নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ব্লগে অন্যান্য অনেকের মত সুন্দর কিছু বা ভালো কিছু হয়তো লিখতে পারবোনা । কারন, আমি লেখালেখি করিনা । বা কোন সময় ই এটা আমার অভ্যাসে ছিলোনা । তবে মাঝে মাঝে আমার কিছু কথা বা মতামত,কোন কিছু নিয়ে লেখা,বা কাল্পনিক কিছু লেখা লিখবো।ইচ্ছে হলে পড়ে দেখবেন।

সুমি৭১৫৭

আমার ব্লগে আপনাকে স্বাগতম।আমি খুব সাধারন একজন মানুষ।আমি কে?আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে?আমি কি করছি?আমার মূলত কি করা উচিত?আমি আবার কোথায় ফিরে যাবো?এই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে ব্যস্ত আছি ।

সুমি৭১৫৭ › বিস্তারিত পোস্টঃ

অনাগত শিশুর কাঁধেও ১৩,১৬০ টাকা ঋন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৫

মাথাপিছু ঋণ ১৩ হাজার ১৬০ টাকা : সংসদে অর্থমন্ত্রী

আমরা এমন দেশের নাগরিক , যেই দেশে আজ এই মুহূর্তে ও যেই নবাগত সন্তান টি জন্মগ্রহন করলো তার কাঁধে ও ঋন রয়েছে ১৩ হাজার টাকার ও বেশী ।
আমরা কত ভাগ্যবান , দেশ এগিয়ে যাচ্ছে । আমাদের দেশ নাকি মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে । আমাদের দেশ নাকি ডিজিটাল বাংলাদেশ । যেই দেশে সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তা পানিতে তলিয়ে যায় । দেশের রাজধানী ঢাকা এবং প্রধান বানিজ্যিক শহর চট্টগ্রামেই যদি এই অবস্থা হয় । তাহলে সারা দেশে কি অবস্থা হবে আমার জানা নেই ।
খুব জানতে ইচ্ছে করছে , এখন কোথায় সেই নগর পিতারা । যারা নির্বাচনের আগে বড় বড় বুলি ছেড়েছেন । মেয়র হলে শহরের চেহারা পালটে দিবেন । শহর সম্পূর্ণ ডিজিটাল করে দিবেন । কোন যানযট থাকবেনা ইত্যাদি ইত্যাদি ।
হ্যাঁ , চেহারা পাল্টেছেন । একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটু থেকে মাঝা পর্যন্ত পানি দিয়েছেন ।
শহর ডিজিটাল করেছেন । একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটা বন্ধ করে গাড়ীতে বা কোন কোন যায়গায় নৌকায় ও বের হতে হয়েছে বাসা থেকে।
যানযট নেই । রাস্তায় তো হাঁটা ই যায়না । আর গাড়ী/ যানযট আসবে কোথায় থেকে ।

অনাগত শিশুটি/নবাগত শিশুটি/ফুটপাতের বাসিন্দা/রাস্তার টোকাই/রিক্সা চালক / পাগল/ যে দুবেলা দু মুঠো ভাত খেতেই পায়না । তার কাঁধেও ১৩১৬০ টাকা ঋন ।
আপনাদের দূর্নীতির ভার আর কত সইবে জনগন ???আর কত জনগনের ঘাড়ে দূর্নীতির দায়ভার চাপাবেন ???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.