![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
শুধুই বাংলাদেশ
সাইয়িদ রফিকুল হক
কদম-ফুলের হাসি দেখে
মনটা গেল মজে,
ভবিষ্যতের ভাবনা ভেবে
গেলাম কীসের খোঁজে!
শুভ্র-সুন্দর শোভা দেখে
গেলাম একটু কাছে,
বললো কদম, হাত দিয়ো না
আমার একজন আছে!
সবখানে যে গুড়ে বালি
আমার আশা শেষ,
শেষে দেখলাম আমার প্রেম
শুধুই বাংলাদেশ।
-------------------------------
২৬ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ বন্ধু আপনাকে। আপনার জন্য রইলো একরাশ শুভেচ্ছা ও অশেষ শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সুন্দর সুন্দর খুব সুন্দর ।