নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্কুল জীবন থেকেই লেখালিখি করি। বর্তমানে বিদেশে কর্মরত। আমার কাব্যগ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশ পেয়েছে ২০১৫ সালে।

লেখালিখি, খেলাধুলা, ভ্রমণ। আমার কাব্যগ্রন্থ \'শিকড়ের সন্ধান\' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান

লিখতে পছন্দ করি স্কুল জীবন থেকেই। আমার কাব্য গ্রন্থ 'শিকড়ের সন্ধান' প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।

সাইদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

স্বরবর্ণের আলোতে জীবন কথা

১৩ ই মার্চ, ২০১৫ রাত ২:৪৩


অ-অধ্যবসায়ী যারা কখনো হয় না বিফল
আ-আরাধনা হৃদয় নিঃসৃত,হয় না নিষ্ফল;
ই-ইতরেরা কখনো করে না কারো উপকার
ঈ-ঈশ্বর ওদের হৃদেও,এ দোষ তবে কার?

উ-উপকার করে যে জন,সেবিছে নাকি ঈশ্বর
ঊ- ঊর্মি সে জীবনের,তবে কেন হয় নিথর ?
ঋ-ঋষিরা নাকি সকাল সন্ধ্যায় দেয় টহল
এ-এজন্যে এ শহর নগর ধরা নাকি সচল।

ঐ-ঐ শোন চারিদিকে আজি কত কোলাহল
ও-ওসবে ভয় কি,নিরাপদ যদি থাকে বল।
ঔ- ঔদ্ধত্য সে তো পশুর নয়,মানুষের স্বভাব
নম্র ভদ্র যেন তারাই হয়,যাদের রয় অভাব।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৫ রাত ২:৫৮

জাফরুল মবীন বলেছেন: চমৎকার লিখেছেন।

ধন্যবাদ ও শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.