশুটি/ফুটপাতের বাসিন্দা/রাস্তার টোকাই/রিক্সা চালক / পাগল/ যে দুবেলা দু মুঠো ভাত খেতেই পায়না । তার কাঁধেও ১৩১৬০ টাকা ঋন ।
আপনাদের দূর্নীতির ভার আর কত সইবে জনগন ???আর কত জনগনের ঘাড়ে দূর্নীতির দায়ভার চাপাবেন ???
©somewhere in net ltd.