![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অভদ্র; কারন.......................................... ভদ্রতার মুখোশ কেনার টাকা আমার নেই!
ঘরের খোঁজে ঘর বানাইলাম
ঘরের মানুষ নাই,
ঘর ছাড়িয়া বাউল হইলাম
একতারা মোর সহায়।।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৫৪
কবি হাফেজ আহমেদ বলেছেন: ছবিতে শরতের কাশফুল বেশি ভালো লেগেছে। ছবিটি হৃদয় কেড়ে নিয়েছে।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৯
মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: শরৎ এসেছে বলেই কাশফুল এতো সুন্দর লাগছে...
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:০৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: ছবিটি একটি শরৎকাল।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
@কবি হাফেজ আহমেদ ,
কবি যদি শুধু ছবি ছবি করে, লেখার দাম রইলো কোথায়?
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৩৬
মুহাম্মদ সুমন মাহমুদ বলেছেন: কবি তো ছবির প্রেমে পড়বেই, ছবি যদি হয় নজরকাড়া প্রকৃতির।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৪১
কবি হাফেজ আহমেদ বলেছেন: লেখা নিয়ে আপনি যা বলেছেন সেটাই যথেষ্ট। আপনার প্রথম মন্তব্যটি পড়ে আমি স্তব্ধ হয়েছি। কারণ আপনার মন্তব্যটির সাথে আমিও যে শতভাগ সহমত ছিলাম, আছি ।
ছবিতে শরতের সাদা মেঘ
শরতের পাকা তাল
শরতের কাশফুল
শরতের মৃদু হাওয়া, প্রকৃতি।
সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে ছবিটিই যেনো একটি শরতের কবিতা।
প্রিয় @চাঁদগাজী
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫২
কবি হাফেজ আহমেদ বলেছেন: তবে ভুলে গেলে চলবেনা যে এ দারিদ্র্যতাই কবি নজরুলকে মহান করেছে। কারণ তিনি চেষ্টা ও সাধনা করেছেন। জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো। কর্মই মানুষকে মহান করে তোলে। বাউল হতে বাউল সম্রাটে পরিনত করে।
৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:১৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: কল্পিত ঘরের মানুষ বাস্তবে পরের ঘরে চলে গেলে যা হয় আর কি!
ছবিটা সত্যিই মনকাড়া!
৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১২:২০
চাঁদগাজী বলেছেন:
লেখক বলেছেন, " কবি তো ছবির প্রেমে পড়বেই, ছবি যদি হয় নজরকাড়া প্রকৃতির। "
-তা'হলে ছবিই দিয়েন, কষ্ট করে পদ্য লেখার দরকার কি?
৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: হে হে হে, ছবিটা খুবই চমৎকার
১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৩
জগতারন বলেছেন:
ব্লগার চাঁদগাজী-এর সাথে ১০০% ভাগ সহমত।
কবি হাফেজ আহমেদ-এর প্রথম ও ২য় মন্তব্য খুঊবই আবেনময়।
সবার প্রতি আজ সকালের সুভেচ্ছা।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১৫
জগতারন বলেছেন:
ব্লগার চাঁদগাজী-এর সাথে ১০০% ভাগ সহমত। =
ব্লগার চাঁদগাজী-এর ১ম মন্তব্যের সাথে ১০০% ভাগ সহমত।
বলতে চেয়েছিলাম।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩৩
চাঁদগাজী বলেছেন:
দারিদ্রতা মানুকে আউল, বাউল, ঝাউল বানায়েছে; এগুলো দু:খের কাহিনী, জাতির অক্ষমতার কাহিনী