নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জগতের সব প্রানী সুখি হোক

স্বামী বিশুদ্ধানন্দ

স্বামী বিশুদ্ধানন্দ › বিস্তারিত পোস্টঃ

বেটার লেইট দেন নেভার - অবশেষে ছবি ব্লগে !

২৪ শে জুন, ২০২১ সকাল ৯:৫৩

ছবি ব্লগ অনেক জমে উঠেছে। কিছুটা দেরি করে ফেললাম বলেই মনে হচ্ছে, তারপরও বেটার লেইট দেন নেভার। পোস্ট করছি আমার তোলা প্রিয় কিছু ছবি। জল, স্থল ও অন্তরীক্ষের মধ্যে জলই আমাকে বেশি টানে। তাই এই পোস্টের সকল ছবিই জলের খুব কাছাকাছি।


আমি একাকী একাকী একাকী: থাউজেন্ড আইল্যান্ড দ্বীপপুঞ্জ, সেন্ট লরেন্স নদীতে কানাডা-মার্কিন সীমান্তে


কোথাও কেউ নেই: থাউজেন্ড আইল্যান্ড দ্বীপপুঞ্জ, সেন্ট লরেন্স নদীতে কানাডা-মার্কিন সীমান্তে


মেঘের আড়ালে লুকোচুরি: টরোন্টো, সিএন টাওয়ার এবং অন্টারিও হ্রদ


যাত্রীরা হুশিয়ার: নায়েগ্রা ফলস, অন্টারিও


শেষ বিকেলের মেয়ে: হান্টসভিল, অন্টারিও


আহা কি আনন্দ আকাশে বাতাসে : ম্যারিনল্যান্ড, নায়াগ্রা, অন্টারিও


হটাৎ বৃষ্টি: নায়াগ্রা পার্কওয়ে, অন্টারিও


জলপ্রপাত নিরন্তর:
নায়াগ্রা ফলস, অন্টারিও

মন্তব্য ৬৩ টি রেটিং +১৯/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২১ সকাল ১০:১২

কামাল১৮ বলেছেন: অনেক সুন্দর ছবি।মেঘের আড়ালে লুকোচুরি,ছবিটা চেনা চেনা মনে হয়।

২৪ শে জুন, ২০২১ সকাল ১০:১৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ছবিটা সম্ভবত আপনার আমার দুজনেরই আবাসস্থল, তাই চেনা চেনা লাগে।

২৪ শে জুন, ২০২১ রাত ৮:৪৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ পোস্টের প্রথম মন্তব্যকারী হিসাবে আমাকে অনুপ্রাণিত করার জন্য !
আপনি কি টরন্টোতে থাকেন?

২| ২৪ শে জুন, ২০২১ সকাল ১০:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছবি ব্লগ

২৪ শে জুন, ২০২১ সকাল ১০:২১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো একজন দক্ষ ফটোগ্রাফারের প্রশংসা শুনে বড়োই শরমিন্দা হইলাম। :-P

৩| ২৪ শে জুন, ২০২১ সকাল ১০:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা শরমিন্দা হওনের দরকার নাই। কত সুন্দর জায়গা গুলো দেখতে পেরেছি। ছবি ব্লগ মানেই বন্ধ চোখে অন্য কোথাও ঘুরে আসা । :)

২৪ শে জুন, ২০২১ সকাল ১০:৩৪

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আসলেই ছবি ব্লগ মানেই বন্ধ চোখে অন্য কোথাও ঘুরে আসা । সহমত |
আপনাকে আবারো অনেক ধন্যবাদ।

৪| ২৪ শে জুন, ২০২১ সকাল ১১:৩৯

হাবিব বলেছেন: বাহ বাহ ........ দারুণ তো।।

২৪ শে জুন, ২০২১ রাত ৮:৪৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য !

৫| ২৪ শে জুন, ২০২১ সকাল ১১:৪৫

ইসিয়াক বলেছেন: খুব সুন্দর।

২৪ শে জুন, ২০২১ রাত ৮:৪৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য !

৬| ২৪ শে জুন, ২০২১ সকাল ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাহ চমৎকার স্বামীজী!!
আপানার মনেও এই ছিলো :-P !!
লেইট ইজ বেটার দেন নেভার!!

২৪ শে জুন, ২০২১ রাত ৮:৪৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমার মনের খবর আপনি রাখেন না নুরু ভাই - বড়োই হতাশ হলাম ! =p~
অনেক ধন্যবাদ আপনাকে !

৭| ২৪ শে জুন, ২০২১ দুপুর ১:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
খুব সুন্দর হয়েছে। সম্ভবত কানাডার মন্ট্রিয়াল সিটি।
আরো কয়েকটা ছবি এড করলে ভাল হত, বিশেষ করে রাস্তার ছবি।

২৪ শে জুন, ২০২১ রাত ৮:৫২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: হাসান কালবৈশাখী ভাই,
অনেক ধন্যবাদ আপনাকে পোস্টে মন্তব্য দিয়ে অনুপ্রাণিত করার জন্য !
ছবিগুলোর অধিকাংশ টরন্টো এবং কিছু অন্যান্য স্থানের।
আসলে আমি জলের সঙ্গে সম্পর্কযুক্ত ছবি এই পোস্টে সীমাবদ্ধ রাখতে চেষ্টা করেছি। ভবিষ্যতে অবশ্যই রাস্তার ছবিও যোগ করতে চেষ্টা করবো।

৮| ২৪ শে জুন, ২০২১ দুপুর ২:১৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




ভাই, আপনি কি আমি একাকি একাকি একাকি গানের সময়ের মানুষ? গানটি বহুল প্রচারিত ও এক সময়ের ক্রেজ ছিলো। একাকি ছবিটি কি কোনো লাইট হাউজের? ছবিব্লগ খুবই সুন্দর হয়েছে। ছবির সাথে রুচিরও প্রশংসা করতে হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বেশ চমৎকার ছবি উপহার দেওয়ার জন্য।

২৫ শে জুন, ২০২১ ভোর ৪:০৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ঠাকুর মাহমুদ ভাই,
আমি 'মন শুধু মন ছুঁয়েছে' আর 'একাকী একাকী'র মাঝখানের সময়ে পড়ে গিয়েছি !
একাকি ছবিটি কানাডা-যুক্তরাষ্ট্রের সীমানার মধ্যবর্তি অন্টারিও হ্রদের মধ্যের একটি আলোকবর্তিকার - জায়গাটার নাম থাউজেন্ড আইল্যান্ড।

আপনার মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

৯| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৩:৩০

আমি সাজিদ বলেছেন: কোথাও কেউ নেই এ লেকের ধারের বাড়িটা কি মায়াময়!

২৫ শে জুন, ২০২১ ভোর ৪:০৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
লেকের ধারের বাড়িটি দেখে মনে হয় এর বাসিন্দারা বড়োই শান্তিতে বসবাস করছেন - আশপাশে কেউ নেই জ্বালাতন করার জন্য।

১০| ২৪ শে জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৭

সোহানী বলেছেন: এতো দেখি আমার বাড়ির কাছের সব ছবি..........

২৫ শে জুন, ২০২১ ভোর ৪:১০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাড়ির কাছের ছবির জন্য দুইটা লাইক দিয়েন পিলিজ ! =p~
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য !

১১| ২৪ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

স্বপ্নাশিস বলেছেন: চমৎকার সব ছবিগুলো B:-)

২৫ শে জুন, ২০২১ ভোর ৪:১১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য !

১২| ২৪ শে জুন, ২০২১ রাত ৮:১৪

ডঃ এম এ আলী বলেছেন:


সব কটি ছবি সুন্দর হয়েছে ।
কোথাও কেও নাই , বাড়ীর
ভিতরে কে কে ???

সাফল্য কামনা করছি

২৫ শে জুন, ২০২১ ভোর ৪:২৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ড: আলী ভাই,
বাড়িটির বাসিন্দা কোনো সেলিব্রেটি অথবা বিত্তশালী কারো হওয়ার সম্ভাবনা বেশি। বাংলাদেশী কোনো আমলা-রাজনীতিবিদ হওয়ার সম্ভাবনাও এড়িয়ে দেয়া যায় না। =p~

বাড়িটি কানাডা-ইউএস সীমান্তের থাউজেন্ড আইল্যান্ড দ্বীপপুঞ্জের একটিতে। ১,৮৬৪ দ্বীপপুঞ্জ নিয়ে এই এলাকাটি অন্টারিও হ্রদের কাছে সেন্ট লরেন্স নদীতে কানাডা-মার্কিন সীমান্তে অবস্থিত। যদিও কিছু দ্বীপপুঞ্জ কানাডার জাতীয় উদ্যান বা নিউ ইয়র্ক স্টেট পার্কের অংশ হলেও বেশিরভাগ দ্বীপপুঞ্জ ব্যক্তিগত মালিকানাধীন।

আপনার মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম ! অসংখ্য ধন্যবাদ !

১৩| ২৪ শে জুন, ২০২১ রাত ৮:৪৫

কালো যাদুকর বলেছেন: টরোন্টো আর নায়াগ্রা অনেক সুন্দর জায়গা। সব ছবিই ++

২৫ শে জুন, ২০২১ ভোর ৪:২৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম। অসংখ্য ধন্যবাদ !




















১৪| ২৪ শে জুন, ২০২১ রাত ৯:২৭

কামাল১৮ বলেছেন: আমি টরন্টোতে থাকি।

২৫ শে জুন, ২০২১ ভোর ৪:২৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একদম বাড়ির কাছের মানুষ !

১৫| ২৪ শে জুন, ২০২১ রাত ১০:৩২

আখেনাটেন বলেছেন: চমৎকার ছবি ব্লগ......

টরেন্টোর টাওয়ারসহ ছবিটা দারুন এসেছে.... :D

২৫ শে জুন, ২০২১ সকাল ৭:০১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ - খুবই অনুপ্রাণিত হলাম আপনার মন্তব্যে !
টরেন্টোর টাওয়ারসহ ছবিটা অনেকটা ঠিকমতো ব্যাটেবলে হয়ে গেছে ! সময় ও স্থান ছবিটা তোলার ফেভারে ছিল।

১৬| ২৪ শে জুন, ২০২১ রাত ১১:০৪

করুণাধারা বলেছেন: ছবিগুলো খুব সুন্দর, শিরোনামও ভালো লেগেছে। শুধু যদি একটু জায়গার নাম বলতেন... বুঝতে পারছি সময়ের অভাব।

শুভকামনা রইল।

২৫ শে জুন, ২০২১ সকাল ৯:৩১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার কথামতো জায়গার নাম জুড়ে দিয়েছে ছবিগুলোর সাথে। ছবিগুলো অন্টারিওর বিভিন্ন স্থানে তোলা।
অনেক অনেক ধন্যবাদ আপনার অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য !

১৭| ২৫ শে জুন, ২০২১ রাত ১২:০২

কাছের-মানুষ বলেছেন: দারুন সব ছবি। ছবিগুলো ভাল লাগল আমার।

২৫ শে জুন, ২০২১ সকাল ১০:০৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে অনেক অনুপ্রাণিত হলাম ! অনেক অনেক ধন্যবাদ !

১৮| ২৫ শে জুন, ২০২১ রাত ১২:১৬

ঢুকিচেপা বলেছেন: খুব ভালো লাগলো আপনার ছবি পোস্ট।
শুভকামনা রইল।

২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৫১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য ! ভালো থাকুন !

১৯| ২৫ শে জুন, ২০২১ সকাল ৯:২৪

শেরজা তপন বলেছেন: বেশ ভাল ছবি -একখানা লাইকতো দিতেই হয়।
আপনার এত্ত প্রতিভাতো জানা ছিল না B:-)

২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৫৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রতিভার তুলনায় আমি এক ছোট চুনোপুটি মাত্র !

২০| ২৫ শে জুন, ২০২১ রাত ৮:৪৯

মিরোরডডল বলেছেন:




সো রাইট, বেটার লেইট দেন নেভার ।
তাই কি চমৎকার কিছু ছবি !
কোথাও কেউ নেই আর শেষ বিকেলের মেয়ে,
ছবি দুটো বেশী ভালো লেগেছে ।
প্রকৃতির সৌন্দর্যের কাছে সবকিছু তুচ্ছ আর ক্ষুদ্র হয়ে যায় ।



২৬ শে জুন, ২০২১ সকাল ৯:৫৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার আন্তরিক মন্তব্যে খুব অনুপ্রাণিত হলাম ! অনেক অনেক ধন্যবাদ ! ভালো থাকুন, সুস্থ থাকুন !

২১| ২৬ শে জুন, ২০২১ সকাল ১১:০২

জুন বলেছেন: হায় সর্বনাশ আরেকটু হলেই তো আপনার পোস্টটা মিস করে যাচ্ছিলাম বিশুদ্ধানন্দ :-*
খুব সুন্দর হয়েছে সিনারিওগুলো । অচেনাকে চেনা হলো কিছুটা।

আসলে আপনাকে শুধু মন্তব্য করতে দেখি বেশিরভাগ সময় তাই হয়তো। আরেকটা কথা শিরোনামটা একটু বোল্ড করে দিলে ভালো হয়, জানেনই তো আমার চোখে সমস্যা :(
+

২৭ শে জুন, ২০২১ রাত ১:০৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: থাঙ্কস গড - সর্বনাশটা হয়নি, আরেকটু হলে আপনার এই চমৎকার মন্তব্য মিস করতাম ! আপনার চোখের সমস্যার পোস্টটির কথা আমি বেমালুম ভুলেই গিয়েছিলাম ! :P

অনেক ধন্যবাদ আন্তরিক মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য ! ভালো থাকুন, সুস্থ থাকুন !

২২| ২৮ শে জুন, ২০২১ সকাল ১০:৩৬

সুমন জেবা বলেছেন: সবগুলো ছবিই মুগ্ধ করার মতো ..তবে , (আহা কি আনন্দ আকাশে বাতাসে) ছবিটা ওয়াও ..।

২৯ শে জুন, ২০২১ সকাল ৯:৪৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক ধন্যবাদ অনুপ্রাণিত করার জন্য !

২৩| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৯:০১

খায়রুল আহসান বলেছেন: ছবিগুলো খুব সুন্দর, ছবির ক্যাপশন আরও সুন্দর!

ইচ্ছে হচ্ছে, দ্বিতীয় ছবির বাড়িটাতে গিয়ে কয়েকটা দিন থেকে আসি। তখন আর বলতে পারবেন না 'কোথাও কেউ নেই', তখন হয়তো বলবেন, 'কেউ একজন কোথাও আছে'!

কয়েকটা প্রতিমন্তব্য খুব ভালো লেগেছে। +

প্রতিযোগিতা শেষ হয়েছে, হোক! আপনি আরও ছবি ব্লগ দিতেই থাকুন!

পোস্তে ১৮তম ভাললাগা। + +

১২ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই ! বরাবরের মতো আপনি আমার পোস্টে এসে মন্তব্য করে আমাকে খুবই অনুপ্রাণিত করেছেন। ভালো থাকুন নিরন্তর।

২৪| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:২০

অক্পটে বলেছেন: ছবিগুলো যেন কথা বলছে! একসাথে জলাধার এবং শুনসান নিরবতা ছবি গুলোকে মনোমুগ্ধকর করে তুলেছে। ভালো লাগল।

১৮ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:১০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মন্তব্যে খুব অনুপ্রাণিত হলাম ! অনেক ধন্যবাদ !

২৫| ১৭ ই নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার।

১৮ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:০৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !

২৬| ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ৯:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




স্বামী বিশুদ্ধানন্দ ভাই, আপনাকে উৎসর্গ করে সামান্য একটি লেখা প্রহরী পোস্ট করেছি। আপনার প্রতি শুভেচ্ছা রইলো।


১৮ ই নভেম্বর, ২০২১ ভোর ৬:৫৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ঠাকুর মাহমুদ ভাই,
আমি অতীব ক্ষুদ্র এক ব্লগার। সামুতে আমার ভূমিকা নগন্য দর্শকের, মাঝে মধ্যে দুএকটা কমেন্ট করে যাই ! আমাকে দর্শকের সারি থেকে তুলে একেবারে পার্শ্বচরিত্রে আসন দেয়াটা আপনার বিশাল মনের পরিচয়। অসংখ্য ধন্যবাদ এই অধমকে স্মরণ করার জন্য। সেই সাথে এক রাশ শুভেচ্ছা !

২৭| ২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২৫

জুল ভার্ন বলেছেন: চমতকার ছবি ব্লগ!!!

০১ লা ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৪৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যে অনুপ্রাণিত করার জন্য !

২৮| ০৩ রা মে, ২০২২ দুপুর ২:৪৫

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

ঈদ মোবারক।

শুভকামনা।

১৬ ই মে, ২০২২ রাত ১২:২১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বিলম্বের জন্য দুঃখিত - ঈদ মুবারক আপনাকেও !
সৃষ্টিকর্তার ওপর করুনায় ভালো আছি।
ভালো থাকুন, সুস্থ থাকুন।

২৯| ১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ২:৩৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি কই! একটা খোঁজ লাগাইয়্যেন তো! =p~
আছেন কেমন?

০৭ ই অক্টোবর, ২০২৩ ভোর ৬:৪৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভাই আমি ভালো আছি - আপনি ?
অনেক অনেক ধন্যবাদ এই অধমের খোঁজ নেয়ার জন্য !

৩০| ০৯ ই জুন, ২০২৩ রাত ১১:২১

মিরোরডডল বলেছেন:



কেমন আছে বিশুদ্ধানন্দ?
প্রায় সাত মাস হতে চললো, ব্লগে দেখি নাহ যে!
আর ইউ ওকে?

০৭ ই অক্টোবর, ২০২৩ ভোর ৬:৪৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আয়নাপুতুল এই অধমের খোঁজ নেয়ার জন্য !
আমি ভালো আছি - আপনি ?
ব্লগে আছি একজন নির্বাক পাঠক হিসেবেই। নোংরা ক্যাচাল থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা আর কি।

৩১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ৮:৪২

সোনাগাজী বলেছেন:




আপনাকে মিস করছি

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ৯:০২

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: অনেক ধন্যবাদ এই অধমের খোঁজ নেয়ার জন্য !
ব্লগে আছি একজন নির্বাক পাঠক হিসেবেই। নোংরা ক্যাচাল থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা আর কি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.