![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
বদ্ধ-হৃদয়
সাইয়িদ রফিকুল হক
চেতনায় বালুর মাঠ,
বিশ্বাসে ঘাস!
তোমার সঙ্গে
কে করবে বসবাস?
অন্তরে ফুটেছে তোমার
বিষেরই কাঁটা!
জীবনে চলছে শুধু
মিথ্যারই জোয়ার-ভাটা।
হৃদয়ে তোমার
করবে কবে
গোলাপের চাষ?
বোঝে না কেন
মন তোমার?
ওই ধু-ধু বালুচরে
জমে শুধু অবিশ্বাস।
------------------------
২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ আপনাকে। আর লেখা পড়ে সুন্দর মন্তব্যপ্রকাশ করার জন্য রইলো আন্তরিক অভিনন্দন ও অশেষ শুভকামনা।
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
মাহবুবুল আজাদ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।