![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম।আমি খুব সাধারন একজন মানুষ।আমি কে?আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে?আমি কি করছি?আমার মূলত কি করা উচিত?আমি আবার কোথায় ফিরে যাবো?এই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে ব্যস্ত আছি ।
বর্তমান শিক্ষা ব্যবস্থায় যোগ হয়েছে নতুন এক আতংক , তা হলো ভ্যাট । বিশ্বের কোন দেশে শিক্ষা ক্ষেত্রে ভ্যাট আছে কিনা জানা নেই । সকল দেশ ই চায় তার দেশ শিক্ষায় উন্নত হোক । দেশ শিক্ষার আলোয় আলোকিত হোক । শিক্ষা খাতে দেওয়া হয় অনেক বরাদ্ধ । এবার সেটা যেকোন শিক্ষা ই হোক ।
আর আমাদের দেশে , সরকার মুখে বলে দেশকে এগিয়ে নিয়ে যাবে , কিন্তু মুলত দেশকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে । এ যেন গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালার মত । সরকারী প্রতিষ্ঠান গুলো ছাড়া বেসরকারী প্রতিষ্ঠান গুলোতে দেওয়া হয়না কোন সরকারী বরাদ্ধ , তাই এখানে এমনিতেই খরচ অনেক বেশী , তার উপর আবার ভ্যাট এর বোঝা চাপিয়ে দিয়েছে সরকার । তাহলে সাধারন শিক্ষার্থীরা করবে কি ??? আপনি কাকে দিয়ে দূর্নীতি মুক্ত দেশ গড়বেন ??? যেই ছাত্র টি পড়ালেখা করার সময় সাড়ে ৭% ভ্যাট দিয়ে পড়ালেখা করেছে সে কি দূর্নীতি করা ছাড়া আপনার প্রতিষ্ঠানে ফ্রি কাজ করবে ??? আপনি তো ওর কাছ থেকে মুল টাকা নেন নি । বারতি টাকা নিয়েছেন । তাহলে সে ও বাড়তি টাকার জন্য বসে থাকাটাই স্বাভাবিক ।
আগে বাবা-মায়ের ইচ্ছা থাকতো ছেলে-মেয়েকে পড়ালেখা করিয়ে শিক্ষিত করবে । আর এখন ভ্যাট যোগ হওয়ার পর অনেকের ধারনা ই পরিবর্তন হয়ে যাচ্ছে । এতো টাকা খরচ করে পড়ানোর চেয়ে না পড়ানোই ভালো । ছেলে টাকে পাঠিয়ে দিচ্ছে বিদেশে । কারন বলা তো যায়না , কবে আবার বিদেশ যেতে হলেও যত টাকা লাগবে তত টাকার উপর ১০/২০% ভ্যাট বসিয়ে না দেয় তার কোন ঠিক নেই ।
আবার অনেকে মেয়েটার বিয়ে দেওয়ার কথা ভাবছে । কারন ওনাদের মনে শংকা , কখন আবার বিয়ের উপর ও ভ্যাট বসিয়ে দেয় ।
এখন জনমনে আতংক , কখন যে কিসের উপর আবার ভ্যাট বসিয়ে দেয় , কোনটা করতে গিয়ে কোনটা করি ।
আজ একটা অনলাইন নিউজে দেখলাম, কম্পিউটার কেনার উপর ও নাকি ৪% ভ্যাট প্রযোজ্য ।
বিঃদ্রঃ ডিজিটাল বাংলাদেশ গড়তে কিন্তু কম্পিউটারের ভূমিকা অপরিশিম ।
©somewhere in net ltd.