![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমার ছোট মেয়ে তার পাশের বাসার বান্ধবীকে নিয়ে খেলা করতেছে ।তো এমন সময় বান্ধী বললো এই শোন চল এই বন্ধুর সাথে আজকে দুষ্টামী করি । তখন আমার মেয়ে বললো.... না বান্ধবী আমি দুষ্টামী করবো না ? আমার আব্বু দেখলে বকা দিবে কারন আমার আব্বু আমাকে অনেক অনেক ভালবাসে । আব্বুর মতো ভালবাসা আর কেউ দিতে পারবেনা । তাই আমার দুষ্টামী করার কনো প্রয়োজন মনে করিনা । আব্বু বলেছে খারাপ দুষ্টামি করা নাকি ভাল না , আল্লাহ বকা দিবে ।
বন্ধুরা আমার কথা হলো , প্রত্যেক আব্বু , আম্মুরাই ছেলে মেয়েদের কে যথাসময়ের প্রকৃত ভালবাসা ওদেরকে দিতে হবে । তাদের অভাবটা পূরন করতে হবে তারা কি চায় বুঝতে হবে কারন ছেলে মেয়ে জন্ম দিয়েই রাস্তায় ছেড়ে দিলে হবেনা ? মনে রাখবেন আপনার মৃত্যুর আগ পর্যন্ত ছেলে মেয়েদের দায়-দায়িত্ব আপনারই । আব্বু আমার হাটার শক্তি নাই, শুধু নড়ার শক্তি আছে...
এখন এড়িয়ে গেলে চলবেনা, আপনার যত কাজই থাকুক না কেন । তাকে এখন কোলে নিতেই হবে ! আর যদি আবদারটা পূরন না করেন , তার মনে ভীষন কষ্ট পাবে । আর এই কষ্ট থেকেই তার মনে বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়া জন্মাতে থাকে ।।
নিশ্চয়ই আমার সাথে আপনারা একমত হবেন - তাইনা ?? ♥♥♥
©somewhere in net ltd.