নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুত্র ধরিয়ে দিতে চাই শুধু, বাকীটা আপনার।

সুত্রধর

অনিয়মিত লেখক। লেখার কোন বিষয় বস্তু নাই, যা ইচ্ছা হয় যখন।

সুত্রধর › বিস্তারিত পোস্টঃ

বাংলা সিনেমার অসাধারণ সব গান

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১০

জাতীয় চলচ্চিত্র দিবসে সবাইকে শুভেচ্ছা। জাতীয় চলচ্চিত্র দিবসে বাংলা চলচ্চিত্রের স্বর্ণ যুগের কথা মনে করিয়ে দিতে চাই, তাই পছন্দের কিছু গানের লিঙ্ক দিলাম। চেষ্টা করেছি ভাল প্রিন্ট গুলো দিতে, চ্যানেলে থেকে কপি করা গুলো নয়। গানগুলো সবারই শোনা, সবারই পরিচিত। এই পোস্ট আসলে পছন্দের সবগুলো গানকে একসাথে পাওয়ার পোস্ট, আর কিছুনা। তবে এই কাজটা করতেই বেশ কষ্ট পতে হয়েছে, কারণ একই গানের অনেক রকমের প্রিন্ট ও ভার্সন পাওয়া যায়। এখানে যেগুলো আছে সেগুলো ভিডিও আর অডিওর দিক থেকে মোটামুটি সেরাটাই। এটা করতে তানিন রহমান বেশ বেশ সহযোগিতা করেছে এক্ষেত্রে, তাকে ধন্যবাদ।



এই পোস্টের মাধ্যমে আরেকটা অভিপ্রায় আছে। সেটি সবাইকে আবারো মনে করিয়ে দেয়া যে, এই দেশ জহির রায়হান, খান আতাউর রহমান, আলমগীর কবির, তারেক মাসুদ সহ অনেক মেধাদীপ্ত সিনেমার মানুষকে জন্ম দিয়েছে। তাদের দেশের সিনেমা কিছু রুচিহীন নির্মাতা - প্রযোজকদের লাভ আর লোভের কারণে ধ্বংস হতে পারেনা। এদেশে এখনো আছে অনেক মেধাবী নির্মাতা-প্রযোজক । তাদের হাত ধরে সিনেমা তার দ্যুতি নিয়ে আবার ফিরে আসবেই। শুধু চাই ভাল সিনেমার প্রতি দর্শকদের ভালবাসা, সিনেমা সিনেমাহলে গিয়ে দেখার প্রবণতা। ভাল সিনেমাকে পৃষ্ঠপোষকতা করা আর খারাপ সিনেমার সম্মিলিত প্রতিবাদ - সিনেমার চেহারা বদলে ফেলতে সবচেয়ে কারযকরী ভূমিকা রাখবে।











































































































































































[yt|https://www.youtube.com/watch?v=StU35eYRE_8



আমার সোনার বাংলা - জীবন থেকে নেয়ার- লিপ ঠিক নেই। কিন্তু অসাধারণ আবেগ আর অন্যরকম সাহসী সব ফ্রেমের কারণে এই গানটির সামনে মাথা নত করতে হয়।



[yt|https://www.youtube.com/watch?v=0MZWitJcWhM&list=PLA33A47561957602F

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৮

শরৎ চৌধুরী বলেছেন: ভীষণ চমৎকার এই পোষ্ট। আমার পোষ্টে লিংক যুক্ত করে দিলাম।

২| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৭

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসাধারণ পোস্ট। প্রিয়তে রাখলাম।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: সরাসরি প্রিয়তে নিয়ে রাখলাম। আপনার পছন্দের সাথে আমার পছন্দের অনেক মিল খুঁজে পেয়ে কিছুটা আশ্চর্য হলাম বৈকি। ধন্যবাদ সুত্রধর।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৭

পদ্ম।পদ্ম বলেছেন: ++

৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রিয়তে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.