নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

সুবিচারক

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৪১

কে এমন এ জগতে অপরাধ মুক্ত
মানুষে হবেই ভুল ত্রুটি ছোট বড়;
বিচার ব্যবস্থাও তাঁর,বড়ই শক্ত
হয় দণ্ডিত,হালকা বা কঠিনতর।
জীবনে কষ্টেরা জন্ম দেয় অপরাধ
সুখ বিলসয়ে হৃদয়ের সর্বনাশ;
পরশ্রীতে উৎপত্তি হিংসা অপবাদ
জ্বালা যন্ত্রণার ফলে সশস্ত্র সন্ত্রাস।

বিচারক দেন আজন্ম পাপের শাস্তি
পাপকর্ম অপরাধকে করেন ঘৃণা;
পাপী,তাদের প্রতি তবে সহানুভুতি
সিক্তও করে,দন্ডপ্রাপ্ত এই যন্ত্রণা।
নেই পক্ষপাত,খাঁটি সুষ্ঠু নির্ণায়ক
কাঁদে পাপী ঘাতে,শ্রেষ্ঠ সেই বিচারক।

চতুর্দশপদী কবিতা

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০১

বাড্ডা ঢাকা বলেছেন: দারুন কবিতা

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:২৭

নিলু বলেছেন: বেশ ভালো , লিখতে থাকুন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৬

সাইদুর রহমান বলেছেন: অসংখ্য ধন্যবাদ বাড্ডা ঢাকা, নিলু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.