![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের নির্বাচন কমিশন ঠগ বাছার (গা উজাড় করার জন্য নয়) জন্য এক বিস্ময়কর ছাঁকুনিযন্ত্র আবিষ্কার করিয়াছে যা ইতোপূর্বে স্বয়ং দুদক বা কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষেই করা সম্ভব হয় নাই | এই যন্ত্রের সাহায্যে মোট ৩০৬৫টি নমিনেশন পেপারের মধ্যে ক্রিমিনাল টাইপের ৭৮৬ জন প্রার্থীকে নিরভুলভাবে সনাক্ত করিয়া নমিনেশন পেপার বাতিল করিয়াছেন | এই মাত্র ২৫% এর মনোয়নপত্র বাতিল হইয়াছে জনগণের অর্থ লুটের (ঋণ খেলাপি) জন্য, যাদের অধিকাংশই বিএনপি ও তাদের লেজুড় দলগুলোর | ফেইল করা হইতে বাদ পড়ে নাই হিরো হীরালাল খ্যাত 'হিরো আলম' অথবা প্রাক আওয়ামী এবং বর্তমানে বেয়াদপখ্যাত গোলাম মাওলানা রনিও | এদের বাদে বাকি ৭৫% নমিনেশন প্রার্থী তাহলে ফেরেস্তা বলিয়াই ধরিয়া নেয়া যাইতে পারে - নির্বাচন কমিশন বলিয়া কথা | বাংলাদেশের এই সরকারি সংস্থা যে অভাবনীয় এফিসিয়েন্সি অর্জন করিয়াছে অচিরেই তাহা সারা বিশ্বের জন্য এক বিরল দৃষ্টান্ত হইয়া থাকিবে বলিয়া মনে হয় |
দুর্ভাগ্য সেই সকল অপরাধীদের যাহাদের মনোয়নপত্র বাতিল হইলো | ইহারা সময়ের সাথে নিজেকে এডাপ্ট করিতে শিখেন নাই | এই সকল বেকুবরা পরীক্ষায় ফেল করা ছাত্রদের মতো (আমার এক ব্লগার বন্ধুর ভাষায়) ঠিকমতো পড়াশুনা করেন নাই, তাই তাহাদের এই করুন পরিণতি |
তবে চরম দুর্নীতিবাজ, লুচ্চা ও খুনি লেজেহোমো এরশাদ, শেয়ার বাজার, ব্যাংক লুটেরারা অথবা নারায়ণগঞ্জের 'দাদা' ভাই, বা টেকনাফের বদিভাবি সহ বেশ কিছু জিনিয়াস কিভাবে এই ছাঁকুনি যন্ত্র এড়াইয়া তাদের নমিনেশন বজায় রাখিতে পারিলেন তাহা সত্যি বিস্ময়কর ব্যাপার | নমিনেশন ফেইল প্রার্থীদের উচিত ছিল এই সকল পীরদের নিকট হইতে পরীক্ষা পাশের কোচিং নেওয়া |
অথবা এই সকল বেকুবদের উচিত ছিল দলমত নির্বিশেষে ক্ষমতাসীনদের সাথে হাত মিলানো | তাহা হইলে যত বড়ো ঋণ খেলাপিই হন না কেনো, তাহারা তারা এই বিস্ময়কর ছাকুনিযন্ত্রকে এড়াইয়া যাইতে পারিতেন - সংসদ সদস্য হওয়াটাই বড়ো কথা | এমনকি এই সকল স্বল্প মগজের ব্যক্তিরা হয়তোবা নির্বাচনে জয়ী হইয়া অন্যান্য মহান সংসদ সদস্যদের সাথে লুটপাটের মহাযজ্ঞে অংশ নিতে পারতেন | জনগণকে ছিবড়া বানাইয়া আরো নাদুস নুদুস হইতে পারিতেন | আফসোস, তাহাদের সেই ইরাদা আর পূরণ হইলো না |
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: শুধু ঋণ খেলাপিই নয় | এরা এর চাইতেও আরো অনেক ভয়াবহ অপকর্মে লিপ্ত |
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৮
রাজীব নুর বলেছেন: সব গুলো নষ্ট। আর নষ্টরাই রাজনীতি করে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: নষ্টদের এর চাইতে আর কোনো সহজ উপায় নেই অর্থ উপার্জনের |
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
ঢাবিয়ান বলেছেন: দরবেশ এর অপমান করিবেন না। উনি ফকির মানুষ। উনার ফ্ল্যাট, আসবাবপত্র কিছুই নাই। নির্বাচন কমিশন একজন ফকিরের মনোয়নপত্র পাশ করাইয়া এই বিশ্বে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করিয়াছে। বাকী যারা পাশ করিয়াছে তারাও সবাই ফেরেশতা। ।আপনি পথভ্রষ্ট বলিয়া তাদের চিনতে পারিতেছেন না। নির্বাচন কমিশন এই জাতির আরো একটা বিড়াট উপকার করিয়াছে এক মারাত্মক ঋনখলাপী রেজা কিবরিয়াকে ফেইল করাইয়া। চিন্তা করে দেখেন যে এই ডাকাত ক্রেডিট কার্ডের বার্ষিক নবায়ন ফি সাড়ে তিন হাজার টাকা শোধ করেনি। বিশ্বব্যাংকে চাকুরি করা এই বিড়াট ডাকাতের সংসদ নির্বাচনে জয়ী হইয়া আমাদের সংসদকে কলংকিত করার হাত থেকে বাঁচিয়েছেন মহান নির্বাচন কমিশন।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দরবেশকে অপমান করিব ? আমার ঘাড়ে কয়টা মাথা আছে ? তার নাম নেয়ার মতো ধৃষ্টতাও আমার নেই | এক গোলাম মাওলানা রনি দরবেশের বিরুদ্ধে বেয়াদপি করিয়া আজও পস্তাইতেছে ! আর ক্রেডিট কার্ড ডাকাত ( ! ) রেজা কিবরিয়া সেই বেকুবের দশা দেখিয়াও কিছু শিখিতে পারে নাই !
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬
ফারিহা হোসেন প্রভা বলেছেন: সবাই তাদের নিজ নিজ স্বার্থ টিই আগে দেখে....
১০ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সম্পূর্ণ একমত ! নিজের স্বার্থ দেশের স্বার্থ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ নেতাদের কাছে |
৫| ২১ শে মে, ২০১৯ ভোর ৬:৪৩
ল বলেছেন: সকল বেকুদের উচিৎ ছিলো দলমত নির্বিশেষে ওদের সাথে হাত মেলানো -- বড্ড দেরী হলেও ওরা এখন বুঝতে পারছে --- হুম
দারুণ অবজারভেশনে শ্বাসত রহস্য।।।
ভালে থাকুন।।
২৯ শে মে, ২০১৯ ভোর ৪:২৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ |
৬| ২৪ শে মে, ২০১৯ সন্ধ্যা ৬:১০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
'ইহারা সময়ের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে শিখেন নাই।' এখানে আমি এডল্ট্ পড়ে ফেললুম
আমার পাপ হপে?
২৯ শে মে, ২০১৯ ভোর ৪:৩১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: লেজেহোমো এরশাদের দেশে কোনো কিছুতেই পাপ হয় না |
৭| ১৭ ই জুন, ২০১৯ দুপুর ১:০৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
দুধ পঁচে নষ্ট নর্দমা হয়
নষ্ট নর্দমা থেকে দুধ হয় না।
আসছি বিস্তারিত লেখা নিয়ে। আশা করবো সাথে থাকবেন।
২১ শে জুন, ২০১৯ ভোর ৪:২৭
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সাথে আছি ঠাকুর মাহমুদ ভাই |
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৫:২২
ঠাকুরমাহমুদ বলেছেন: নতুন পোষ্ট নেই কেনো? কিছু তো লিখুন - - - -
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:০৪
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধন্যবাদ ভাই এই অধমকে স্মরণ করার জন্য | লিখতে মনে চায়, কিন্তু চিন্তা করে লিখার মতো পর্যাপ্ত সময় হয়ে উঠে না | আর যা লিখতে চাই তা আপনাদের লেখাতেই প্রকাশ পায়
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৫৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: পোস্ট করতে গিয়ে বুঝতে পারলাম আমি সম্ভবত পোস্ট দেয়াতে ব্লক হয়ে গেছি | যদিও আমাকে নিরাপদ ব্লগার হিসাবে দেখাচ্ছে কিন্তু আমি কোনো নতুন পোস্ট দিতে পারছি না |
৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩৪
চাঁদগাজী বলেছেন:
কমেন্টে আপনি যেসব ভাবনা তুলে ধরেন, সেগুলো পোষ্ট আকারে দেন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৪২
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধন্যবাদ চাঁদগাজী ভাই | আপনার পরামর্শটা ভালো, চেষ্টা করবো তাই করতে |
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ ভোর ৬:৫৬
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাঁদগাজী ভাই, পোস্ট করতে গিয়ে বুঝতে পারলাম আমি সম্ভবত পোস্ট দেয়াতে ব্লক হয়ে গেছি | যদিও আমাকে নিরাপদ ব্লগার হিসাবে দেখাচ্ছে কিন্তু আমি কোনো নতুন পোস্ট দিতে পারছি না |
১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:১৪
ঠাকুরমাহমুদ বলেছেন: আপনার সমস্যা অল্প কথায় জানিয়ে ব্লগ মডারেটরের কাছে ই-মেইল করুন। তাঁরা আপনাকে সহযোগিতা করবেন। [email protected]
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২৩
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধন্যবাদ ভাই | আপনার পরামর্শ মতে চেষ্টা করবো
১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২১
চাঁদগাজী বলেছেন:
আমি যখন ব্লকে ছিলাম, তখন আমার মনে হয়েছিলো যে, আপনিও ব্লকে পড়েছেন। আশাকরি, ব্লগার কাল্পনিক_ভালোবাসা ব্যবস্হা নেবেন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:৩৮
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অবশেষে পোস্ট করতে পারলাম | সবাইকে ধন্যবাদ |
১২| ২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
খায়রুল আহসান বলেছেন: 'ইহারা সময়ের সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে শিখেন নাই।' - ইহাই সার কথা। পরিস্থিতির সঠিক ব্যাখ্যা করিয়াছেন।
০১ লা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ধন্যবাদ খায়রুল আহসান ভাই |
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৪৫
চাঁদগাজী বলেছেন:
শেখ হাসিনা ও মতিয়া ব্যতিত প্রতিটি রাজনীতিবিদ ঋণ খেলাপী; আর বেগম জিয়াও ঋণ খেলাপী নন, উনি ক্যাশের বাইরে কিছু বুঝেন বলে মনে য় না।