নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ব্লগে অন্যান্য অনেকের মত সুন্দর কিছু বা ভালো কিছু হয়তো লিখতে পারবোনা । কারন, আমি লেখালেখি করিনা । বা কোন সময় ই এটা আমার অভ্যাসে ছিলোনা । তবে মাঝে মাঝে আমার কিছু কথা বা মতামত,কোন কিছু নিয়ে লেখা,বা কাল্পনিক কিছু লেখা লিখবো।ইচ্ছে হলে পড়ে দেখবেন।

সুমি৭১৫৭

আমার ব্লগে আপনাকে স্বাগতম।আমি খুব সাধারন একজন মানুষ।আমি কে?আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে?আমি কি করছি?আমার মূলত কি করা উচিত?আমি আবার কোথায় ফিরে যাবো?এই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে ব্যস্ত আছি ।

সুমি৭১৫৭ › বিস্তারিত পোস্টঃ

শিক্ষা আমাদের মৌলিক অধিকার , শিক্ষায় ভ্যাট বাতিল করুন ।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০২

আমার সৌভাগ্য নাকি দুর্ভাগ্য জানিনা । আমি ভার্সিটি লেভেলে যেতে পারিনি । ইন্টারের পরই শিক্ষাজীবনের সমাপ্তি টানতে হয়েছে । এখন আমি স্টুডেন্ট না । তারপর ও আগে তো ছিলাম ।
এখন কোন শিক্ষার্থীদের উপর সরকারী বাহিনীর আক্রমন/নির্যাতন কেন যেন খুব খারাপ লাগে । আজ অনেক গুলো অনলাইন নিউজে দেখলাম এবং ফেসবুকে দেখলাম প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট দের উপর লাঠিচার্জ করা হয়েছে । এমন কি গুলিও বর্ষন করা হয়েছে ।
ভাবতে অবাক লাগে , আমরা কোন দেশে বসবাস করি । যেই দেশে মৌলিক অধিকার গুলোর উপর ও ভ্যাট প্রযোজ্য করা হয় । শিক্ষা তো আমাদের মৌলিক অধিকার । শিক্ষার উপর ভ্যাট কেন ???
আগের যুগে নাকি উপমহাদেশে ধর্মগ্রন্থ পড়ার অনুমতি থাকতো শুধু ধর্মযাজক দের । অন্য কেউ এটা পড়ার অনুমতি পেতোনা । মুসলিম রা ক্ষমতা দখল করার পর মুসলমান দের ধর্মগ্রন্থ সবাইকে পড়ার জন্য অনুমতি নয় , আহবান জানানো হয়েছে ।

বর্তমান সরকার কি আবারো সেই পুরোনো যুগে ফিরে যাবেন ??? যেখানে শুধু বড়লোক বাবার সন্তান রা ই পড়বে । আর মধ্যবিত্ত/গরীব ঘরের ছেলে-মেয়েরা পড়া বন্ধ করে দিতে হবে । অধিকাংশ শিক্ষার্থীর মেধা কম থাকার কারনে বা পাবলিকে ঘুষ দিয়ে ভর্তি না হতে পারার কারনে অনেকেই প্রাইভেটে পড়ালেখা করতে হয় । সেই শিক্ষা কি আপনারা বন্ধ করে দিতে চান ???
#জানি , আমার কথা উর্ধতন কোন কর্মকর্তার কানেই যাবেনা । তারপর্ ও সরকারের প্রতি আহবান জানাই , শিক্ষার উপর ভ্যাট আরোপ করবেন না । লাখ লাখ জীবন নষ্ট করে দিবেন না । একজন এর উপর নির্ভর করে বেঁচে থাকতে হবে একটা পরিবার । লাখো পরিবার ধংস করে দিবেন না ।

#পাবলিক ভার্সিটির ভাইয়া/আপুদের দৃষ্টি আকর্ষন করছি । আপনারা পাবলিকে চান্স পেয়েছেন বলে ভাববেন না যে , আপনার ই ছোট ভাই/বোন ও চান্স পাবে । হয়তো সে পড়তে হবে এমনই প্রাইভেট ভার্সিটিতে । আপনার বাবাও দিতে হবে ভ্যাট এর অতিরিক্ত টাকা । আপনারা ও প্রাইভেট ভার্সিটির ভাই/বোন দের সাথে আন্দোলনে যোগ দেন । ওদের কে সাহস দেন, ওদের কে এগিয়ে যেতে সাহায্য করুন । সামনে না যান , অন্তত পেছনে হলেও দাঁড়ান ।
#অভিবাবক দের বলছি , আপনার সন্তান/ভাই/বোন প্রাইভেটে ভর্তি করানো লাগতে পারে , তখন কিন্তু আপনিও দিতে হবে ভ্যাট এর এই অতিরিক্ত টাকা । তাই, আপনারা ও শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করুন । ওদের কে আন্দোলনে সহযোগীতা করুন । সরকারের দৃষ্টি আকর্ষন করুন,অবৈধ ভ্যাট বন্ধ করার জন্য ।

#সর্বোপরি , সবার কাছে অনুরোধ রইলো , সবাই প্রাইভেট ভার্সিটির শিক্ষার্থীদের আন্দোলনের সাথে শরিক হোন , ওদের সহযোগীতা করুন ।
এই দাবী শুধু ওদের না । আপনার আমার সকলের ।
সবাই একসাথে আন্দোলন করলে সরকার ভ্যাট বাতিল করতে বাধ্য হবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.