![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
সত্যবচন-১ “ভুল”
সাইয়িদ রফিকুল হক
ভুল করেছে মামুদ মিয়া
দিচ্ছে ভুলের মাশুল,
নিজের কাছে লজ্জা পেয়ে
এখন বড় আকুল।
ভুল যে এমন পাপের কামাই
লেগে থাকে পিছে,
অতি-ভুলে জীবনটা যে
হয়ে যায় মিছে।
আগে যদি জানতো মামুদ
করতো নারে ভুল,
ভুল-বাগানে ফোটে নারে
এমন কোনো ফুল।
--------------------------------
©somewhere in net ltd.