নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I love Bangladesh

টিপু০০৭

পাগলের সুখ মনে মনে টাকা বুইঝা পাতা গোনে

টিপু০০৭ › বিস্তারিত পোস্টঃ

_ব্লগার_টিপু_মামা‬ ব্লগার হইয়া এইডা আবার কি কয়.........

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫

‪#‎_ব্লগার_টিপু_মামা‬
ব্লগার হইয়া এইডা আবার কি কয়.........
এনারা সবাই আমাদের দেশীয় মুসলমান, আমাদের দেশের কাহিনী। অংকে হিসাব করলে ৭৩ থেকে দল মত একদিন ৭৭৩ এ দাঁড়াবে। আপনার দল কোনটি, তা খুঁজে নেয়ার দায়িত্ব একান্ত আপনার।
ইসলামের পরিপূর্ণতা লাভের প্রায় চৌদ্দ শত বছর পরে এসে আমাদের কাছে আছে পরিপূর্ণ জীবন বিধান পবিত্র কোরান, রসূল (সা) এঁর সুন্নাহ এবং হাদিস। আছে লক্ষ হাজার পুণ্যবান বান্দাদের জীবন কাহিনী। আছে জ্ঞান বিজ্ঞান। আছে হাতে কলমে শিক্ষার নানান আধুনিক উপায় এবং উপকরণ। দুনিয়ার সব বই তো পড়েছেন, হয়ত মুখস্তও করে ফেলেছেন।
--" পারলে আল্লাহ পাক যে (পবিত্র কোরআন শরীফ) বইটি লিখেছেন, তা অন্তত একবার আপনার নিজের ভাষায় বুঝে পড়ে নেবেন প্লিজ।"
" বিশ্বাস আপনার, চেষ্টা আমার। মত আপনার, কষ্ট আমার। আপনার শাস্তি, আমার অ-সহায়ত্ব। যেমন আমার ক্ষেত্রে আপনার হবে।
ও আমাদের দেশীয় মুসলমান ভাইয়েরা--- সময় হলে কোন গুরু’কেই পাশে পাবেন না। গুরু আগে নিজে পার হোক। তারপর না হয় আপনাকে নেবে !!
যা্ক আপনার বিশ্বাস নিয়ে আপনি থাকুন। প্লিজ আমাকে কষ্ট দেবেন না।
যদি কষ্ট দেই, কি করবেন আপনি ??
আপনার জন্য দোয়া করব, দু’হাত তুলে।আল্লাহ্‌ যেন আপনাকে হেদায়েত দান করেন।
যেমনটি করেছেন, আমাদের রসূল (সা)। এতটুকুই ‪#‎_ব্লগার_টিপু_মামার‬ দৌড়!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.