![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অভদ্র; কারন.......................................... ভদ্রতার মুখোশ কেনার টাকা আমার নেই!
দেশ জুড়ে এখন তুমুল আলোচনার বিষয় ঢাকার ক্যাসিনো (Casino)। আজ সকালে একজন আমাকে জিজ্ঞেস করলেন ক্যাসিনো মানে কি? বললাম ক্যাসিনো ইংরেজি শব্দ এর অর্থ জুয়া খেলার ঘর। ডিসকশনারিতে এর অর্থ দেয়া হয়েছে নাচঘর, তাস খেলা, আমোদ প্রমোদের কক্ষ। তিনি আরো জিজ্ঞেস করলেন এই ক্যাসিনো নিয়ে দেশের মিডিয়াতে এতো হৈ চৈ কেনো। বললাম অবৈধ এই ক্যাসিনোতে মধ্যবিত্ত, উচ্চ বিত্তের সন্তানেরা এখানে জুয়া খেলতে আসে। এই ক্যাসিনো প্রতিদিন আয় করে বিশ থেকে পচিঁশ লক্ষ টাকা। মাসে আয় পাচঁ থেকে ছয় কোটি টাকা। ঢাকাতে এই ধরনের অবৈধ ষাটটির মতো ক্যাসিনো রয়েছে। তিনি তো অবাক। তিনি বললেন দেশের তরুণেরা ধ্বংস হয়ে যাচ্ছে। আর যারা ক্যাসিনো চালাচ্ছে তারাও তো যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিষয়টি ক্লিয়ার, না ভেজাল আছে।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪১
রাজীব নুর বলেছেন: ক্যাসিনো থাকলে আমি কোনো সমস্যা দেখি না।