নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I love Bangladesh

টিপু০০৭

পাগলের সুখ মনে মনে টাকা বুইঝা পাতা গোনে

টিপু০০৭ › বিস্তারিত পোস্টঃ

ওই কাঁচি তুই এতো বেকা ক্যা? আরে হুন মুমিন হুন.......।

১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩

‪ব্লগার_টিপু_মামার‬ শুভ বুদ্ধির উদয় হউক......
ওই কাঁচি তুই এতো বেকা ক্যা? আরে হুন মুমিন হুন,


এক জঙ্গলে সিংহ সিগারেট খাচ্ছিল.. এমন সময় ইঁদুর এসে তাকে বলল, “ভাই নেশা ছাইড়া দেও, আমার সাথে আস-দেখ জঙ্গল কত সুন্দর”...সিংহ ইঁদুরের কথায় মোহাবিষ্ট হয়ে তাকে অনুসরণ করে সামনে অগ্রসর হল...কিছুক্ষণ পরে হাতির সাথে তাদের সাক্ষাৎ হল। হাতিও সিগারেট খাচ্ছিল। ইঁদুর হাতিকেও একই কথা বলল....ইঁদুরের বাচন ভঙ্গীতে আকৃষ্ট হয়ে হাতি তাদের সঙ্গী হল এবং তারা সবাই একত্রে পথ চলতে শুরু করল।
পথ চলতে চলতে কিছুক্ষণ পর তারা দেখল বাঘ হুইস্কি খাচ্ছে। এক্ষণে ইঁদুর তাকেও ছবক দিতে শুরু করল। কিছুক্ষণ পর বাঘ হুইস্কি থুইয়া ইঁদুররে থাপরাইতে শুরু করল। হাতি জিগাইল, বেচারারে মারতাছ ক্যা? বাঘ প্রতি উত্তরে কয়, “এই শালা কালকেও গাঁজা আর ইয়াবা খাইয়া আমারে জঙ্গলে ৩ ঘন্টা ঘুরাইছে!!”-এটি একটি কাল্পনিক ঘটনা মাত্র।
বাস্তবতা এই যে, বর্তমান সমাজের কর্তাব্যক্তি-সমাজপতিরা যখন সত্যকে চেপে রেখে মিথ্যার প্রকাশ ঘটানোর চেষ্টা করে,এমনকি নুন-আনতে পান্তার গুণ গেয়ে উচ্ছিষ্টের তুষ্টিতে বিকৃতির বিকাশ ঘটানোতে পরিতৃপ্তি খুঁজে পাচ্ছেন; তখন মনে হয় এই ইঁদুরগুলারে থাপরাইবার মত বাঘ কি আর জন্ম গ্রহণ করবনা?

কিছু কিছু দিন ঐশ্বর্যের,
কিছু কিছু দিন প্রাপ্তির,
কিছু কিছু দিন সৌভাগ্যের... আলহামদুলিল্লাহ।
আপনার উপর শান্তি বর্শিত হউক_ আমিন ।।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: “এই শালা কালকেও গাঁজা আর ইয়াবা খাইয়া আমারে জঙ্গলে ৩ ঘন্টা ঘুরাইছে!!”-এটি একটি কাল্পনিক ঘটনা মাত্র।
বাস্তবতা এই যে, বর্তমান সমাজের কর্তাব্যক্তি-সমাজপতিরা যখন সত্যকে চেপে রেখে মিথ্যার প্রকাশ ঘটানোর চেষ্টা করে,এমনকি নুন-আনতে পান্তার গুণ গেয়ে উচ্ছিষ্টের তুষ্টিতে বিকৃতির বিকাশ ঘটানোতে পরিতৃপ্তি খুঁজে পাচ্ছেন; তখন মনে হয় এই ইঁদুরগুলারে থাপরাইবার মত বাঘ কি আর জন্ম গ্রহণ করবনা?

=p~ =p~ =p~ =p~

এখনকার প্রেসনোট আর বিবৃতিবাজী দেখলে বাঘের প্রয়োজনীয়তার কথা মনে পড়ে বৈকি! X((

২| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

প্রামানিক বলেছেন: ভাই, গল্পটা খুব ভাল লাগল। এরকম গল্প আপনি পাইলেন কই?

৩| ১০ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৮

গেম চেঞ্জার বলেছেন: জানা ছিল এইটা। :-B

৪| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:১৩

মেহেদি হাসান নয়ন বলেছেন: অনেক ভালো লিখছেন।আরো অনেক ভালো লিখুন।ভালো লেখা সবাই পড়ে।
এখানে আপনাদের জন্য আমি একটি মুভি ব্লগ নিয়া এসেছি।আশা করি সবার ভালো লাগবে।
HD MOVIE DOWNLOADING ZONE

০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৩৮

টিপু০০৭ বলেছেন: তবু আজো মাঁথা উঁচু করে দাঁড়িয়ে সত্যের সন্ধ্যানে।পৃথিবীতে মানুষের আয়ু গড়ে ৬০ বছর আর দিন হিসাব করলে ২১,৯০০দিন । যা কিনা এই পৃথিবীতে বাঁচার জন্য অতি অল্প সময় । আসুন না প্রতিদিন অন্তত একটি ভাল কথা ও যদি লেখা যায় তবেই মানুষ তার লক্ষাধিক ভাল কথা লিখতে পারে । যা দেশ ও জাতীর জন্য হতে পারে অনেক অনেক মুল্যবান। এই দেশটাতো আমার আপনার সকলেরই ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.