![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়জ মেঘেশ্বরী
----------------
না
আমার খুব মন খারাপ
কিন্তু
আমার মন খারাপ করতে একটুও ইচ্ছে করছে না
আমার
অনেক আনন্দ আর যন্ত্রণার অনুভূতি প্রকাশ করতে একটা লেখা লিখেছিলাম
প্রকাশ
করবো বলে একটু পরেই গিয়েছিলাম অন্যকে আর নিজেকে মুক্তি দিতে
তারপর
এসে দেখি আমার স্লেটে লেখা স্বপ্ন আমার মুছে দিয়েছে আমার
স্বপ্ন
সু-কন্যা আমার প্রজাপতি আমার মেঘেশ্বরী আমার নদীর ঢেউ ঢেউ স্রোত আমার
কিছুক্ষণ
খুব কষ্ট হয়েছিল হারানোর বেদনায় মুছে যাওয়ার যন্ত্রণায়
না
এখন আর আমার একটুও কষ্ট হচ্ছে না যন্ত্রণা হচ্ছে না
না না
মেঘেশ্বরী মা আমার জননী আমার বিস্ময় প্রেম আমার
তুমি
আমার সবকিছু মুছে দাও
হোক
সে যতোই অবিনশ্বর অনির্বচনীয়
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০
প্রবঞ্চিত যুবক বলেছেন: দারুণ লিখেছেন