নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার ব্লগে অন্যান্য অনেকের মত সুন্দর কিছু বা ভালো কিছু হয়তো লিখতে পারবোনা । কারন, আমি লেখালেখি করিনা । বা কোন সময় ই এটা আমার অভ্যাসে ছিলোনা । তবে মাঝে মাঝে আমার কিছু কথা বা মতামত,কোন কিছু নিয়ে লেখা,বা কাল্পনিক কিছু লেখা লিখবো।ইচ্ছে হলে পড়ে দেখবেন।

সুমি৭১৫৭

আমার ব্লগে আপনাকে স্বাগতম।আমি খুব সাধারন একজন মানুষ।আমি কে?আমাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে?আমি কি করছি?আমার মূলত কি করা উচিত?আমি আবার কোথায় ফিরে যাবো?এই প্রশ্ন গুলোর উত্তর নিয়ে ব্যস্ত আছি ।

সুমি৭১৫৭ › বিস্তারিত পোস্টঃ

জীবনের সাথে স্রোতের সাদৃশ্য

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১১

জীবন বয়ে যাচ্ছে নদীর স্রোতের মত । যা চাইলে ও কেউ কিছুক্ষনের জন্য থামাতে পারবেনা ।
নিজ গতিতেই বয়ে চলছে ।
নদীর স্রোত যেমন নিজ গতিতে ভাসিয়ে নিয়ে যায় অনেক কিছু , কিন্তু নিচে জমা পরে যায় ভারী কিছু বস্তু ।
যা স্রোত চাইলেও ভাসিয়ে নিয়ে যেতে পারেনা ।
তেমনি , জীবন ওনিজ গতিতে চলে যাচ্ছে ,ভাসিয়ে নিয়ে যাচ্ছে অনেক অনেক স্মৃতি ।
কিন্তু জীবনের পাতায় জমা রয়ে যায় কিছু স্মৃতি । যা চাইলে ও জীবন থেকে মুচে পেলা সম্ভব হয়না ।
তবে সেই জমে থাকা স্মৃতি গুলো অধিকাংশই হয় দুঃখের ।
‪‎আমার‬ মনে হয় , সুখের স্মৃতি গুলোর চেয়ে দুঃখের স্মৃতি গুলো অনেক ভারী হয় ।
তাই জীবনের স্রোতে দুঃখের স্মৃতি গুলো ভেসে যায়না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.