![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম।আমি খুব সাধারন একজন মানুষ।আমি কে?আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে?আমি কি করছি?আমার মূলত কি করা উচিত?আমি আবার কোথায় ফিরে যাবো?এই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে ব্যস্ত আছি ।
আমার সৌভাগ্য নাকি দুর্ভাগ্য জানিনা । আমি ভার্সিটি লেভেলে যেতে পারিনি । ইন্টারের পরই শিক্ষাজীবনের সমাপ্তি টানতে হয়েছে । এখন আমি স্টুডেন্ট না । তারপর ও আগে তো ছিলাম ।
এখন কোন শিক্ষার্থীদের উপর সরকারী বাহিনীর আক্রমন/নির্যাতন কেন যেন খুব খারাপ লাগে । আজ অনেক গুলো অনলাইন নিউজে দেখলাম এবং ফেসবুকে দেখলাম প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট দের উপর লাঠিচার্জ করা হয়েছে । এমন কি গুলিও বর্ষন করা হয়েছে ।
ভাবতে অবাক লাগে , আমরা কোন দেশে বসবাস করি । যেই দেশে মৌলিক অধিকার গুলোর উপর ও ভ্যাট প্রযোজ্য করা হয় । শিক্ষা তো আমাদের মৌলিক অধিকার । শিক্ষার উপর ভ্যাট কেন ???
আগের যুগে নাকি উপমহাদেশে ধর্মগ্রন্থ পড়ার অনুমতি থাকতো শুধু ধর্মযাজক দের । অন্য কেউ এটা পড়ার অনুমতি পেতোনা । মুসলিম রা ক্ষমতা দখল করার পর মুসলমান দের ধর্মগ্রন্থ সবাইকে পড়ার জন্য অনুমতি নয় , আহবান জানানো হয়েছে ।
বর্তমান সরকার কি আবারো সেই পুরোনো যুগে ফিরে যাবেন ??? যেখানে শুধু বড়লোক বাবার সন্তান রা ই পড়বে । আর মধ্যবিত্ত/গরীব ঘরের ছেলে-মেয়েরা পড়া বন্ধ করে দিতে হবে । অধিকাংশ শিক্ষার্থীর মেধা কম থাকার কারনে বা পাবলিকে ঘুষ দিয়ে ভর্তি না হতে পারার কারনে অনেকেই প্রাইভেটে পড়ালেখা করতে হয় । সেই শিক্ষা কি আপনারা বন্ধ করে দিতে চান ???
#জানি , আমার কথা উর্ধতন কোন কর্মকর্তার কানেই যাবেনা । তারপর্ ও সরকারের প্রতি আহবান জানাই , শিক্ষার উপর ভ্যাট আরোপ করবেন না । লাখ লাখ জীবন নষ্ট করে দিবেন না । একজন এর উপর নির্ভর করে বেঁচে থাকতে হবে একটা পরিবার । লাখো পরিবার ধংস করে দিবেন না ।
#পাবলিক ভার্সিটির ভাইয়া/আপুদের দৃষ্টি আকর্ষন করছি । আপনারা পাবলিকে চান্স পেয়েছেন বলে ভাববেন না যে , আপনার ই ছোট ভাই/বোন ও চান্স পাবে । হয়তো সে পড়তে হবে এমনই প্রাইভেট ভার্সিটিতে । আপনার বাবাও দিতে হবে ভ্যাট এর অতিরিক্ত টাকা । আপনারা ও প্রাইভেট ভার্সিটির ভাই/বোন দের সাথে আন্দোলনে যোগ দেন । ওদের কে সাহস দেন, ওদের কে এগিয়ে যেতে সাহায্য করুন । সামনে না যান , অন্তত পেছনে হলেও দাঁড়ান ।
#অভিবাবক দের বলছি , আপনার সন্তান/ভাই/বোন প্রাইভেটে ভর্তি করানো লাগতে পারে , তখন কিন্তু আপনিও দিতে হবে ভ্যাট এর এই অতিরিক্ত টাকা । তাই, আপনারা ও শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করুন । ওদের কে আন্দোলনে সহযোগীতা করুন । সরকারের দৃষ্টি আকর্ষন করুন,অবৈধ ভ্যাট বন্ধ করার জন্য ।
#সর্বোপরি , সবার কাছে অনুরোধ রইলো , সবাই প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলনের সাথে শরিক হোন , ওদের সহযোগীতা করুন ।
এই দাবী শুধু ওদের না । আপনার আমার সকলের ।
সবাই একসাথে আন্দোলন করলে সরকার ভ্যাট বাতিল করতে বাধ্য হবে ।
©somewhere in net ltd.