নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

ষড়যন্ত্র ফাঁস: বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ১৯৭৫ সালের মতো দখল করার জন্যই তারেক জিয়ার নির্দেশেই ইসরাইলের সাফাদির সঙ্গে আসলামের আর্থিক লেনদেন!

২১ শে মে, ২০১৬ বিকাল ৫:৫০


ষড়যন্ত্র ফাঁস: বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ১৯৭৫ সালের মতো দখল করার জন্যই তারেক জিয়ার নির্দেশেই ইসরাইলের সাফাদির সঙ্গে আসলামের আর্থিক লেনদেন!
সাইয়িদ রফিকুল হক

বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা ভোটের মাধ্যমে বা যেকোনো সুষ্ঠু-নির্বাচনের মাধ্যমে আর তারেক জিয়ার অনুকূলে যাবে না। আসল কথা হলো: ভোটের রাজনীতিতে তারেক জিয়াদের আর কোনো আস্থা নাই। তাই, এখন তাদের একমাত্র আশা-ভরসা হলো: পিতৃপ্রদত্তপথ ১৯৭৫ সালের মতো পাটপরিবর্তন। আর সেই আশাতেই তারেক জিয়া ইহুদীরাষ্ট্র-ইসরাইলের শরণাপন্ন হয়েছে। প্রথমে শুনেছিলাম: ইসরাইলের গোয়েন্দাসংস্থা মোশাদের সঙ্গে তারেক জিয়ার আদর্শপুষ্টদের একটি গোপন বৈঠক হয়েছে। কিন্তু ধীরে-ধীরে সব খবর বেরিয়ে আসছে। গোয়েন্দাদের হাতে ইতোমধ্যে অনেক তথ্য চলে এসেছে। আশা করা যাচ্ছে: অচিরেই আরও তথ্য বেরিয়ে আসবে। আর একসময় হয়তো বেরিয়ে আসবে থলের বিড়াল।

মোশাদের সঙ্গে বর্তমান বিএনপি’র শীর্ষস্থানীয় কয়েকজন নেতার গোপন বৈঠক হয়েছে। আর তাই, তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতাদখলের জন্য সর্বপ্রকার সাহায্যকারী ‘মোশাদ’কে হাজার-হাজার কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে। আর তাদের (মোশাদকে) একমাত্র দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশের বর্তমান তথা আওয়ামীলীগসরকারকে যেকোনোমূল্যে উৎখাত করা।

তারেক জিয়ার নির্দেশে বিএনপি’র ষড়যন্ত্র এখানেই থেমে থাকেনি। মোশাদের সঙ্গে বৈঠকের পর তারেক জিয়ার নির্দেশে আসলাম চৌধুরীরা ইসরাইলের বর্তমান ক্ষমতাসীন দল লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গেও বৈঠক করেছে। আর গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদকালে বিএনপির বর্তমান যুগ্মমহাসচিব আসলাম চৌধুরী সত্যস্বীকার করে বলেছে: শুধু বৈঠক নয় তারা তারেক জিয়ার নির্দেশে লিকুদ পার্টির এই নেতাকে হাজার-হাজার কোটি টাকা দিয়েছে—আওয়ামীলীগসরকারকে উৎখাত করার জন্য। আসলাম চৌধুরী বর্তমানে সাতদিনের রিমান্ডে। আস্তে-আস্তে ষড়যন্ত্রের সব খবর ফাঁস হচ্ছে। একই বলে ‘ধর্মের কল বাতাসে নড়ে’!

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী একজন তারেক জিয়ার নির্দেশেই আসলাম চৌধুরীরা ইসরাইলের মোশাদ ও লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে আর্থিক লেনদেন করেছে। তারা বাংলাদেশের রাষ্ট্রক্ষমতাদখল করার জন্য হাজার-হাজার কোটি টাকা ঘুষ দিয়েছে বিশ্বের একমাত্র ইহুদীরাষ্ট্র-ইসরাইলের মোশাদ ও লিকুদ পার্টিকে।

গোয়েন্দা-রিপোর্টে আরও জানা যায়: আসলাম চৌধুরীর মোবাইল-ফোনের মেসেজের মধ্যেই এইসব তথ্য পাওয়া গেছে। আর তার মোবাইলের সূত্রধরেই এসব তথ্য সত্য বলে প্রমাণিত হয়েছে। ঘটনা ফাঁস হওয়ায় আসলাম চৌধুরী দোষারোপ করেছে মোশাদের ভারতীয়-এজেন্ট শিপন কুমার বসুকে। তার ভুলের কারণেই নাকি তারা ধরা পড়ে গেছে। আওয়ামীলীগসরকারকে উৎখাতের জন্য ষড়যন্ত্রকারীদের বৈঠক হয়েছে: দিল্লিতে, লন্ডনে ও ইসরাইলে। গোয়েন্দাদের সূত্র থেকে জানা যায়: লন্ডনের বৈঠকে মি. রহমান নামের একব্যক্তির নির্দেশে বিশাল অঙ্কের টাকার লেনদেন হয়। আর এই মি. রহমানই হচ্ছে বর্তমানে লন্ডনে অবস্থানরত তারেক জিয়া।
গোয়েন্দা-মারফত জানা যায় একজন আসলাম চৌধুরী একজন মোসাদ্দেক আলী ফালুর মতো জিরো থেকে হিরো হয়েছে। বিএনপি করার সুবাদে আসলাম চৌধুরী হঠাৎ তারেক জিয়ার নেকনজরে পড়ে যায়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আসলাম চৌধুরী পথের ফকির থেকে এখন হাজার-হাজার কোটি টাকার মালিক! শুধু তাই নয়: বিগত চারদলীয়জোট-সরকারের আমলে এশিয়ার বৃহত্তম পাটকল ‘আদমজীজুটমিল’ ভাঙ্গার কাজ পেয়েছিলো এই আসলাম চৌধুরী। আর সেখান থেকে সে দু’হাতে লুটপাট করে নিজের আখের গুছিয়ে নিয়েছে। আরও চমকপ্রদ তথ্য হলো: মোশাদের একজন নির্ভরযোগ্য বাংলাদেশীএজেন্ট হলো এই আসলাম চৌধুরী। তার নেতৃত্বে এখন বাংলাদেশে যাবতীয় নাশকতার ছক কষা হচ্ছে। আর তাকে সবসময় মদদ দিচ্ছে নাশকতার বিশিষ্ট মদদদাতা লন্ডনে অবস্থানকারী যুবসমাজের অহংকার তারেক জিয়া!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/০৫/২০১৬



মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২০

মার্কোপলো বলেছেন:



লেখকের আজগুবি ভাবনা, ভেঁড়াদের জন্য ভালো গল্প

২২ শে মে, ২০১৬ সকাল ৭:১৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সত্য বললেই আপনাদের কাছে তা আজগুবি হয়ে যায়। এবার সত্যকে ভালোবাসতে শিখুন।
ধন্যবাদ আপনাকে।

২| ২১ শে মে, ২০১৬ রাত ৮:০৬

ভগবান গণেশ বলেছেন: সত্য ঘটনা। কারও বুকে আঘাত লাগলেও কিছু করার নাই।

২২ শে মে, ২০১৬ সকাল ৭:১৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ঠিকই বলেছেন, দাদা। দেশের স্বার্থে আমাদের সত্যপ্রতাশ করতেই হবে।
আপনি সবসময় আমাকে উৎসাহ দিয়ে অশেষ-ঋণী করেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।

৩| ২১ শে মে, ২০১৬ রাত ৮:১৮

আবুল খায়ের মোহাম্মদ রফিকুল হক বলেছেন: সত্য কথা শুনে অনেকেরই গা চুলকানো শুরু হয়ে গেছে!

২২ শে মে, ২০১৬ সকাল ৭:১৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আসলেই তা-ই। এরা সত্য-সহ্য করতে পারে না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

৪| ২১ শে মে, ২০১৬ রাত ৮:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যেমন - জনকন্ঠ, ভোরের কাগজ যেমন - ইনকিলাব, আমার দেশ তেমন আপনি।

২২ শে মে, ২০১৬ সকাল ৭:২১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সত্য সবাই হজম করতে পারে না। আর সত্য সবাই বলতেও পারে না। আর মনে রাখবেন: দৈনিক জনকণ্ঠ সবসময় রাজাকারবিরোধী একটি পত্রিকা। আর এটিকে ‘ইনকিলাব-আমার দেশ’-এর মতো ফালতুপত্রিকার সঙ্গে তুলনা করাটা ঠিক নয়।
আপনাকে ধন্যবাদ।

৫| ২১ শে মে, ২০১৬ রাত ৯:৩০

সত্‌ব্রত বলেছেন: হাজার হাজার কোটি টাকা.....টাকার অংকটা একটু বেশি হয়ে গেল না!!!

২২ শে মে, ২০১৬ সকাল ৭:২৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কিছুই বেশি হয়নি। একজন যুদ্ধাপরাধী মীর কাশেম আলী ফাঁসি থেকে বাঁচার জন্য কত টাকা খরচ করেছে, তা জানলে আপনি আঁতকে উঠবেন! এরা হাজার-হাজার টাকা খরচ করেও বর্তমান সরকারের পতন চায়। তাহলে আবার তারা দেশে রাজাকারিশাসন কায়েম করে হাজার-হাজার কোটি টাকা লুটপাট করতে পারবে। এদের টাকার কোনো অভাব নাই।
আপনাকে ধন্যবাদ ও শুভেচ্ছা।

৬| ২১ শে মে, ২০১৬ রাত ১০:২৪

আমি রাজপথের সৈনিক বলেছেন: হাজার-হাজার কোটি টাকা! রাষ্ট্রক্ষমতার মোহে মানুষ কি না করতে পারে! আর ওদের অনেক টাকা।

২২ শে মে, ২০১৬ দুপুর ২:৩০

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনি সুন্দর বলেছেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে রইলো শুভকামনা।
আর আমার ব্লগে সবসময় স্বাগতম।
নবাগত হিসাবে আপনাকে ব্লগেও স্বাগতম।

৭| ২১ শে মে, ২০১৬ রাত ১০:২৬

কবি নজরুলের ছাত্র বলেছেন: ভাই আপনি বললেন ভোটে আর তারেক জিয়ার আস্থা নাই।
বলি কি বাংলাদেশে ভোট বলে কিছু আছে কি?
আর ভোটের প্রতি আস্থা না থাকার কারণ কি হতে পারে?

২২ শে মে, ২০১৬ সকাল ৭:২৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: বাংলাদেশে ভোট আছে, নির্বাচন আছে, কিন্তু কারচুপির কোনো সুযোগ নাই। তাই, তারেক জিয়াদের এতে আস্থা নাই।
তারা সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে স্বার্থহাসিল করতে চায়।
আপনাকে ধন্যবাদ।

৮| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:১৬

বিজন রয় বলেছেন: তাহলে তো..............!!!

২২ শে মে, ২০১৬ দুপুর ২:১৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: তাহলে আর কী? কিছুতো ধরা পড়েছে।
ষড়যন্ত্রকারীরা বসে নেই। আবার কোনো দাবার চাল দিতে ব্যস্ত!
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সঙ্গে শুভকামনা।

৯| ২২ শে মে, ২০১৬ দুপুর ১:৫১

পথে-ঘাটে বলেছেন: আপনি কোন সূত্র উল্লেখ করেন নি। তবে হ্যা আপনার পুরো লেখার একটা সূত্র হল, গোয়েন্দা-রিপোর্টে আরও জানা যায়। এই সূত্র উল্লেখ করে কোন তথ্য বিশ্বাস যোগ্য হতে পারে। এই সূত্র ব্যবহার করে যে কোন রিপোর্ট প্রস্তুত করা সম্ভব বলে মনে করি।আমার ধারণা সূত্রবিহীন একটি রিপোর্ট ব্লগ পাঠক বা ব্লগারদের মত শিক্ষিতরা বিশ্বাস করবে না।

তারেক জিয়া যদি সত্যিই এমনটা করে থাকে তবে মনে রাখবেন তারেক জিয়াকে বাচানোর ইচ্ছা অন্তত আমার নেই।

যে ব্যক্তি বলে, বাংলাদেশে ভোট আছে, নির্বাচন আছে, কিন্তু কারচুপির কোনো সুযোগ নাই। তাকে সরকার দলীয় একজন রাজনীতিবিদ ছাড়া আর কিছু মনে হয় না। আর মিথ্যাবাদী একজন রাজনীতিবিদের ব্যাপারে আমার কিছু বলার নেই। সরকার দলীয়রা যেমন সরকার দলীয় পত্রিকা জনকন্ঠ এর ব্যতিক্রম নয়।

২২ শে মে, ২০১৬ দুপুর ২:১৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: এদের অপকর্ম ফাঁস হয়েছে, এবং হচ্ছে, সারাপৃথিবীতে এইসব খবর রটে গেছে। আর আপনি চাচ্ছেন সূত্র? আর জনকণ্ঠের ওপর এতো রাগ কেন? জনকণ্ঠ তো সবসময় রাজাকারবিরোধী। আপনার ভয় কীসের?
ধন্যবাদ।

১০| ২২ শে মে, ২০১৬ দুপুর ২:৪২

পথে-ঘাটে বলেছেন: এদের অপকর্ম ফাঁস হয়েছে, এবং হচ্ছে, সারাপৃথিবীতে এইসব খবর রটে গেছে। আর আপনি চাচ্ছেন সূত্র? ঠিক আছে ভাই সূত্র চাইব না। সূত্র ছাড়া একটি গুজবকে বিশ্বাস করতে আমি বাধ্য। রাজাকারবিরোধী ট্যাগ লাগানো জনকন্ঠের সরকারের পা চাটা গোলামী করাও মেনে নিতে বাধ্য কারন এর বিরুদ্ধে কথা বললে আমিও রাজাকার হয়ে যাব। যত্তসব গোয়েবলসের বংশধর।

২২ শে মে, ২০১৬ বিকাল ৩:২৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাদের কাছে ‘সত্য’ সবসময় গুজব বলে মনে হয়। আর এদেশে রাজাকাররাই পল গোয়েবলসের একমাত্র অনুসারী।

১১| ২২ শে মে, ২০১৬ বিকাল ৩:১৬

রাফা বলেছেন: আপনার লেখার সুত্র কি?
আমার জানা মতে এখনও কোন তথ্য প্রকাশ করেনি বর্তমান তদন্ত সংস্থা।আসলাম চৌধুরীর ফোনের রেফারেন্স দিলেন সেটা কি কোথাও প্রকাশ করেছে বর্তমান তদন্তকারি অফিসার বা অন্য কেউ !যদি আপনার ধারনা থেকে লিখে থাকেন তাহোলে সেটঐ উল্লেখ করা উচিত বলে মনে করি।

২২ শে মে, ২০১৬ বিকাল ৩:৩৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সত্যলেখার কোনো সূত্র লাগে না। সত্য নিজেই একটি সূত্র।
তবুও আপনি যখন বলছেন তখন বলছি: গত কয়েক দিনের প্রিন্টমিডিয়া ও ইলেকট্রনিকমিডিয়া দেখুন।
ধন্যবাদ।

১২| ২২ শে মে, ২০১৬ বিকাল ৩:৪৬

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: সত্যলেখার কোনো সূত্র লাগে না। সত্য নিজেই একটি সূত্র।
তবুও আপনি যখন বলছেন তখন বলছি: গত কয়েক দিনের প্রিন্টমিডিয়া ও ইলেকট্রনিকমিডিয়া দেখুন।
ধন্যবাদ।



B-) :-B

চালিয়ে যান ভাই, আপনাাকে দিয়ে হপে।

২২ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভাই, আশীর্বাদ করলেন তো!
আপনার মন্তব্যে খুব খুশি হয়েছি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

১৩| ২২ শে মে, ২০১৬ বিকাল ৪:০৩

ভবঘুরে মানুষ বলেছেন: ওরে আইক্‌কা ওয়ালা বাঁশ থেরাফি দেয়া জরুরী।

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:১৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ব্লগে তবুও একজন মানুষকে পেলাম, যিনি শয়তানকে ঘৃণা করতে জানেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছা।

১৪| ২২ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৯

রোষানল বলেছেন: কবি গরু

২২ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৯

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনি আমাকে তিরস্কার করলেও আমি সবসময় দেশের পক্ষেই থাকবো।
আর দেশবাঁচাতেই লিখছি।
আপনার মন্তব্যটি ভালো না লাগলেও একজন ব্লগার হিসাবে আপনাকে ধন্যবাদ।

১৫| ২২ শে মে, ২০১৬ বিকাল ৫:২০

আমি মিয়াবাড়ির ছেলে বলেছেন: চালিয়ে যান ভাই। আছি আপনার সঙ্গে।

২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১২

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার সুন্দর মন্তব্যে সাহস পেলাম আর অনুপ্রাণিত হলাম।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা।

১৬| ২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

মিথুন আহমেদ বলেছেন: দাদাবাবুদের দেশে বসে ষড়যন্ত্র !!!!! 'র' কোথায় 'র' !!! আমাদের বাঁচা রে ভাই ।

২২ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভাইরে ষড়যন্ত্রকারীদের কাছে দেশ, ধর্ম, জাতি, মানবতা কোনোকিছু নাই। তারা স্বার্থের জন্য যেখানে-সেখানে বসতে পারে।
দেশবাঁচাতে আমাদেরই জেগে উঠতে হবে।

১৭| ২৬ শে মে, ২০১৬ রাত ১০:২৩

রেজওয়ান26 বলেছেন: দেশের হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে গেল সেই বাস্তব বিষয়গুলো নিয়ে না লিখে কি সব আজগুবি স্বপ্ন তুলে ধরেন মাইনসের সামনে, বাংলাদেশের মানুষকে কি আপনার মত অন্ধ মনে করেন নাকি? আপনিও দেখি লজ্জাহীন মহাকবি হইচেন।

২৬ শে মে, ২০১৬ রাত ১০:৩৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ছোট্ট একটা লেখা পড়েই আপনি এতো উত্তেজিত! ওদের পাপের ইতিহাস শুনলে তো একেবারে পাগল হয়ে যাবেন! আর বাংলাদেশের মানুষ আপনাদের মতো অন্ধ না।
ধন্যবাদ।

১৮| ০১ লা জুন, ২০১৬ দুপুর ২:১৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি তো প্রচন্ডরকমের বড় দালাল।

০২ রা জুন, ২০১৬ দুপুর ২:৪৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনার মাথা খারাপ হয়ে গেছে। চিকিৎসা প্রয়োজন। আপনি লেখা পড়ে সমালোচনা করার ভাষাও শেখেননি।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.