নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I love Bangladesh

টিপু০০৭

পাগলের সুখ মনে মনে টাকা বুইঝা পাতা গোনে

টিপু০০৭ › বিস্তারিত পোস্টঃ

বলছি কি শুন বন্ধু তুমি... আমায় মেরেছ...? এ কি করেছ... তাই তোমার মারতে হবে !!

১১ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৫

চুপটি করে শোনরে মন
শোন লক্ষি মত
লক্ষ জনের মিছিল এটা
সহিদ হবে শত
মৃত্যু মানে মৃত শরীর
মৃত্যু চীরন্তন
মৃত্যু পারে করতে অমর
মৃত্যু কি কারন!
প্রতিদিন নতুন নতুন মানুষের দেখা পাচ্ছি যারা
মুক্তভাবে চিন্তা করতে পারে। এখন অনেকেই ধর্ম , ব্যবসা, রাজনীতি এসব নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলছে। এটা আগে ভাবা যেত না। এমন কি ধর্মের বানীসমূহ এখন মানুষ অর্থ সহ জানার সুযোগ পাচ্ছে। সারা বিশ্বের সভ্যতার সাথে নিজেদের গোড়ামির তুলনা করে নিজেরাই বদলাচ্ছে। প্রতি দিন মানুষ নতুন করে সত্যিকার মানুষ কাকে বলে জানছে। ভালত্য কেবল কিছুর লোভে অথবা ভয়ে হতে হবে বা হওয়া যায় এমনটা ভাবছেনা। এই পরিবর্তন এক দিনে আসেনি। বহু মুক্তচিন্তাধীকারীর মৃত্যু হয়েছে চিন্তাতো থামেনি। আমায় মেরেছ তাই তোমার মারতে হবে, সরকার তোমাদের ধরুক এমনটা দাবী করাও দরকার নাই। চাপাতির আঘাত দিয়ে সবাইকে মারা সম্ভব নয়। এক সময় যখন সাধারন মানুষ বুঝবে তারা যে ধর্মে আছে তাদের ধর্মের স্বরূপ কেমন তখন মানুষের পদূলিতে মিশে যাবে এই মিথ্যা বুজরুকি ধর্ম গুলো।
হিংসাকে, অহিংসা বাদে আর কোন কিছু দিয়ে সত্যিকার ভাবে ধ্বংস করা যায় না।
আমাদের মাঝে সবচেয়ে ভালগুন হল আমরা মানুষকে বেঁচে থাকতে কাউকে সন্মান দেখাতে পারি না। যখন সে মারা যায় তখন তাদের প্রতি সন্মান দেখিয়ে মাথা মাটিতে নামিয়ে ফেলি। তার স্তব পাঠ করতে করতে মুখে ফেনা তুলে ফেলি। আসলে বলা যায় - " হায়রে মানুষ রঙিন ফানুশ রঙং ফুরাইলে ঠুস "।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.