![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যখন মানুষ মানুষেরা বিভেদ তৈরি হয় তখন মানুষের মাঝ থেকে মমত্ববোধ হারিয়ে যায়। আর তখন একজন মানুষ খুব সহজে অ-মানুষে বা বিবেক বর্জিত মানুষে পরিনিত হতে পারে। এটাই বাস্তব এটাই প্রকৃতির নিয়ম আমরা যখন প্রকৃতির বিরুদ্ধে গিয়ে প্রকৃতিকে নষ্ট করার কাজে সোচ্চার হয়ে উঠি। তখন প্রকৃতিও নিজের স্বরূপ পাল্টে হয়ে ওঠে বিধ্বংসী। তাহলে নিজের অস্তিত্ব কেন আমাদেরকে মানুষ থেকে অ-মানুষে পরিণত হতে পারবে না। আমাদের মাঝে যে মনুষ্য বোধ আছে তাকে সদা আঘাত করতে থাকলে এক সময় সে তার বোধ হারিয়ে ফেলবে। আর তখন তাকে আর জাগানো যাবে না। তখন মানুষ থেকে আমরা হয়ে উঠবো অ-বিবেকী এক অশুভ আত্মা। আর আমাদের জায়গা সামাজিক সমাজে থাকবে না। আমরা সর্বদা সামাজিক কাজ থেকে নিজেকে গুটিয়ে নিতে চেষ্টা করবো।
ঠিক সেই সময় আমাদের চোখের সামনে এসে গেছে। আমরা আমাদের চার পাশের মানুষের মাঝে অ-মানুষের ছায়া দেখতে পাচ্ছি। আর সেই ছায়া আমাদের রাতের ঘুম সুখের সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে। আর আমরা পরিণত হচ্ছি একটি নিতান্ত লাশে রমত। যেখানে আমাদের অনুভূতি নেই আবেগ নেই। আর আমাদের চার পাশের সব কিছু হয়ে উঠছে পাথরে বাঁধা পাহাড়। আমরা আমাদের মনের পাহাড়ে প্রতিদিন চাপা পরছি। সেখান থেকে কোন কান্না আমাদের কানে আসে না। আর কোন দিন আসবে না। আমরা যেমন আছি তেমনি নির্জীবের মত লাশ হয়ে থেকে যাব অনাদি কাল পর্যন্ত।
২| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫২
চাঁদগাজী বলেছেন:
আপনার ঘরে অনেক আয়না?
৩| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫২
আমি মিন্টু বলেছেন: সত্যখাটি একদম সত্য কথা বলেছেন ।
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৭
হামিদ আহসান বলেছেন: অমানুষের চেয়েও খারাপ ........