নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I love Bangladesh

টিপু০০৭

পাগলের সুখ মনে মনে টাকা বুইঝা পাতা গোনে

টিপু০০৭ › বিস্তারিত পোস্টঃ

কে কার চে কতটা নিকৃষ্ট তা বলা সত্যিই কঠিন। মানবতা হারিয়ে যাচ্ছে মানুষের থেকে।।

১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

কে কার চে কতটা নিকৃষ্ট তা বলা সত্যিই কঠিন। মানবতা হারিয়ে যাচ্ছে মানুষের থেকে। আজকাল পাশের বাসার প্রতিবেশীর খোঁজ খবর কেউ রাখে না। রাস্তায় বন্ধুর সাথে দেখা হলে এরিয়ে চলে যাওয়া উওম বলে মনে হয়। আর চোখের সামনে কাউকে লাঞ্ছনা করলে তো কথায় নেই, মুখ বুজে নীরবে চলে আসা আরও বেশী উত্তম বলে মনে হয়। এই ভাবে আমরা আস্তে আস্তে আমাদের মাঝে জন্ম নেওয়া ভাল সত্তাকে হত্যা করে এমন এক বিষ বৃক্ষ নিজের ।
মাঝে বিস্তার করে যাচ্ছি যা একদিন আমাদের কাছ থেকে আমাদের প্রাপ্ত সন্মান কেড়ে নেবে। চারিপাশের মানুষের মাঝে আজকাল পরনিন্দা, পরচর্চা আর হিংসার জয় জয়াকার। তাই আমরা পরশ্রীকাতর হয়ে পড়ছি। মানুষের মাঝে ভাল গুন দেখলে হিংসা করতে করতে আমরা ধংস করতে কোন কিছুই চিন্তাই করি না তাই খারাপ আলোয় আমাদের অন্ধকার জগতকে আরও অন্ধকারের নিশীথে নিয়ে যায়। আর আমাদের অন্তরের মাঝে লেগে থাকে শুধু কালো....আর.... কালো.... আর...।।

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:


আপনার নিজের অবস্হা কি রকম?

২| ১৭ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

নির্বাসিত কবি বলেছেন: মানবতা আর ও তার সংজ্ঞায়ন পরিবর্তীত হয়ে যাচ্ছে, কালের বিবর্তনে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.