![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্লগে আপনাকে স্বাগতম।আমি খুব সাধারন একজন মানুষ।আমি কে?আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে?আমি কি করছি?আমার মূলত কি করা উচিত?আমি আবার কোথায় ফিরে যাবো?এই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে ব্যস্ত আছি ।
জীবন বয়ে যাচ্ছে নদীর স্রোতের মত । যা চাইলে ও কেউ কিছুক্ষনের জন্য থামাতে পারবেনা ।
নিজ গতিতেই বয়ে চলছে ।
নদীর স্রোত যেমন নিজ গতিতে ভাসিয়ে নিয়ে যায় অনেক কিছু , কিন্তু নিচে জমা পরে যায় ভারী কিছু বস্তু ।
যা স্রোত চাইলেও ভাসিয়ে নিয়ে যেতে পারেনা ।
তেমনি , জীবন ওনিজ গতিতে চলে যাচ্ছে ,ভাসিয়ে নিয়ে যাচ্ছে অনেক অনেক স্মৃতি ।
কিন্তু জীবনের পাতায় জমা রয়ে যায় কিছু স্মৃতি । যা চাইলে ও জীবন থেকে মুচে পেলা সম্ভব হয়না ।
তবে সেই জমে থাকা স্মৃতি গুলো অধিকাংশই হয় দুঃখের ।
আমার মনে হয় , সুখের স্মৃতি গুলোর চেয়ে দুঃখের স্মৃতি গুলো অনেক ভারী হয় ।
তাই জীবনের স্রোতে দুঃখের স্মৃতি গুলো ভেসে যায়না ।
©somewhere in net ltd.