নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতঃপর আমিও একদিন মারা যাবো...

মুহাম্মদ সুমন মাহমুদ

আমি অভদ্র; কারন.......................................... ভদ্রতার মুখোশ কেনার টাকা আমার নেই!

মুহাম্মদ সুমন মাহমুদ › বিস্তারিত পোস্টঃ

স্যালুট আবরার! তুমিই প্রকৃত মানুষ, তুমিই প্রকৃত বীর

০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ৭:১৯


আবরারের স্ট্যাটাসটা কি কারো আঁতে ঘাঁ লাগার মতো ছিল? একটুও না। ও শুরু করেছিল ইতিহাস দিয়ে আর শেষ করেছিল সাহিত্য দিয়ে। কী নান্দনিক তাঁর উপস্ত্থাপন! কী অসাধারন তাঁর রুচিবোধ। অথচ আমাদের দেশের মানুষরূপী হায়েনাগুলো তাঁকে ভুল বিশ্লেষণ করেছে, ভুল পাঠ করেছে। অল্প বিদ্যা ভয়ঙ্করী। যেসব নরপশু এই নৃশংস কাজ করেছে এরা কেউই স্বশিক্ষিত ও সুশিক্ষিত নয়। এরা শুধু শিক্ষার তকমা লাগিয়ে নিজেকে অনেক জ্ঞানের আঁধার দাবী করে। আদতে অন্তঃসারশূন্য, কূপমণ্ডূক। আবরার জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো। স্যালুট আবরার! তুমিই প্রকৃত মানুষ, তুমিই প্রকৃত বীর। তুমি দেশপ্রেমিক আর ওরা দেশদ্রোহী। তুমি তোমার স্বল্প জীবনে দৃষ্টান্ত স্থাপন করে সত্য ও সুন্দরের ঠিকানায় পৌঁছে গেছো, হে মহান বীর। পরম প্রভু তোমাকে সুন্দরতম মর্য়াদা দিক, আজ এই হাহাকার জাগা মনে এই প্রার্থনা করি। তুমি মরে গিয়েও বেঁচে থাকবে। এটাই আজ আমার ও আমাদের জন্য সান্ত্বনা।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৩৬

সাইন বোর্ড বলেছেন: চমৎকার অনুভব !

২| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: আবরার মরে গেছে। এখন তাকে স্যলুট পা লাল গালিচা সংবর্ধনা দিলেই কি?? সে কি আর ফিরে আসবে??

৩| ০৯ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩২

করুণাধারা বলেছেন: পোস্ট ভালো হয়েছে। ছবিটিও অর্থবহ। কিন্তু আমার কিছুই ভালো লাগছে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.