![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
:- বিরোধী দলীয় মেডামের কাছে প্রশ্ন :-
=========================
একটি বাস্তব ঘটনা আমার , আছেন কেউ জবাব দেবার ??
-------------------------------------------------------------
:- ট্রাজেডী :- তৃর্না নিশীতা
~~~~~~~~~~~~~~~~
হরতাল না দিয়ে আমরন অনশন করেন ,
দেখেন আপনার পাশে আমি ছাড়া কয় জন থাকে ।।
আমি ঐ দিন এই ট্রেনে ছিলাম,
প্রীয় ভাই ও বন্ধুরা ,
ঐ দিন আমার আম্মী হজ্ব করে ফিরতি ফ্লাইটে ঢাকায় আসে ।
আমার দুইজন ছোট বন্ধু পরান ( টিএসআই ) ও মঈন বন্ধু আমাকে হোন্ডাতে করে রেল ষ্টেশনে নিয়ে আসে । তখন রাত দুইটা বাঝে । ট্রেন আসল আর আমি ট্রেনে উঠলাম । ৩৬ নং সিটে বসলাম । অনেকক্ষন পরে হট্যৎ বিকট আওয়াজ । চেয়ে দেখি নিঃশব্দ ট্রেন , কি ভয়ানক , দরজার পাঁশে গিয়ে দেখি , টিটি সাহেব নীচে দাড়িঁয়ে নীচের দিকে তাকিয়ে মোবাইল করতেছে । আমি টিটি সাহেবের কাছে গিয়ে নীচের দিকে তাকিয়ে দেখি যে , দুইটি স্লীপার পীছপ্লেট, সাথে কয়েকটি পেঁচানো বল্টু ডান পার্শ্বের শুকনা খালে পরে আছে । কিছুক্ষন দাড়িঁয়ে থেকে ট্রেনরাস্তা ধরে হাঁটা শুরু করলাম । প্রায় দুই মাইল হাটার পর টংঙ্গী রেল ষ্টেশন দেখতে পাই । ওখান থেকে রিক্সাযোগে বাসষ্টেশনে এসে বাসে উঠে সিটে বসি । পাঁশের এক ভাই আবার বলতেছে যে আমাদের সামনের গাড়ীতে নাকি বোমা মেরেছে হরতাল কারিরা তারপরে এয়ারপোর্ট ষ্টেশনে নেমে আম্মীকে রিসিভ করি আমার সাথে ইরফান আর ফৌজি ।
পরে মাইক্রো ভাড়া করে বাইরোডে কুমিল্লাতে চলে আসি । গাড়ীর সামনে হজ্ব যাত্রী কাগজে লিখা ষ্টিকার লাগানোছিল । এ কি বাস্তব ঘটনা........ রাখে আল্লাহ, মারে কে । মানুষ মানুষেরে ক্ষতি করতে পারে এটা আমার জানা ছিল না ।
সাবাস হরতাল ।।
হরতাল জনগনের বন্ধু
হরতাল দিয়ে লাভ ক্ষতি কি
হরতাল মানুষের অমঙ্গল
হরতাল সরকারের কোন ক্ষতি হয়নি
হরতাল নিরীহ মানুষ হত্যা করা
হরতাল জনগনের যানমালে আগুন দেওয়া ।
হরতাল না দিয়ে আমরন অনশন করেন
দেখেন আপনার পাশে আমি ছাড়া কয় জন থাকে ।।
/
ব্লগার টিপু মামা
সাতএগারদুইহাজারতের
---------------------------ইং ।
Click This Link
©somewhere in net ltd.